রাজ্যে কলেজে ভর্তির নতুন নিয়ম: 4 বছরে অনার্স কোর্স (4 year Graduation)

4 year graduation in westbengal College Admission New Education Policy

চলতি বছরেই, অর্থাৎ এই ২০২৩ এর জুলাই মাসেই গোটা দেশজুড়ে শুরু হচ্ছে নতুন জাতীয় শিক্ষানীতি (New Education Policy)। সুতরাং, এই নীতি পশ্চিমবঙ্গকেও মেনে চলতে হবে। এই নীতি অনুযায়ী ১০+২ শিক্ষানীতি ভেঙে ৫+৩+৩+৪ শিক্ষানীতি গঠন করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি শোনার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যথারীতি না করে দিয়েছিলেন, কিন্তু তিনি পরে জানিয়েছেন উচ্চশিক্ষার পড়াশোনার ক্ষেত্রে তিনিও এই নীতি গ্রহণ করতে বাধ্য হয়েছেন।

   

পশ্চিমবঙ্গ সরকার চালু করছে চার বছরের স্নাতক কোর্স (4 year Graduation in Westbengal)

উচ্চ মাধ্যমিক শেষ করার পর সমস্ত শিক্ষার্থীকে উচ্চশিক্ষা গ্রহণ বা স্নাতক অর্জন করার জন্য অনার্স কোর্স করতে হয়।

কিন্তু এই অনার্স কোর্স করা নিয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দ্বারা উচ্চ শিক্ষা দপ্তর কর্তৃক নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে জানানো হয়েছে যে,

  • যে সমস্ত শিক্ষার্থী গ্যাজুয়েশন করতে চাই তাদের জন্য গ্যাজুয়েশনের সময়সীমা ৩ বছর থেকে ৪ বছর করা হয়েছে।
  • পাস কোর্সের ক্ষেত্রে পড়াশোনা করতে হবে মাত্র ৩ বছর।
  • এছাড়াও জানানো হয়েছে গ্রাজুয়েশনের শিক্ষার্থীদেরকে মাত্র এক বছর মাস্টার ডিগ্রী করতে হবে।এবং তারা সরাসরি PHD কোর্সে ভর্তি হতে পারবে।
  • এছাড়াও যেকোন শিক্ষার্থী তার অসুবিধা বা কোন কারণে তার নিজের পছন্দ মতো বিষয় ও প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে।

“আমরা রাজ্যের সাত লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বিবেচনা করে চার বছরের ডিগ্রি কোর্স চালু করেছি। তা না হলে এই শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। সেক্ষেত্রে স্নাতক স্তরে রাজ্যের বাইরে চলে যাওয়ার প্রবণতা থাকবে, সমাজের দুর্বল শ্রেণীর অনেক ছাত্র আছে। তাই, আমরা চার বছরের কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছি,” ব্রাত্য বসু টুইটারে বলেছেন

জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করেও পশ্চিমবঙ্গ সরকার এই বছর থেকে চার বছরের স্নাতক কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট করেছেন যে রাজ্য সরকার জাতীয় শিক্ষা নীতি গ্রহণ করেনি এবং শীঘ্রই নিজস্ব শিক্ষা নীতি আপলোড করবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram