WBCHSE Lunched an online student portal: মাধ্যমিকের পর মাধ্যমিক পরীক্ষা হল পড়ুয়াদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে পড়ুয়াদের উচ্চমাধ্যমিকের মার্কসিট এবং সার্টিফিকেট দেখা হয়। এছাড়াও রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদন করার সময়ও উচ্চমাধ্যমিকের এডমিট বা সার্টিফিকেটের প্রয়োজন হয়। অর্থাৎ বিভিন্ন সময়ে উচ্চমাধ্যমিকের অ্যাডমিট, মার্কসিট এবং সার্টিফিকেটের প্রয়োজন হয়। কিন্তু যদি উচ্চমাধ্যমিকের মার্কসিট এডমিট এবং সার্টিফিকেটে ভুল থাকে অথবা এগুলো হারিয়ে যায় তাহলে আমাদের প্রচুর সমস্যার মুখে পড়তে হয়।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সকালের এই সমস্যার কথা মাথায় রেখে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবার থেকে উচ্চমাধ্যমিকের এডমিট, মার্কসিট ও সার্টিফিকেট হারিয়ে গেলে আর কোথাও যেতে হবে না এবার সহজেই আবার নতুন করে এগুলো বানিয়ে নিতে পারবেন অথবা উচ্চমাধ্যমিকের এডমিট, মার্কসিট ও সার্টিফিকেটে কোন ভুলত্রুটি থাকলে সেটা সহজে অনলাইনের মাধ্যমে সংশোধন করতে পারবেন।
আরো পড়ুন » একাদশ এবং উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদল! শুরু হবে নতুন পাঠক্রম, দেখেনিন সংসদের নোটিস
অনলাইন আবেদন পদ্ধতি
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ২২ শে আগস্ট মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন, ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 01শে সেপ্টেম্বর, 2023-এ একটি “অনলাইন স্টুডেন্ট পোর্টাল” চালু করবেন যাতে H.S-এর ডুপ্লিকেট রেজিস্ট্রেশন, ডুপ্লিকেট অ্যাডমিট, ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট সার্টিফিকেট, মাইগ্রেশন, ট্রান্সক্রিপ্ট ইত্যাদি আবেদন করা যাবে এবং এই পোর্টালের মাধ্যমে পরীক্ষার রেজিস্ট্রেশন, এডমিট, মার্কশিট এবং সার্টিফিকেটে যদি কোনো প্রকার ভুল থেকে থাকে তাহলে অনলাইনে সংশোধনের জন্য আবেদনও করতে পারবে। এছাড়াও এও জানিয়েছেন উপরোক্ত বিষয়ে আর কোনো অফলাইন আবেদন গ্রহণ করা হবে না।
উপরোক্ত সমস্যাগুলোর ক্ষেত্রে অনলাইনে আবেদন করার জন্য https://wbchseapp.wb.gov.in/portal/dashboard_student এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনি এই ওয়েবসাইট থেকে আপনার উপরোক্ত সমস্যাগুলোর সমাধান পাবেন।
↗️ আরও পড়ুন » HS Exam: উচ্চমাধ্যমিক হবে OMR শীটে, পরীক্ষা হবে সেমিস্টার সিস্টেমে! জানাল সংসদ
আরও আপডেট »