Summer Holiday Notice: ২২ এপ্রিল থেকেই গ্রীষ্মের ছুটি! নতুন ঘোষণা সরকারের, দেখে নিন

Westbengal Summer Vacation Holiday from 22 April 2024 Official Education Department Notice

Westbengal Summer Vacation Holiday from 22 April, 2024 Official Confirmation: অবশেষে ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার ও শিক্ষা বিভাগ! আগামী ২২শে এপ্রিল থেকেই পড়ে যাচ্ছে গরমের ছুটি। তীব্র তাপপ্রবাহের জেরে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা মহাশয়াদেরও ভালোই ভোগান্তি হচ্ছিল। এর জন্যই শিক্ষক সংগঠনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছিল যে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনা হোক।

   

অবশেষে সংবাদমাধ্যমে সে বিষয়ে সম্মতি জানিয়ে আগামী সপ্তাহ থেকেই ছুটি ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের সকল সরকারি (Government), তার সঙ্গে সরকারি পোষিত প্রাথমিক (Primary), জুনিয়র হাইস্কুল (Upper Primary) এবং উচ্চ বিদ্যালয় (High School) গুলিতে এই বিজ্ঞপ্তি লাঘু হবে।

Summer Holiday Notification: অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে আসবে?

কয়েকদিন আগেই, মাত্র ১২ দিন বাড়িয়ে ৬ই মে থেকে শুরু হওয়ার কথা ছিল গরমের ছুটি। কিন্তু তীব্র গরমের কারণে, ছুটির সময়কাল আবারও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই গরমের ছুটির নতুন বিজ্ঞপ্তি https://wbbse.wb.gov.in/ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পোর্টালে প্রকাশ করা হবে।

শিক্ষক সংগঠনের চিঠি: তীব্র তাপপ্রবাহে পড়ুয়ারা! ছুটির দাবি, কি জানালো শিক্ষা দপ্তর, আপডেট দেখে নিন

বেসরকারি স্কুলগুলির (Private Institution) জন্য নির্দেশ!

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও এই ছুটি এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হবে সরকারের পক্ষ থেকে তারাও যেন সরকারের এই নির্দেশে তাদের গরমে ছুটি এগিয়ে আনি তবে অন্তিম সিদ্ধান্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলি নেবে

আরো দেখুন: HS Semester System 2024: উচ্চমাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেম চালু! বিজ্ঞপ্তি জানিয়ে দিল সংসদ, দেখে নিন

কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের কি হবে?

এখন শিক্ষা মহলে প্রশ্ন উঠছে, কলেজ ও বিশ্ববিদ্যালয় (Westbengal College & University Students Summer Vacation) ছাত্র ছাত্রীদের কি হবে? স্কুলের ছাত্র-ছাত্রীরা রেহাই পেয়ে গেলেও কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য আশার আলো নেই! কলেজের সেমিস্টার সিস্টেমে পাঠ্যক্রমের পরীক্ষা এবং অন্যান্য বিচারকথা মাথায় রেখে শিক্ষাদপ্তর সমস্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপরেই ছেড়ে দিয়েছে।

পশ্চিমবঙ্গের পড়াশোনার খবর থেকে পরীক্ষার আপডেট সবকিছু সবার আগে শুধুমাত্র এডুটিপসে (EduTips), মিস না করতে চাইলে যুক্ত হয়ে যান।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram