WBJEE Admit Card 2024 Download @wbjeeb.nic.in Official: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) 2024 সালের 28শে এপ্রিল (রবিবার) উচ্চশিক্ষায় ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি বিভাগে স্নাতক ভর্তির জন্য WBJEE-2024 পরীক্ষা (OMR ভিত্তিক) আয়োজন করবে। আজ, 18ই এপ্রিল থেকে, পরীক্ষার্থীরা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। কোন লিংক থেকে সরাসরি এডমিট কার্ড পাবেন তা জানতে বিস্তারিত পড়ে নিন।
WBJEE Admit 2024: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড
পরীক্ষার তারিখ | 28শে এপ্রিল, 2024 (রবিবার) |
পরীক্ষার সময় | প্রথম পত্র: সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত; দ্বিতীয় পত্র: দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত |
যে সকল বিজ্ঞান বিভাগের পড়ুয়া WBJEE 2024 এর জন্য ফরম ফিলাপ করেছিলে তাদের জন্য কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন:
- WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://wbjeeb.nic.in/, সেখান থেকে Online Counselling System-প্যানেলে চলে যেতে হবে (সুবিধার্থে সরাসরি ডাউনলোডের লিংক শেষে দেওয়া থাকবে)।
- আবেদনপত্র নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশন “লগইন” -এ ক্লিক করুন।
- অ্যাডমিট কার্ড প্রদর্শিত হবে, অ্যাডমিট কার্ডটি PDF ডাউনলোড করুন এবং প্রিন্ট আউট নিন।
WBJEE 2024 Admit card @wbjeeb.nic.in গুরুত্বপূর্ণ নির্দেশিকা
এডমিট কার্ড ডাউনলোড করার পর নামের বানান সহ অন্যান্য বিবরণ ঠিকভাবে দেখে নেবে।অ্যাডমিট কার্ডে পরীক্ষার কেন্দ্র, সময়সূচী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। আর অবশ্যই দুইটির বেশি কপি প্রিন্ট আউট করে রাখবে।
এডমিট কার্ডে কোন ভুল থাকলে কি করবে?
অ্যাডমিট কার্ডে কোন নামের বানান ভুল থেকে অন্যান্য কোন মিসটেক অ্যাডমিট কার্ড সম্পর্কে কোনও প্রশ্ন থাকলে, WBJEEB-এর হেল্পলাইনে Toll Free No: 1800-1234-782 (Extn. No-2) যোগাযোগ করুন
সরাসরি এডমিট কার্ড ডাউনলোডের লিংক: Download WBJEE 2024 Admit
শেষ মুহূর্তের আপডেট জেনে নাও: কিভাবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার র্যাঙ্কিং নির্ধারিত হবে? নম্বরের বিভাজন
আমরা WBJEE-2024 অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া সম্পর্কে সমস্ত প্রয়োজনীয় তথ্য তার সঙ্গে সমস্ত গাইড করার চেষ্টা করেছি। সমস্ত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য শুভকামনা! EduTips বাংলা তোমাদের পাশে ছিল, সব সময় থাকবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »