IET India Scholarship: ছাত্র-ছাত্রীদের জন্য দারুন স্কলারশিপ! কারা পাবে? কিভাবে আবেদন করতে হবে? দেখুন

Arpita Paul

Published on:

IET India Scholarship Award 2024

IET India Scholarship 2024 Full Details Onlone Application: তোমাদের জন্য নিয়ে এলাম আরো একটি স্কলারশিপের আপডেট। মূলত ভারতের পরবর্তী প্রজন্মকে ইঞ্জিনিয়ারিং প্রতি সফল দিশা দেখাতে ও আগ্রহ করে তুলতেই এই স্কলারশিপের আয়োজন। এই স্কলারশিপ প্রোগ্রামটি আয়োজন করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (IET)।

   

শ্রী রতন টাটা (সাবেক চেয়ারম্যান, টাটা সন্স), এন আর নারায়ণ মূর্তি (চেয়ারম্যান ইমেরিটাস, ইনফোসিস), এবং টিভি রামচন্দ্রন (প্রেসিডেন্ট, ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরাম এবং প্রাক্তন আবাসিক পরিচালক, ভোডাফোন) প্রমুখ ব্যক্তিবর্গের ফেলোশীপের অধীনে এই IET India Scholarship-স্কলারশিপটি প্রদান করা হচ্ছে।

IET India Scholarship Award 2024: আবেদনের যোগ্যতা

১. প্রথমত প্রার্থীকে AICTE/UGC অধীনস্থ কোন স্বীকৃত ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক বিভাগে পাঠরত প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বর্ষে পাঠরত হতে হবে।

২. ইচ্ছুক প্রত্যেক আবেদনকারীকে অবশ্যই নিজের চেষ্টায় নিয়মিত সকল ক্রেডিট কোর্স ক্লিয়ার করতে হবে। এবং পূর্ববর্তী সেমিস্টার গুলিতে প্রার্থীকে ষাট শতাংশ বা 6 CGPA এর সমতুল্য নম্বর পেতে হবে।

IET Scholarship Award Amount 2024

নির্বাচিত ছাত্রছাত্রীরা নীচে উল্লিখিত বৃত্তি স্কলারশিপ পাবেন –

আঞ্চলিক রাউন্ড নির্বাচনের জন্য: পাঁচটি আঞ্চলিক কেন্দ্র থাকবে, এবং বৃত্তি পুরস্কার নিম্নরূপ হবে-

  • আঞ্চলিক রাউন্ড বিজয়ী – INR 60,000 + সার্টিফিকেট + IET সদস্যপদ
  • আঞ্চলিক রাউন্ড রানার আপ – INR 40,000 + সার্টিফিকেট + IET সদস্যপদ।

জাতীয় ফাইনালের জন্য: আঞ্চলিক রাউন্ডের বিজয়ীরা জাতীয় ফাইনালে বৃত্তি পুরস্কারটি হবে – 

  • বিজয়ী – INR 3,00,000 + সার্টিফিকেট + IET সদস্যতা
  • প্রথম রানার আপ – INR 1,70,000 + সার্টিফিকেট + IET সদস্যতা
  • ২য় রানার আপ – INR 1,50,000 + সার্টিফিকেট + IET সদস্যতা।

দেখুন: Students Internship Scheme: নতুন প্রকল্পে মাসে ১০০০০ টাকা পাবে ছাত্র-ছাত্রীরা!

Application: কিভাবে স্কলারশিপের জন্য আবেদন করবেন?

সমস্ত আবেদন প্রক্রিয়াটি অনলাইনে IET অফিসিয়াল ওয়েবসাইট https://scholarships.theietevents.com-এর মাধ্যমে হবে, লিংক ক্লিক করে সরাসরি পৌঁছে যেতে পারবে।

তারপর ছাত্র-ছাত্রীকে রেজিস্ট্রেশন করতে হবে, নাম, ঠিকানা, ইউনিভার্সিটি তথ্য, ব্যক্তিগত বিবরণ, একাডেমিক তথ্য সাবধানতা সহকারে আবেদন পত্রটি পূরণ করতে হবে। সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে, ইমেইলে কনফার্মেশন যাবে।

অনলাইন আবেদনের শেষ তারিখ (Last Date for Online Registration)31st May, 2024
IET অফিসিয়াল ওয়েবসাইটApply Now

আরো সুযোগ: PM Kaushal Vikas Yojana: ৮০০০ টাকা সঙ্গে বিনামুল‍্যে কোর্স করাচ্ছে কেন্দ্র সরকার!

বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে আপনারা গিয়ে সমস্ত কিছু করে নিতে পারেন। আর পরবর্তী সকলপ্রকার স্কলারশিপ আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram