WB Madhyamik Result Date 2024: মাধ্যমিক পরীক্ষা ২০২৪ রেজাল্ট কবে? পর্ষদ কি জানাচ্ছে? লেটেস্ট আপডেট দেখুন

Nitya Gorai

Updated on:

WBBSE madhyamik result 2024 date west bengal official News Today

Madhyamik Result 2024 Date West Bengal News Today: পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০২৪-এর ফলাফল নিয়ে উৎকণ্ঠা তুঙ্গে। ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন, কবে প্রকাশ পাবে তাদের রেজাল্ট? বিভিন্ন ইন্টারনেট মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছিল যে ২৬শে এপ্রিল নাকি রেজাল্ট বেরিয়ে যাবে, কিন্তু তা আদৌ সত্যি নয়! পর্ষদের নিয়ে এই বিষয়ে সতর্ক করা হয়েছে ছাত্র-ছাত্রীদের। সর্বশেষ আপডেট কি বলা হয়েছে তা তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।

   

WBBSE Madhyamik result 2024 Date: মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে কি ঘোষণা করেছে পর্ষদ?

মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি (Madhyamik result 2024 date west Bengal)। তবে, বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মে মাসের প্রথম সপ্তাহে যেকোনো সময় ফলাফল প্রকাশ করা হতে পারে।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য (Important)

  • অফিসিয়াল ওয়েবসাইট https://wbbse.wb.gov.in/ ও wbresults.nic.in -এ নিয়মিত চেক করুন। রেজাল্টের নোটিফিকেশন এবং সমস্ত আপডেট সবার আগে এখানেই প্রকাশ করা হবে।
  • বিশ্বস্ত সংবাদমাধ্যম এবং নিউজ পোর্টালকে ফলো করে থেকে আপডেট সংগ্রহ করুন।
WB Madhyamik 2024 Result Date Announced WBBSE @wbresults

রেজাল্ট তৈরি নিয়ে আপডেট! (Madhyamik Result 2024)

সভাপতি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে রেজাল্ট তৈরির কাজ (Result Processing Completed), মার্কশিট তৈরির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। সমস্ত নম্বর অনলাইনে আপলোড হয়ে গেছে। এখন শুধুমাত্র সরকারের তরফ থেকে নির্দেশ পাওয়ার অপেক্ষা! যখনই সরকারের তরফ থেকে সবুজ সংকেত পাওয়া যাবে, তার পরবর্তীকালেই অফিশিয়ালভাবে এনাউন্স করে মাধ্যমিকের রেজাল্টের ডেট জানিয়ে দেওয়া হবে। রেজাল্ট যেদিন বেরোবে তার আগের দিনের সংবাদমাধ্যমে পরের দিনের সমস্ত সংবাদ মাধ্যমগুলিতেই সেটা খবর পৌঁছে যাবে।

মিস করবে না! Madhyamik Pass Scholarship 2024: মাধ্যমিক পরীক্ষার পরেই স্কলারশিপ টাকা? এইগুলো অবশ্যই দেখে রাখো!

রেজাল্ট প্রকাশের পর, ছাত্রছাত্রীরা wbresults.nic.in ওয়েবসাইটে গিয়ে তাদের রোল নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে ফলাফল পরীক্ষা করতে পারবে। আশা করি এই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে সাহায্য করবে, বাংলা শিক্ষা থেকে পড়াশোনার খবর সবার আগে শুধুমাত্র EduTips-বাংলাতে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram