SSC CGL পরীক্ষার সম্পূর্ণ তথ্য! যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন, সিলেকশন প্রসেস এবং প্রস্তুতি টিপস

SSC CGL Full Details Exam Pattern, Eligibility and Selection Process Preparation Tier-1 Tier-2

চাকরির পরীক্ষা মোটামুটি হলেও ইন্টারভিউ দিতে ঘাবড়ে গেছেন? চিন্তা নেই আপনার জন্য আরো একটি সরকারি চাকরির পরীক্ষা এসএসসি সিজিএল (SSC CGL) রয়েছে। যেখানে শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং মেরিটের বেশি সে আপনি কেন্দ্র সরকারের অফিসার পোস্টে যেতে পারবেন। আপনিও কি প্রথম চেষ্টায় SSC CGL ক্র্যাক করতে চান? কিভাবে পরীক্ষা প্রস্তুতি নেবেন, প্রশ্নের প্যাটার্ন কি কি পড়বেন – তা আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো।

   

SSC CGL Full Details: এসএসসি সিজিএল কি?

SSC সিজিএল (Combined Graduate Level Examination) হল ভারত সরকার কর্তৃক পরিচালিত বিভিন্ন সংস্থা ও মন্ত্রক বিভাগে Group-B, Group-C পদে অফিসার এবং ইন্সপেক্টর প্রার্থী নিয়োগ। মেধাবী গ্রাজুয়েটদের এসএসসি পরীক্ষার মাধ্যমেই প্রবেশ করতে হয়।

পরীক্ষায় পাশ করলে প্রার্থীরা সহকারি নিরীক্ষা কর্মকর্তা (Sub-Inspector), সহকারি হিসাব কর্মকর্তা, আয়কর পরিদর্শক (Income Tax), কেন্দ্রীয় আবগারি পরিদর্শক (Excise), উচ্চ বিভাগের কেরানি, কর সহকারী, সহকারী এনফোর্সমেন্ট অফিসার (Assitant ED), ডাক পরিদর্শক, জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তার মত কতগুলি তে চাকরি করার সুযোগ পাবেন।

SSC CGL Eligibility: এই পরীক্ষায় কারা বসতে পারবে?

  1. যে কোন বিষয়ে যে কোন সাবজেক্টের রেগুলার/ডিসটেন্স যেমনই হোক শুধুমাত্র একটা ডিগ্রী থাকতে হবে, কলেজ পাশের প্রমাণ থাকতে হবে। নাম্বারের কোন মাপকাঠি নেই।
  2. পরীক্ষা ইংরেজি এবং হিন্দি এই দুটো ভাষাতে হয় তাই অবশ্যই ইংরেজি জানতে হবে
  3. ভালো অফিসাররা ব্যাংকের পোস্টের জন্য শারীরিক ফিটনেস দরকার। তার সঙ্গে বিশেষ ক্ষেত্রে হাইট-এর কিছু ক্রাইটেরিয়া রয়েছে।

SSC CGL Selection – কিভাবে হয়?

SSC CGL – পরীক্ষায় যোগ্য প্রার্থীদের নির্বাচন চারটি ধাপে হয়ে থাকে। যথা –

  • প্রথম ধাপে, প্রার্থীদের Computer Based (CBE mode) – একটি পরীক্ষা নেওয়া হয়। এখানে General Intelligence & Reasoning, General Awareness, Quantative Aptitude প্রভৃতি বিষয়গুলি থেকে প্রশ্ন আসে।
  • দ্বিতীয় ধাপের পরীক্ষাটিও Computer Based (CBE mode ) পরীক্ষা। এখানে 04 – টি Paper থাকে; যথা – Quantitative Abilities, English Language And Comprehension, Statistics এবং General Studies (Finance & Economic)।
  • তৃতীয় তথা সর্বশেষ ধাপে প্রার্থীদের Skill Test/Computer Knowledge নেওয়া হয়।

তার মধ্যে প্রথম এবং তৃতীয় ধাপ কোয়ালিফায়িং, অর্থ শুধুমাত্র উত্তীর্ণ হলেই হবে সম্পূর্ণ মেরিট লিস্ট দ্বিতীয় ধাপের উপর হয়, পরীক্ষায় প্রার্থীরা উত্তীর্ণ হওয়ার পর Final Merit List বের হয় এবং পরবর্তীতে সেই অনুযায়ী নিয়োগ হয়ে থাকে।

দেখে নাও: SSC CGL Top Post: সিজিএল পরীক্ষা দিয়ে 10-টি সেরা ও জনপ্রিয় পোস্ট সম্পর্কে জেনে নাও

SSC CGL Question Pattern:পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন

এসএসসি সিজিএল পরীক্ষাটি মূলত দুটি ধাপে হয়। এসএসসি সিজিএল টায়ার ১ এবং এসএসসি সিজিএল টায়ার ২। দুটি ধাপে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকছে।

SSC CGL Tier-1 প্রশ্নপত্রের ধরন

প্রথম ধাপে এক ঘন্টা সময়ে মোট ১০০টি প্রশ্ন থাকে, প্রত্যেক প্রশ্নের নম্বর ২। টোটাল ২০০ নম্বরের পরীক্ষা হয় এটা কোয়ালিফাইং, এটাই পাশ করলে তবে দ্বিতীয় ধাপে সুযোগ মিলবে

বিষয়প্রশ্নের সংখ্যানির্ধারিত নম্বর
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (Reasoning)২৫৫০
জেনারেল অ্যাওয়ারনেস (GK/GS)২৫৫০
কোয়ান্টেটিভ অ্যাপটিচিউড (Math)২৫৫০
ইংলিশ কমপ্রিহেনশন (English)২৫৫০

SSC CGL Tier-2 প্রশ্নপত্রের ধরন

এটা মেরিট এবং সিলেকশন পরীক্ষা, এটাতে উত্তীর্ণ হলে তবেই চাকরি মিলবে। এখানে প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান 3, এবং আলাদা আলাদা সেকশনে পরীক্ষা হয়। কম্পিউটার নলেজ শুধুমাত্র পাস করলেই হবে, ওটা মেরিট নম্বরের সাথে যুক্ত হয়না

বিষয়প্রশ্নের সংখ্যানির্ধারিত নম্বর
গণিত (Math)৩০৯০
যুক্তি ও সাধারণ বুদ্ধিমত্তা (Reasoning)৩০৯০
ইংরেজি লিটারেচার এন্ড কম্প্রিহেনসিভ (English)৪৫১৩৫
জেনারেল অ্যাওয়ারনেস (GK)২৫৭৫
কম্পিউটার নলেজ (Computer)২০৬০

এসএসসি সিজিএল পরীক্ষার ডকুমেন্ট ভেরিফিকেশন

টায়ার ১ ও টায়ার ২ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সফল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। নিম্নলিখিত মূল নথি এবং ফটোকপি নিয়ে নির্দিষ্ট ভেরিফিকেশন সেন্টারে উপস্থিত হতে হবে প্রার্থীদের। ভেরিফিকেশন শেষে মোট প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। ভেরিফিকেশনের জন্য যে সকল ডকুমেন্টসগুলি অবশ্যই ভাবে লাগবে তা হল –

  • প্রার্থী নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি।
  • প্রার্থী জাতীয় পরিচয় পত্রের প্রমাণ (আধার কার্ড,নির্বাচনী পরিচয়পত্র,প্যান কার্ড, পাসপোর্ট, বা কেন্দ্রীয় সরকার/রাজ্য সরকার দ্বারা জারি করা অন্য কোনও ফটো আইডি)।
  • ডিগ্রীর প্রমাণপত্র (College Degree)।
  • জাতিগত প্রমাণপত্র (SC/ST/OBC যদি হয়ে থাকে)।

ফরম ফিলাপ: SSC CGL 2024 Exam Date, Form Link: 17727 পদে নিয়োগ সিজিএল পরীক্ষার বিজ্ঞপ্তি! আবেদন শুরু

SSC CGL কিভাবে প্রথম সুযোগেই ক্র্যাক করবেন?

পরীক্ষার কাঠামো সম্পর্কে ধারণা নিন (Question Pattren): এসএসসি সিজিএল পরীক্ষার বিগত বছরের গুলির প্রশ্নের ধরন ও প্রশ্নপত্র সিলেবাস, নেগেটিভ মার্কিং এর বিষয়ে জেনে নিন। আগের বছরের প্রশ্নপত্র গুলি সাবধানতার সঙ্গে ফলোআপ করুন।

বিগত বছরের প্রশ্নপত্র (Previous Year Question): এসএসসি সিজিএল পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র গুলি বারংবার পর্যবেক্ষণ করুন এবং প্রশ্নের ধরন ও নেগেটিভ মার্কিং এর বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন।

নির্দিষ্ট রুটিন তৈরি করুন (Routine & Planning): পড়াশোনা শুরুর আগে অবশ্যই একটি সময় তালিকা মেনে রুটিন তৈরি করে নিন। তাতে যথাযথ সময় আপনি সিলেবাস শেষও করতে পারবেন, পাশাপাশি বারবার রিভিশন ও মক টেস্ট গুলিতেও অংশগ্রহণ করতে পারবে।

পরীক্ষার লেটেস্ট নোটিফিকেশনসহ সমস্ত তথ্য রেজিস্ট্রেশন অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in– তে ভিজিট করে দেখে নেবেন। অর্থাৎ এসএসসি সিজিএল পরীক্ষার কমপ্লিট তথ্য একটি পোস্টে প্রথমবার বাংলাতে আমরা আপনাদের কাছে পৌঁছে দিলাম

অবশ্যই আপনাদের ভালবাসাতে এটা সম্ভব হয়েছে যদি আপনি ইতিমধ্যে গ্রাজুয়েট হয়ে থাকেন বা কলেজের মধ্যে কোন ছাত্র-ছাত্রী যদি হয়ে থাকে অবশ্যই এই পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। আরো একটা সুবিধা পরীক্ষার প্রস্তুতি নিলে তুমি অন্যান্য কেন্দ্র সরকারের পরীক্ষাগুলির জন্য প্রস্তুত হয়ে যাবে, শুভকামনা রইল!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram