HS AI Subjects: উচ্চ মাধ্যমিকে AI পড়ানোর সুযোগ! কারা পাবে? কি জানালো সংসদ, নোটিশ দেখে নিন

WBCHSE HS AI Subjects Approval New Notice 2024

WB HS Council has introduced several new subjects in the H.S Curriculum: উচ্চ মাধ্যমিকের চিরাচরিত শিক্ষা ব্যবস্থা ছেড়ে পাঠ্যক্রম পরিবর্তনে উদ্যোগী হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি সহ একাধিক বিষয় শেখানোর সুযোগ করে দিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। আসন্ন শিক্ষাবর্ষ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে এই বিষয়গুলি রাখা হয়েছে। পাশাপাশি মেশিন লার্নিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের (Computer Programming) কৌশল শেখানো হবে বলেও জানা গিয়েছে।

   

উচ্চমাধ্যমিকে AI, সাইবার সিকিউরিটি, ডেটা সহ নতুন পাঠক্রম বিজ্ঞপ্তি

WBCHSE HS AI Subjects Approval New Notice 2024: এই বিষয়ে ২৩ এপ্রিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যের কোন কোন স্কুল কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স, সাইবার সুরক্ষা, অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সায়েন্স অফ ওয়েলবিয়িং পড়ানোর অনুমোদন পাবে।

কোন কোন স্কুল নতুন বিষয়ে পড়ানোর অনুমোদন পাবে?

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের যে সকল স্কুলে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মনোবিদ্যা, পুষ্টিবিদ্যা, হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স বিষয়গুলি পড়ানোর মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে এবং নিয়মিতভাবে এই বিষয়গুলি পড়ানো হয়, সেই সকল স্কুলগুলিতে সংশ্লিষ্ট নয়া বিষয়গুলি পঠন পাঠন এর জন্য অনুমোদন দেওয়া হবে। সে ক্ষেত্রে সেই শিক্ষক বা শিক্ষিকাকে উচ্চ মাধ্যমিকের খাতাও মূল্যায়ন করতে হবে। অবশ্য এই বিষয়গুলি পড়ানোর আগে পর্ষদ সংশ্লিষ্ট শিক্ষক বা‌ শিক্ষিকার যোগ্যতা যাচাই করে নেবে।

সংগ্রহ করে নাও: WBCHSE English Text Book PDF: একাদশ শ্রেণীর নতুন ইংরেজি বই, তাড়াতাড়ি ডাউনলোড!

কিন্তু আরো প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট বিষয়গুলি জন্য স্কুলগুলিতে যদি পর্যাপ্ত স্থায়ী যোগ্য শিক্ষক বা শিক্ষিকা না থাকে সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের পড়ানোর দায়িত্ব কে নেবে? সেই উত্তরে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, সংশ্লিষ্ট বিষয় অবসরপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকা, আংশিক সময়ের শিক্ষক বা অতিথি শিক্ষক শিক্ষিকারা পড়ানোর সুযোগ পাবেন

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংখ্যা প্রকাশিত অফিসের বিজ্ঞপ্তি ডাউনলোড করুন: Notification PDF

উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেম এর খুঁটিনাটি (HS Semester Systm 2024)Visit Page
উচ্চ মাধ্যমিক নতুন সিলেবাস PDF (HS New Syllabus 2024-25)Visit Page

বাংলা শিক্ষার থেকে ক্যারিয়ার স্কলারশিপ সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ খবর শুধুমাত্র বাংলার এক নম্বর এডুকেশনাল প্ল্যাটফর্ম “এডুটিপসে“- সঙ্গে যুক্ত থাকুন, শিখতে থাকুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram