WB Food SI High Court Case Update: ফুড SI নিয়োগ বন্ধ! ২২ মে পরবর্তী শুনানি, নোটিশ PDF দেখে নিন

Nitya Gorai

Updated on:

WBPSC Food SI High Court Case Update Today Notification PDF

WBPSC Food SI Court Case Update today: ২০২৪ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) কর্তৃক আয়োজিত ফুড সাব-ইন্সপেক্টর (SI) পরীক্ষা বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির অভিযোগ উঠে থাকায় কলকাতা হাইকোর্ট পরীক্ষার প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে

   

WBPSC Food SI High Court Case Update: হাইকোর্টের ১১ টি নির্দেশিকা

কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজশেখর মান্থা ফুড এসআই পরীক্ষা ২০২৪-এর দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য রাজ্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। তদন্তের পাশাপাশি, ভবিষ্যতে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য হাইকোর্ট ১১ টি নির্দেশিকা জারি করেছে

ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগ নিয়োগ প্রক্রিয়া স্থগিত!

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরে ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা করে জানান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং অনেক পরীক্ষার্থী মোবাইল ফোন দেখে উত্তর লিখছিলেন। রাজ্য জুড়ে ৬০ টিরও বেশি এফআইআর দায়ের করা হয়েছে। এই মামলাগুলির তদন্তের দায়িত্ব হাইকোর্ট সিআইডিকে (CID) দিয়েছে।

আরো দেখুন: WBPSC Clerkship Exam: কবে হবে ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষা? তারিখ জানালো পাবলিক সার্ভিস কমিশন

হাইকোর্ট প্রাথমিকভাবে মনে করেছে যে নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে না। ফলে, বিজ্ঞ আদালত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে। অফিসিয়াল কোর্টের রিপোর্টের লিংক আমরা নিচে দিলাম, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেও এটা পাবলিশ হয়েছে আপনারা ডাউনলোড করে সম্পূর্ণ নিজেরা পড়ে নিন।

হাইকোর্টের ১১ দফা নোটিশের পিডিএফ

অফিসিয়াল বিজ্ঞপ্তি যখন নোটিশ ডাউনলোড করে দেখে নিন: View PDF

বিস্তারিত দেখুন: WBPSC Food SI Exam 2024: CID তদন্তে হাইকোর্ট, ফুড SI প্রশ্ন ফাঁসে নিয়োগ বন্ধ! বিস্তারিত জানুন

আগামী ২২ মে মামলার পরবর্তী শুনানি হবে। অফিসিয়াল আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো, আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা বাংলার ছাত্র-ছাত্রী থেকে পরীক্ষার্থীর সকলের পাশে আছি।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram