NTA NEET Admit Card card 2024 Download: ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে ইতিমধ্যেই শুরু করা হল UG NEET ২০২৪ এর অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া। ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট neet.ntaonline.in -এ আজ থেকে পরীক্ষার্থীরা ডাউনলোড করে নিতে পারবেন তাদের অ্যাডমিট কার্ড। প্রার্থীরা তাদের জন্ম তারিখ সহ আরো বেশ কয়েকটি ব্যক্তিগত বিবরণ এর সাহায্যে NEET UG ২০২৪ এর অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন।
প্রকাশিত হল NEET পরীক্ষার Admit কার্ড
ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে চলতি ২০২৪ সালে ন্যাশনাল টেস্টিং এজেন্সি দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত পরীক্ষা কেন্দ্র গুলিতে মোট ২৪ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা প্রহণ করতে চলেছে। সারা দেশের মোট ৫৫৭ টি শহরে এবং ভারতের বাইরের ১৪ টি শহরে আয়োজন করা হয়েছে এই পরীক্ষার।
বৃহস্পতিবার ২ই মে, ২০২৪ প্রকাশিত হলো NEET পরীক্ষার এডমিট কার্ড (NEET 2024 Admit Card @neet.ntaonline.in)। ছাত্র-ছাত্রীরা এই দিন থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের এডমিট কার্ড সংগ্রহ করে নিতে পারবে। আগামী ৫ মে অর্থাৎ রবিবার দুপুর ২:০০ থেকে বিকেল ৫:২০ পর্যন্ত চলবে NEET(UG) পরীক্ষা।
গুরুত্বপূর্ণ আপডেট » NMC 2024: দেশের মেডিকেল কলেজগুলিতে বাড়ানো হলো আসনসংখ্যা! নতুন বিজ্ঞপ্তি প্রকাশ জাতীয় মেডিকেল কমিশনের।
NEET 2024 (UG) পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড প্রক্রিয়া
অনলাইনে ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কয়েকটি ধাপ অবলম্বন করে পরীক্ষার্থীরা খুব সহজেই নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
- প্রথমেই exams.nta.ac.in/NEET বা neet.ntaonline.in অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে হবে।
- এরপর হোমপেজে NEET অ্যাডমিট কার্ড ডাউনলোড করার একটি লিংক দেখা যাবে। সেটিতে ক্লিক করতে হবে।
- স্ক্রিনে নির্দিষ্ট স্থানে নিজের অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড, জন্ম তারিখ সঠিক ভাবে লিখে স্ক্রিনে দেওয়া সিকিউরিটি কোডটি লিখে দিতে হবে।
- এবার স্ক্রিনে আপনার অ্যাডমিট কার্ডটি দেখা যাবে। সেখানে নিজের পরীক্ষার কেন্দ্র, সময়, অবস্থান এবং ব্যক্তিগত তথ্য দেখতে পাবেন। সেগুলি ভালো ভাবে যাচাই করে নিতে হবে।
অ্যাডমিট কার্ডের তথ্য কোনোরকম ভুল ভ্রান্তি দেখলে অবিলম্বে হেল্পডেস্কের সাথে যোগাযোগ করতে হবে। আর সমস্ত বিবরণ ঠিক থাকলে NEET UG 2024 অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করে তা ডাউনলোড করে রাখতে হবে। কারণ নির্দিষ্ট দিন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে গেলে অবশ্যই অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।
সরাসরি Admit কার্ড ডাউনলোড করুন » Download Admit Card
তোমরা যারা এবার NEET পরীক্ষা দেবে তাদের জানিয়ে রাখি নির্ধারিত সময়ের পর তোমরা কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। তাই পরীক্ষার আগেই পরীক্ষা সেন্টারে উপস্থিত হতে হবে। সকল পরীক্ষার্থীদের EduTips Bangla এর পক্ষ থেকে শুভকামনা রইল!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »