WBCHSE HS Result Marksheet Distribution from School: দীর্ঘ অপেক্ষার পর আজ অবশেষে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তবে এবার একটু ভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে মার্কশিট বিতরণের ক্ষেত্রে। আজ অনলাইনে প্রকাশিত ফলাফল দেখে সন্তুষ্ট থাকতে হবে ছাত্র-ছাত্রীদের। মূল মার্কশিট হাতে পাবেন তারা ১০ মে তারিখের মধ্যে।
উচ্চ মাধ্যমিকের মার্কশীট বিতরণ: স্কুলে কবে?
অন্যান্য বছর গুলিতে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পরে সংশ্লিষ্ট স্কুল মার্কশিট পেয়ে যান তবে এ বছরে নির্বাচনের কারণে তার একটু পরিবর্তন হবে। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং টিচার ইনচার্জরা ১০ ই মে এর মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল হাতে পাবেন। রাজ্যজুড়ে মোট ৫৫ টি ক্যাম্প বসানো হবে এবং ক্যাম্পগুলি থেকেই মার্কশিট বিলি করা হবে।
এই বছর নির্বাচনের কারণে মার্কশিট বিতরণে কিছুটা বিলম্ব হচ্ছে। ১০ মে এর মধ্যে সকল স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের হাতে মার্কশিট পৌঁছে যাওয়ার পর তারা তা ছাত্র-ছাত্রীদের কাছে বিতরণ করবেন।
মিস করবে না: HS Pass Scholarship: উচ্চ মাধ্যমিক পাশ করলেই ১০ হাজার টাকা! কিভাবে পাবেন জেনে নিন
HS Marks Card Distribution: দেরি হওয়ার প্রধান কারণ?
যদিও মার্কশিট হাতে পেতে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে, তবুও অনলাইনে ফলাফল প্রকাশের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের অবস্থা সম্পর্কে জানতে পারছেন। আশা করা যায় ১০ মে এর মধ্যে সকলের হাতেই পৌঁছে যাবে তাদের মূল্যবান মার্কশিট (HS Result Marksheet Distribution School Date 10th May)। এই নতুন ব্যবস্থায় কিছুটা অসুবিধা হলেও, নির্বাচনের কারণে এটিই ছিল বাধ্যতামূলক পদক্ষেপ।
দেখে নাও: HS Result Tatkal Review: ৭ দিনের মধ্যেই আসবে স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল! কত টাকা খরচ হবে জেনে নিন
উল্লেখ্য মার্কসিট পাওয়ার পরেই পরীক্ষার্থীরা স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন করতে পারেন। অবশ্য চলতি বছরে তৎকাল পরিষেবা দরুন পরীক্ষার্থীরা আবেদনের ঠিক সাতদিনের মধ্যেই তাদের সম্ভাব্য ফলাফল জানতে পেরে যাবেন। কিভাবে তৎকাল পরিষেবা এবং সাধারণ স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন করবেন এ নিয়ে আমাদের পোর্টালে ইতিমধ্যেই একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। এরকম আরও আপডেট খবর পেতে Edutips এর সঙ্গে থাকুন।
আরও আপডেট »