HS Science Subjects 2024: উচ্চ মাধ্যমিক সায়েন্স কোন বিষয় রাখতে পারবে? Bio-Science হলে? দেখে নাও

HS Science Subjects List Semester 2024 WBCHSE Bio-Science

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য কিছু নির্দিষ্ট সাবজেক্টের তালিকা প্রকাশ করা হয়েছে। এই পোস্টে, আমরা এই সাবজেক্টগুলো সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে এই সাবজেক্টগুলো ভবিষ্যতের কর্মজীবনের জন্য সহায়ক হতে পারে তা নিয়ে আলোচনা করব।

   

উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগ সাবজেক্ট নির্বাচন ও ভবিষ্যৎ কর্মজীবন

Pure Science: ছাত্র-ছাত্রীদের পিওর সায়েন্স (Pure Science) রাখতে হলে অংক রাখতেই হবে। তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি, এখানে সর্বাধিক সুযোগ-সুবিধা এবং কর্মজীবনের দরজা খোলা আছে।

Computer-Science: এক্ষেত্রে অংকের পাশাপাশি কম্পিউটার বিজ্ঞান থাকে, ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে (Software Engineering) যেতে চাইলে আগে থেকেই এই সাবজেক্ট কম্বিনেশন নিতে পারো। তবে এখান থেকে কোনভাবে কোন মেডিকেল ফিল্ডে যেতে পারবে না।

Bio-Science: প্রথম থেকে অংকে ভীতি থাকলে অনেকেই বায়ো সাইন্স নেয় সে ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির দিকেই প্রকাশ করা হয়।

Lab-Science: ল্যাব সায়েন্স এর ক্ষেত্রে অংক থাকে না। বায়োলজি এবং ভূগোল করা হয় এবং তার সঙ্গে নিউট্রিশন থাকে, তবে এক্ষেত্রে নম্বর ভালো উঠলেও, ভবিষ্যতের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয় হায়ার স্টাডির জন্য।

অবশ্যই দেখবে: HS Subject: উচ্চমাধ্যমিকে কোন সাবজেক্ট নিতে মাধ্যমিকে কত নম্বর লাগবে?

WB HS Science Stream Subjects

বিজ্ঞান বিভাগে পড়ার জন্য বাংলা ইংরেজি তোমাকে নিতেই হবে! তার পাশাপাশি নিচের টেবিল থেকে তিনটে সেট নিতে পারবে এবং একটা বাড়তি সাবজেক্টে তোমাকে ফোর্থ সাবজেক্ট বা অপশনাল হিসেবে নিতে হবে।

সেট-1বিষয় সমূহ
প্রথম সেট (SET – I)Physics (PHYS) or Nutrition(NUTN)
Chemistry (CHEM) or Geography (GERG)
Economics (ECON) or Anthropology(ANTH)
Mathematics (MATH) or Agriculture(AGRI)
Biological-Science (BIOS)
Statistics (STAT) or Psychology (PSYC) or Science of Well Being (SOWB)
Computer Science (COMS) or Environmental Studies (ENVS) or Health & Physical Education (HPED)
Cyber Security (CBST) or Artificial Intelligence (ARTI) or Data Science (DTSC)
One vocational subject offered by Council, which may be selected as optional elective subject only.

Hs Semester System: উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিলেবাস থেকে আপডেট এই পেজে পাবেন!

সাবজেক্ট নির্বাচনের টিপস (HS Science Best Subject Combination)

এমন সাবজেক্ট নির্বাচন করুন যা আপনার আগ্রহের সাথে মানানসই এবং যাতে আপনার ভালো দক্ষতা রয়েছে। আপনি যদি কোন নির্দিষ্ট পেশাগত ক্ষেত্রে যেতে চান, তাহলে সেই ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় সাবজেক্টগুলো নির্বাচন করুন। বিজ্ঞানের প্রতিটা বিষয় একে অপরের সঙ্গে নির্ভরশীল, তাই Pure-Science নেওয়াই সবথেকে ভালো। কোনোরকম সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram