Mirae Asset Foundation Scholarship: এই স্কলারশিপে পাবে 8০০০০ টাকা! অনলাইনে আবেদন করে নাও

Mirae Asset Foundation Scholarship Program 2024-25

সকল ছাত্র-ছাত্রীদের জন্য ফের স্কলারশিপের একটি নতুন সুযোগ। বিভিন্ন সরকারি স্কলারশিপ গুলিতে আবেদন করে তারও পাশাপাশি এই প্রাইভেট স্কলারশিপ এর আবেদন পত্র তুমি ফিলাপ করতে পারো। আজকে যে স্কলারশিপের কথা বলব “মিরা এসেট ফাউন্ডেশন স্কলারশিপ প্রোগ্রামকারা কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে বিস্তারিত জেনে নেওয়া যাক।

   

মিরা এসেট ফাউন্ডেশন স্কলারশিপ (Mirae Asset Foundation Scholarship Program 2024-25)

Mirae Asset Foundation হল একটি ভারতীয় স্বেচ্ছাসেবী সংস্থা যেটি প্রাথমিকভাবে ভারতে শিক্ষাগত উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। এবার এই NGO ফাউন্ডেশন ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ চালু করেছে প্রতি বছরের মতো।

স্কলারশিপ এর নামমিরা এসেট ফাউন্ডেশন স্কলারশিপ প্রোগ্রাম 2024 – 25
বার্ষিক বৃত্তির পরিমাণ৪০০০০ এবং ৫০০০০ টাকা
আবেদনের শেষ তারিখ৩১ শে জুন ২০২৪

আবেদনকারীর যোগ্যতা (Eligibility criteria )

১) ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই ভারতের কোন স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর কোর্স পড়াশোনা করতে হবে

২) শিক্ষার্থীদের পূর্ববর্তী শিক্ষাবর্ষের ন্যূনতম প্রাপ্ত নম্বর ৬০ শতাংশের উপর হতে হবে।

৩) সমস্ত রকম উৎস থেকে প্রাপ্ত আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় অবশ্যই ৮ লক্ষের নিচে হতে হবে

বৃত্তির পরিমাণ (Amount of scholarship)

স্নাতক স্তরে পাঠরত প্রার্থীদের জন্য বৃত্তির পরিমাণ বাৎসরিক ৪০ হাজার টাকা এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের জন্য বার্ষিক বৃত্তি এর পরিমাণ পঞ্চাশ হাজার টাকা।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র ( Required Documents)

  • প্রার্থীর নিজস্ব স্থায়ী ঠিকানার প্রমাণ
  • শিক্ষা প্রতিষ্ঠানে চলতি শিক্ষা বর্ষে ভর্তির রশিদ
  • প্রার্থীর নিজস্ব ব্যাংক একাউন্ট নম্বর
  • দ্বাদশ শ্রেণীর মার্কশিট এবং পূর্ববর্তী শিক্ষাবর্ষের ফাইনাল মার্কশিট
  • শারীরিক অক্ষমতার সার্টিফিকেট (যদি থাকে)
  • অনগ্রসর ও তফসিলি সম্প্রদায়ের সার্টিফিকেট ( যদি থাকে)
  • প্রার্থীর পারিবারিক বার্ষিক আয়ের প্রমান
  • প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি।

আরো দেখো: Yuvashree New List 2024: যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট, মাসে ১৫০০ টাকা পাবে! নাম চেক

কিভাবে আবেদন করবেন (Mirae Asset Foundation Scholarship Online Application)

মিরা এসেট ফাউন্ডেশন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, কিন্তু সম্পূর্ণ আবেদন Buddy4study পোর্টালের মাধ্যমে হবে। আপনাদের সুবিধার জন্য দুটি ওয়েবসাইটেরই লিংক দেওয়া থাকবে।

আপনাকে Mirae Asset Foundation Scholarship Program 2024-25 এর লগইন পৃষ্ঠায় রিডাইরেক্টেড করে দেওয়া হবে।

  • আবেদন পদ্ধতি শুরু করতে Start application অপশনটি ক্লিক করুন।
  • প্রয়োজনীয় সকল প্রকার তথ্য সঠিকভাবে সাবধানতার সঙ্গে পূরণ করুন। প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন।
  • সবশেষে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করুন।

সমস্ত স্কলারশিপ এর লেটেস্ট আপডেট: Scholarship Update

Mirae Asset Foundation Scholarship
অফিসিয়াল ওয়েবসাইট
Visit Now↗
অনলাইন আবেদনের সরাসরি লিংক (Buddy4Study)Apply Now

৩১ শে জুন পর্যন্ত আবেদন খোলা রয়েছে, আবেদন করতে কোন সমস্যা হলে সরাসরি 011-430-92248 (344) Monday to Friday – 10:00AM to 06:00 PM – নম্বরে ফোন করে সাহায্য নিতে পারো। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা গাইড করে দেব।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram