NextGen Edu Scholarship 2024-25: মাধ্যমিক পাশে 15000 টাকা স্কলারশিপ! অনলাইনে আবেদন, বিস্তারিত দেখুন

NextGen Edu Scholarship 2024-25 Eligibility Aplication Online Form Fillup Last Date

NextGen Edu Scholarship 2024-25: মাধ্যমিক পাশ করে ২০২৪ সালে যেসব পড়ুয়ারা একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে, তাদের জন্য রয়েছে দুর্দান্ত একটা সুযোগ। EY গ্লোবাল ডেলিভারি সার্ভিস (EY GDS) এবং Buddy4Study-এর সাথে ভারতের অর্থনৈতিকভাবে কম সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য “নেক্সটজেন এডু স্কলারশিপ 2024-25” চালু করেছে। এই স্কলারশিপ প্রোগ্রামটি ক্লাস 11-এর শিক্ষার্থীদের INR 15,000 আর্থিক সহায়তা প্রদান করবে।

   

কিভাবে ছাত্র-ছাত্রীরা অনলাইনে আবেদন করবে, আবেদনের লিংক সহ বিস্তারিত সমস্ত কিছু তথ্য আজকের প্রতিবেদনে পাবেন। স্কলারশিপ নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, ছাত্রছাত্রীরা সেখান থেকে সম্পূর্ণ গাইড হয়ে যাবে।

একনজরে: NextGen Edu Scholarship 2024-25

তথ্য বিস্তারিত
স্কলারশিপের নামনেক্সটজেন এডু স্কলারশিপ 2024-25
প্রদানকারীEY GDS এবং Buddy4Study
যোগ্যতা11 শ্রেণীর শিক্ষার্থী, 60% ন্যূনতম, INR 3 লক্ষ পর্যন্ত পারিবারিক আয়
সুবিধাINR 15,000 আর্থিক সহায়তা
আবেদন প্রক্রিয়াBuddy4Study ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন
আবেদনের শুরু তারিখ১৭ই মে ২০২৪ (শুরু হয়েছে)
আবেদনের শেষ তারিখ26-জুন-2024

যোগ্যতা: NextGen Edu Scholarship Eligibility

  • ভারতের যেকোনো বেসরকারি/সরকারি স্কুলে নথিভুক্ত 11 শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
  • প্রার্থীদের তাদের ক্লাস 10 এ (ফাইনাল মাধ্যমিকে) ন্যূনতম 60% পেতে হবে।
  • বার্ষিক পারিবারিক আয় তিন লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।

সুবিধা: নির্বাচিত ছাত্রছাত্রীরা এককালীন ১৫ হাজার টাকা স্কলারশিপ পাবে। স্কুল ফি, পরীক্ষার ফি, হোস্টেল ফি, বই এবং টিউশন/কোচিং ইত্যাদির জন্য ব্যবহার করা যেতে পারে।

Documents: কি কি কাগজপত্র লাগবে?

  1. মাধ্যমিক পাসের মার্কশীট (10th Pass MARKSHEET)।
  2. স্কুলে ভর্তির রশিদ (Admission Proof)।
  3. ইনকাম সার্টিফিকেট।
  4. রঙিন পাসপোর্ট ছবি (Photo)।
  5. সরকারি যেকোনো আইডি কার্ড, যেমন – আধার কার্ড।

দেখে নিন: মাধ্যমিক পাশ করলেই পাবে মোবাইল কেনার ১০০০০ টাকা! কি কি কাগজপত্র লাগবে? কবে আবেদন জানুন

আবেদন প্রক্রিয়া: NextGen Edu Scholarship Online application Buddy4Study

Buddy4Study-এর মাধ্যমে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে। আবেদনের জন্য প্রথমে লিংকে ক্লিক করে স্কলারশিপ পেতে যেতে হবে।

  • সমস্ত তথ্য যেমন নাম, ঠিকানা, স্কুলের নাম-ঠিকানা, নম্বরের বিবরণ দিয়ে ফরম পূরণ করতে হবে।
  • তারপর দরকারি সমস্ত ডকুমেন্টস এবং মার্কশিট আপলোড করে ফর্মটা জমা করতে হবে অনলাইনে।
NextGen Edu Scholarship আবেদনের অনলাইন লিংকApply Now

আরো দেখুন: মাধ্যমিক পাশের পর সমস্ত স্কলারশিপ

Application Last Date: আবেদনের শেষ তারিখ

বর্তমানে আবেদন খোলা রয়েছে এবং সবেমাত্র শুরু হয়েছে, এখন আবেদন চলবে। ২৬ জুন ২০২৪-এর মধ্যে ছাত্রছাত্রীদেরকে আবেদনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তো প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা যারা ষাট শতাংশ বেশি নম্বর পেয়েছে মাধ্যমিকে তোমরা অবশ্যই স্কলারশিপ এর সুযোগটা নেবে। এটা প্রাইভেট স্কলারশিপ, তাই আবেদন করলেই যে পাবে সেরকমটা নয় তবে হ্যাঁ অবশ্যই আবেদন করলে পাওয়ার একটা সুযোগ থাকে। পরবর্তী সমস্ত আপডেট এর জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো, স্কলারশিপ কেরিয়ার, পরীক্ষা, পড়াশোনা – একটাই নাম “EduTips“।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram