BCA Course Eligibility, Salary: সফটওয়্যার ডেভলপার কিভাবে হবে? Computer Application সম্পূর্ণ তথ্য

bca course details after 12th westbengal Best BCA Course Admission

মাধ্যমিক পাস করে উচ্চমাধ্যমিক স্তরে অনেক ছাত্রছাত্রীরা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি নিয়ে থাকেন বা কমার্সেও এই বিষয়টি থাকে। এছাড়াও যাদের কম্পিউটার নিয়ে ভবিষ্যতে কাজ করার ইচ্ছে বা কম্পিউটার বিষয়টি নিয়েই এগিয়ে যেতে চায় তাদের জন্যও “ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন” বিশেষ গুরুত্বপূর্ণ।

   

উচ্চমাধ্যমিকের পরে গ্রাজুয়েশন স্তরে কিভাবে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করবে? পড়াশোনা করার জন্য খরচ কিরকম হতে পারে? পড়াশোনা শেষে চাকরির কিরকম মার্কেট আছে এবং স্যালারি কি রকম? সব নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। চলো তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর গ্রাজুয়েশন কোর্স বিষয় জেনে নিই –

BCA – BACHELOR IN COMPUTER APPLICATION

কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্রাজুয়েশন ডিগ্রি হল BCA। উচ্চ মাধ্যমিকের পর যে সকল ছাত্রছাত্রীরা কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে আগ্রহী তারা অবশ্যই এই কোর্সটি করে নিতে পারো। বলে রাখি এই কোর্সটি হলো তিন বছরের একটি ডিগ্রী কোর্স বা প্রফেশনাল কোর্স ও বলা যেতে পারে। মূলত যে সকল ছাত্রছাত্রীরা কম্পিউটারের প্রতি আগ্রহী অর্থাৎ কম্পিউটারের ডেটা বেস, প্রোগ্রামিং, সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে ইচ্ছুক তারা এই কোর্সের জন্য বিশেষ উপযুক্ত।

BCA Course After 12th: সংক্ষিপ্ত তথ্য

BCABACHELOR IN COMPUTER APPLICATION
কোর্সের মেয়াদকালতিন বছর
কারা আবেদন করতে পারবেনউচ্চ মাধ্যমিক পাস করলেই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন
কিভাবে এই কোর্সে ভর্তি হতে পারবেনডাইরেক্ট এডমিশন
এন্ট্রান্স এক্সাম এডমিশন
BCA পড়ার জন্য খরচ৭০ হাজার থেকে আড়াই লক্ষ টাকা অব্দি

মিস করবে না: After HS Career Guide: উচ্চমাধ্যমিক পরবর্তী Free কেরিয়ার স্কলারশিপ গাইড!

Government BCA Course westbengal: কারা BCA নিয়ে পড়াশোনা করতে ‌পারবে?

BCA নিয়ে পড়াশোনা করতে গেলে অবশ্যই শিক্ষার্থীদের ন্যূনতম একটি যোগ্যতা রাখতে হবে।

  • ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই 10 + 2 বা উচ্চমাধ্যমিক স্তর পাশ করে থাকতে হবে এবং উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর রাখতে হবে।

তবে এই ক্ষেত্রে বলে রাখি অনেকের এ বিষয়ে সন্দেহ আছে যে সাইন্স ছাড়াও অন্য কোন ব্যাকগ্রাউন্ড থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্রাজুয়েশন ডিগ্রি করতে পারবে কিনা? এ প্রসঙ্গে বলে রাখি তুমি সাইন্স ব্যাকগ্রাউন্ড হও বা না হও তুমি উচ্চ মাধ্যমিক পাশ করলেই এই কোর্সে আবেদনের যোগ্য হতে পারবে

BCA পড়ার জন্য খরচ কিরকম হতে পারে?

যারা BCA নিয়ে পড়তে চাও বা পড়তে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলে রাখি, যেহেতু এটি তিন বছরের একটি ডিগ্রী কোর্স সেক্ষেত্রে তিন বছর মিলিয়ে প্রায় ৭০ হাজার থেকে আড়াই লক্ষ টাকা অব্দি কোর্স পিছু খরচ হতে পারে। অবশ্য এই টাকার পরিমান বিভিন্ন ইউনিভার্সিটিতে পরিবর্তন হবে সংশ্লিষ্ট ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার , জব প্লেসমেন্ট ইত্যাদির ওপর নির্ভর করে।

দেখে নাও: MAKAUT CET 2024: পশ্চিমবঙ্গে প্রফেশনাল কোর্সে ভর্তি পরীক্ষা! যোগ্যতা

BCA Job Details: কোর্স করে কিরকম চাকরি?

BCA কোর্স সম্পূর্ণ করার পর তুমি একজন প্রফেশনাল সার্টিফাইড কম্পিউটার এপ্লিকেন্ট হয়ে যাবে। আর যেহেতু ওয়েব ডিজাইনিং সংক্রান্ত কাজগুলি তোমার আয়ত্তে থাকবে সেক্ষেত্রে তুমি বিভিন্ন business এর জন্য ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তৈরির কাজ করতে পারো। তুমি কাজের সুযোগ পেতে পারো তা হল –

  • Banking
  • Advertising agency
  • Media sector
  • Government agency/Department

মূলত এই কোর্সটি করার পর ৯০ শতাংশ সম্ভাবনা থাকবে ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ IT Department এ কাজ করার।

BCA কমপ্লিট করার পর কোন কোন জব রোলে তোমরা চাকরি পেতে পারো?

BCA Job Role
(পড়ার পর যে সকল জব প্রোফাইল হিসাবে নিযুক্ত হতে পারবে)
Software development
Software analyst
Software tester
Junior programmer
Database administrator
Web designer
Web development
System analyst

আরো দেখো: ITI vs Polytechnic কোনটা করবে? কিসে সরকারি চাকরি সুযোগ বেশি? মাধ্যমিক পাশ হলে দেখে নাও

BCA Course Job Package Salary: স্যালারি কি রকম থাকবে?

BCA কোর্স সম্পূর্ণ করার পর চাকরিতে জয়েন করে মাসিক বেতন কি রকম হবে সেটি অনেকের কাছেই বিশেষ আগ্রহের। অবশ্য প্রথমে বলে রাখি যেহেতু এই পোস্টটি যথেষ্ট demanding তাই চাকরিতে জয়েন করার পর অর্থাৎ as a beginner তুমি 2 lakh per annum থেকে 7 lakh per annum অবধি বেতন পেতে পারো। তবে পুরোটাই তোমার স্কিলের উপর নির্ভর করবে।

অবশ্যই এই চাকরির পে স্কেল যথেষ্ট ভালো, এই বেতানের পরিমাণ সংশ্লিষ্ট কোম্পানি এবং তার ইনফ্রাস্ট্রাকচারের উপরে নির্ভর করে। আশা করি ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের বিস্তারিত তথ্য তোমরা পেলে কিভাবে এই কোর্সে ভর্তি হবে অর্থাৎ এডমিশন প্রসেস কি? পরীক্ষা কি দিতে হবে? সেটা নিয়ে পরবর্তী আমরা আলোচনা করব, আপডেটেড খবর জানতে হলে অবশ্যই Edutips এ চোখ রাখবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram