BSc Course after 12th: জেনারেল ও প্রফেশনাল (Full List) কোনটা ভালো? উচ্চশিক্ষা, রিসার্চ সমস্ত দিক

BSc Course after 12th, General & Professional, Course List, Future

BSc Course after 12th, General & Professional, Course List, Future: উচ্চমাধ্যমিক পাশ করার পর অধিকাংশ ছাত্রছাত্রীরা গ্রাজুয়েশন ডিগ্রী করার প্রতি আগ্রহ বেশি দেখান। গ্রাজুয়েশন ডিগ্রি মূলত তিন রকম স্ট্রিমেই করা যেতে পারে। তবে বর্তমানে বেশ জনপ্রিয় একটি কোর্স হচ্ছে বিএসসি অর্থাৎ ব্যাচেলার অফ সাইন্স (Bachelor of Science)। তবে বিজ্ঞান এবং প্রযুক্তির সঙ্গে যুগের সঙ্গে এগিয়ে চলতে বিএসসি কোর্সের জুড়ি মেলা ভার।

   

BSc কোর্সের বিস্তারিত তথ্য: General & Professional

বিএসসি (B.sc) এক্ষেত্রে অন্তর্ভুক্ত সাধারণ বিষয়গুলি হল জীববিদ্যা,পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত, কম্পিউটার এবং এবং তার সঙ্গে বর্তমানে আরো নতুন নতুন দিক এগ্রিকালচার, ফরেনসিক্স সায়েন্স, ফুড টেকনোলজি, ফ্যাশন টেকনোলজি, বায়োটেকনোলজি, জেনেটিক্স।চলুন তাহলে ব্যাচেলার অফ সাইন্স অর্থাৎ BSc কোর্সের জেনারেল থেকে প্রফেশনাল, খুঁটিনাটি সমস্ত কিছু জেনে নিন।

কোর্স এর নামBachelor of Science
কারা আবেদন করতে পারবেনউচ্চ মাধ্যমিক স্তরে সাইন্স নিয়ে পাঠরত পড়ুয়ারা আবেদন করতে পারবেন
কোর্সের মেয়াদকালজেনারেল বিএসসি – তিন বছর
বিএসসি অনার্স – চার বছর
প্রফেশনাল বিএসসি – চার বছর
ভর্তির উপায়ডাইরেক্ট এডমিশন
এন্ট্রান্স এক্সামের মাধ্যমে এডমিশন

BSc কোর্স এ ভর্তির জন্য যোগ্যতা (BSc Admission Eligibility)

বিএসসি কোর্স নিয়ে পড়াশোনা করার জন্য ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক স্তরে জীববিদ্যা, পদার্থবিদ্যা রসায়নবিদ্যা, গণিত বা কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে হবে। আবেদনকারী প্রার্থীদের উচ্চ মাধ্যমিক স্তরে সাইন্স থাকলে তবেই বিএসসির জন্য আবেদন করতে পারবেন।

কোর্স এবং মেয়াদকাল: Course Duration

বিএসসি কোর্সের জন্য নির্ধারিত সময় ছিল তিন বছর। কিন্তু চলতি শিক্ষাবর্ষ থেকে UGC এর নয়া নিয়ম অনুসারে অনার্স কোর্সের জন্য চার বছর এবং পাস কোর্সের জন্য তিন বছর সময় ধার্য করা হয়েছে। যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক স্তরে সাইন্স নিয়ে পড়াশোনা করেছেন তারাই কেবল বিএসসি বা ব্যাচেলার অফ সাইন্স নিয়ে পড়াশোনা করতে পারবেন।

B.sc courses after 12th Full List: কোর্সের নতুন লাইন

বিএসসি মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো জেনারেল বিএসসি এবং আরেকটি হল প্রফেশনাল বিএসসি। কোন বিএসসি কোর্স এর মধ্যে কি কি বিষয় থাকে দেখে নেওয়া যাক –

জেনারেল বিএসসি (General B.Sc)

  • B.Sc. (পদার্থবিদ্যা)
  • B.Sc. (রসায়ন)
  • B.Sc. (গণিত)
  • B.Sc. (প্রাণিবিদ্যা)
  • B.Sc. (স্ট্যাটিস্টিক)
  • B.Sc. (বোটানি)

প্রফেশনাল বিএসসি (Professional B.Sc)

  • B.Sc. (জলজ পালন)
  • B.Sc. (বায়োকেমিস্ট্রি)
  • B.Sc. (বায়োইনফরমেটিক্স )
  • B.Sc. (কম্পিউটার সাইন্স)
  • B.Sc. (ফ্যাশন প্রযুক্তি )
  • B.Sc. (খাদ্য প্রযুক্তি)
  • B.Sc. (ফরেন্সিক সায়েন্স)
  • B.Sc. (ফরেস্ট্রি) বনবিজ্ঞান
  • B.Sc. (চিকিৎসা প্রযুক্তি)
  • B.Sc. (মাইক্রো বায়োলজি)
  • B.Sc. (মাল্টিমিডিয়া)
  • B.Sc. (নটিক্যাল সায়েন্স)
  • B.Sc. (নার্সিং)
  • B.Sc. (পুষ্টি)
  • B.Sc. (ফিজিওথেরাপি )
  • B.Sc. (মনোবিজ্ঞান)

কোর্সের ভর্তি (BSc Admission Process)

BSc কোর্সে ভর্তির জন্য বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলির তরফ থেকে উচ্চমাধ্যমিকের নম্বর যাচাই করেই ভর্তি নেওয়া হয়। অবশ্য বিশেষ কিছু বিষয় যেমন ফ্যাশন টেকনোলজি, ইন্টেরিয়র ডিজাইন, মাল্টিমিডিয়া, অ্যানিমেশনের জন্য সাইন্স ছাড়া অন্য কোন বিভাগে পাঠরত পড়ুয়া রাও আবেদন করতে পারেন।

অবশ্য ন্যাশনাল বা জাতীয় স্তরের কিছু বিশ্ববিদ্যালয় গুলিতে এন্ট্রান্স পরীক্ষা যেমন CUET এর মাধ্যমেও প্রার্থী বাছাই করা হয়। এমনকি পশ্চিমবঙ্গের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ব্যাচেলার অফ সায়েন্স করার জন্য সিইটি কমন এন্ট্রান্স টেস্ট দিতে হয়

বিস্তারিত দেখো: MAKAUT CET Form Fill Up 2024: পশ্চিমবঙ্গে প্রফেশনাল কোর্সে ভর্তির ফরম ফিলাপ শুরু!

BSc কোর্সের ভবিষ্যৎ ও চাকরির বিভিন্ন দিক

সাইন্টিস্ট বা বৈজ্ঞানিক হওয়ার জন্য বিএসসি করছি একমাত্র লাইন। এছাড়াও হায়ার স্টাডি এবং রিসার্চের অনেক দিক রয়েছে। BSc নিয়ে পড়াশোনা করার পর প্রার্থীরা যে সকল জব রোলগুলিতে কাজ করতে পারেন তা হল –

  • বিজ্ঞানী
  • বৈজ্ঞানিক সহকারী
  • শিক্ষক
  • বিজ্ঞান কারিগরি
  • রসায়নবিদ
  • গবেষক
  • জীব পরিসংখ্যানবিদ

এগুলি চলে গেল সাধারণ লাইন। এরপর প্রফেশনাল ব্যাচেলর অফ সায়েন্স কোর্সের জন্য স্পেশালাইজ কিছু চাকরির ক্ষেত্র রয়েছে। তারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থানে সরাসরি কাজের জন্য যোগ্য। প্রতিষ্ঠানগুলিতে তারা কাজ করার দক্ষতা রাখেন তা হল –

  • মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান
  • হাসপাতাল
  • স্বাস্থ্য সেবা প্রদানকারী
  • ফার্মাসিউটিক্যালস এবং বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি
  • রাসায়নিক শিল্প
  • পরিবেশ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ
  • ফরেনসিক অপরাধ গবেষণা
  • গবেষণা সংস্থা
  • টেস্টিং ল্যাবরেটরি
  • ভূতাত্ত্বিক জরিপ বিভাগ
  • অ্যাকোরিয়াম পরিষেবা

আরো কেরিয়ার: Paramedical Course Details: প্যারামেডিকেল কোর্স ভর্তি? যোগ্যতা, ভর্তি পরীক্ষা, চাকরি সুবিধা

বিএসসি কোর্স কমপ্লিট করে পড়ুয়ারা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারেন। একজন BSc তিন নম্বর পড়ুয়া মাসিক ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা অব্দি বেতন হতে পারেন। সবদিক থেকে বিচার করলে জেনারেল এবং প্রফেশনাল উভয় সায়েন্স গ্রাজুয়েটের চাহিদা রয়েছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন টপ ইনস্টিটিউট তার সঙ্গে আইআইটি (IIT JAM) গুলোতে পড়াশোনার সুযোগ তারা পায়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram