Temporary teacher to teach Higher Secondary Semester? Rules issued by the Education Department, DI Office: চলতি বছর থেকেই চালু হচ্ছে উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমে পড়াশোনা, ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীদের ভর্তি শেষের দিকে, কিন্তু গরমের ছুটি থাকায় এখন ক্লাস শুরু হচ্ছে না, আর কয়েক সপ্তাহ পরেই ক্লাস শুরু হবে।
উচ্চমাধ্যমিক সেমিস্টার ও অস্থায়ী শিক্ষক নিয়োগ: HS Semester Temporary Teacher Rules
উচ্চমাধ্যমিক সেমিস্টার সাধারণ বিষয়গুলির পাশাপাশি অনেকগুলি নতুন বিষয় যুক্ত করা হয়েছে। কিন্তু এখন শিক্ষামহলে একটাই প্রশ্ন, সেমিস্টার সিস্টেম চালু হলেও আদেও কি স্কুলগুলিতে সেরকম পরিকাঠামো রয়েছে? যে প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক ক্লাস নেবেন – এখানেই উঠছে প্রশ্ন!
সাধারণত উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে যেখানে শিক্ষক শিক্ষার পরিকাঠামো সেরকম থাকে না, স্কুল কর্তৃপক্ষ এবং ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে সেখানে স্কুল পরিচালনার জন্য অস্থায়ী শিক্ষক নিয়োগ করে ক্লাস চালানো হয়। এবার এর জন্যই নিয়ম এনেছে শিক্ষা দপ্তর, ছাত্র-ছাত্রীদের কি লাভ হবে নাকি পড়াশোনায় সার্বিক কোন প্রভাব পড়বে সমস্ত কিছু তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।
দেখে নিন: WBCHSE Class 11 Registration: একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন অনলাইনে! কবে থেকে?
উচ্চমাধ্যমিকে অস্থায়ী শিক্ষক নিয়ে পড়ানোর নিয়ম-নির্দেশিকা
পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে অস্থায়ী শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক উঠেছে। শিক্ষা দপ্তর স্পষ্ট করেছে যে, কোনও “প্রায়র পারমিশন” বা আগাম অনুমতি ছাড়া স্কুলগুলিতে অস্থায়ী শিক্ষক নিয়োগ করা যাবে না। এই নির্দেশিকা জারি করার পেছনে কী যুক্তি রয়েছে এবং এটি কীভাবে শিক্ষার্থীদের প্রভাবিত করবে তা নীচে আলোচনা করা হল।
কি কি নিয়ম বলা হয়েছে?
এই নির্দেশিকা সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের জন্য প্রযোজ্য –
- জেলা বিদ্যালয় পরিদর্শকদের (DI) অনুমতি ছাড়া কোন স্কুলেই অস্থায়ী শিক্ষক নিয়োগ করা যাবে না।
- স্কুলগুলিকে অবশ্যই নিয়োগের জন্য নির্ধারিত আবেদনপত্র ব্যবহার করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলির ভিত্তিতে শিক্ষকদের নির্বাচন করতে হবে।
অস্থায়ী শিক্ষকদের সাধারণত ১১ মাসের চুক্তিতে নিয়োগ করা হয়। শিক্ষা দপ্তরের এই নতুন নির্দেশিকা স্কুলগুলিতে অস্থায়ী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনতে সাহায্য করবে। দীর্ঘমেয়াদে এটি শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার মান নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »