Online Orientation Programme: ছাত্র-ছাত্রীদের সুবিধা টিচারদের জন্য অনলাইনে প্রোগ্রাম! নোটিশ সংসদের, দেখে নিন

WBCHSE Online Orientation Programme 2024 Notice for School

পশ্চিমবঙ্গের হাই স্কুল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মহাশয়দের জন্য রয়েছে একটা দারুণ আপডেট! পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে ২০২৪-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে কয়েকটি নতুন বিষয় চালু করা হচ্ছে। সেই সঙ্গে সাম্প্রতিক কালে সিইউপি (চয়েস বেসড ক্রেডিট সিস্টেম) পদ্ধতির আওতায় অধিকাংশ বিষয়ের সিলেবাসে পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনে মানানসই হওয়ার জন্য শিক্ষকদের প্রশিক্ষিত করা জরুরি, যাতে ছাত্রছাত্রীরা অধিকতর লাভ পায়। সেই লক্ষ্যে সংসদ অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রাম (WBCHSE Online Orientation Programme) আয়োজন করছে।

   

শিক্ষা সংসদের অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রাম

বিষয়কাজ
কার্যক্রমপশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রাম
লক্ষ্যশিক্ষকদের নতুন সিলেবাস এবং কার্যক্রমে প্রশিক্ষিত করা

এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য সংসদকে সকল উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের বিষয়ভিত্তিক তথ্যের প্রয়োজন। এই তথ্যের মধ্যে রয়েছে শিক্ষকের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি।

প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অনলাইন পোর্টালের মাধ্যমে শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রোফাইল আপডেট করার জন্য ইতিমধ্যেই বলা হয়েছে। এই প্রোফাইলে শিক্ষকের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি অবশ্যই সঠিকভাবে আপলোড করতে হবে।

দরকারি: HS Class 12 Annual Calender 2024-25: উচ্চমাধ্যমিক ২০২৫ কোন সময় কি? প্রজেক্ট, প্রাকটিক্যাল আগেই দেখে নাও

কেন এটা জরুরী? ছাত্রছাত্রী ও টিচারদের সুবিধা

  • নতুন চালু হওয়া বিষয় এবং পরিবর্তিত সিলেবাস সম্পর্কে শিক্ষকদের জ্ঞান দেওয়া।
  • শিক্ষণ পদ্ধতিতে কার্যকর পরিবর্তন আনা।
  • ছাত্র-ছাত্রী) -দের আরও ভালো শিক্ষা নিশ্চিত করা।

অফিসিয়াল নোটিফিকেশন দেখুন: Download Notice PDF

অবশ্যই দেখুন: WB School Summer Reopen: কমেছে গরম, কবে খুলছে স্কুল? শিক্ষা দপ্তরের আপডেট দেখে নিন

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে এই নতুন শিক্ষা কাঠামোকে আরো ছাত্র-ছাত্রীদের উপযোগী করতে চাইছে। এরকমই পশ্চিমবঙ্গের পড়াশোনা থেকে বাংলা শিক্ষার খুঁটিনাটি আপডেট, স্কলারশিপ কেরিয়ার গাইডেন্স বাংলাতে পেতে আমাদের সঙ্গে যুক্ত হন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram