UPSC CDS Army Nave Airforce Defense Services Officer Full Details: বর্তমানে বহু তরুণ তরুণীর ইচ্ছা রয়েছে আর্মিতে বা নেভিতে বা এয়ার ফোর্সে অফিসার হতে? যোগদান করবে বা যোগদানের জন্য সেরকম কিছুই হয়তো জানো না বা জানলেও তা অতি সামান্য। তাই আজকে তোমাদের সঙ্গে কিভাবে আর্মিতে বা নেভিতে As an Officer জয়েন করবে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। কোন পরীক্ষা দিতে হবে, যোগ্যতা কি কি লাগবে, কি নিয়ে পড়াশোনা করতে হবে সবকিছু জানবে। তাহলে অবশ্যই পুরো প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বে।
UPSC ডিফেন্স সার্ভিস পরীক্ষার বিস্তারিত তথ্য
পরীক্ষার নাম | UPSC CDS Examination (Combined Defense Services) |
নিয়ন্ত্রক | ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন |
পদের মান | Group-A অফিসার |
প্রার্থী যোগ্যতা | অবশ্যই স্নাতক পাস করে থাকতে হবে (বিস্তারিত নিচে)। |
বয়সসীমা | প্রার্থীর বয়স অবশ্যই ২১ উপরে এবং ২৪ বছরের নিচে (অবিবাহিত) হতে হবে। |
কিভাবে আর্মি, নেভি ও এয়ারফোর্স অফিসার হবে (How to Join for UPSC CDS)
প্রথমে বলে রাখি, ভারতীয় সামরিক বাহিনীতে যোগদান করার জন্য তোমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC এর অধীনে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন (Combined Defense Service Examination) পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষার মাধ্যমে আপনি ভারতীয় মিলিটারি একাডেমি, নেভাল অ্যাকাডেমি, এয়ার ফোর্স উইংস এবং অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে যোগদানের জন্য অংশগ্রহণ করতে পারেন। মহিলা এবং পুরুষ উভয়ে এই পরীক্ষায় বসতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা (Educational Eligibility Criteria for UPSC CDS)
মিলিটারি অফিসার IMA (ইন্ডিয়ান মিলিটারি একাডেমি): এই পদের জন্য প্রার্থীকে উপযুক্ত শারীরিক ফিটনেস এর সঙ্গে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস (Graduate) হতে হবে, নম্বরের কোন মাপকাঠি নেই।
Training Officer অফিসার্স ট্রেনিং একাডেমি: উল্লেখিত প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রী সম্পূর্ণ করে রাখতে হবে। অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স সাধারণ যেকোনো গ্রাজুয়েট পড়ুয়া এর জন্য যোগ্য।
Navy Officer ইন্ডিয়ান নেভাল একাডেমী: প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং (Engineering Degree BE/BTech) ডিগ্রি সম্পন্ন করে রাখতে হবে।
Air Force এয়ার ফোর্স একাডেমি: এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পদার্থবিদ্যা এবং গণিত (with Physics and Mathematics at 10+2 level) or a Bachelor of Engineering অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
দেখে নাও: Polytechnic Course: পলিটেকনিক কোর্স মাধ্যমিক পাশে জুনিয়র ইঞ্জিনিয়ার
বয়সসীমা এবং বিবাহ যোগ্যতা: Age Limit & Married Status
যেহেতু ডিফেন্স সার্ভিস অফিসার, তাই বয়সসীমা এবং বৈবাহিক যোগ্যতাতে কড়া নিয়মকানুন রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই শুধুমাত্র অবিবাহিতরাই যোগ্য।
অফিসিয়াল | বয়স | Marital status |
---|---|---|
Military Officer | 18-23 years | Unmarried |
Training Officer | 19-25 years | Unmarried |
Navy Officer | 20-24 years | Unmarried |
Air Force Officer | 20-24 years | Married/ Unmarried |
আরো দেখুন: Madhyamik Pass Government Job: মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়? বিস্তারিত জেনে নিন
নির্বাচন প্রক্রিয়া (Selection Procedure of UPSC CDS)
লিখিত পরীক্ষা (Written Exam):- ভারতীয় সামরিক বাহিনীর প্রতিটি ভিন্ন ভিন্ন পোস্ট এর জন্য লিখিত পরীক্ষা আবশ্যিক। পরীক্ষার সিলেবাসের বিস্তারিত জানতে তোমরা অফিশিয়াল পোর্টালে আপডেট রাখতে পারো। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করেই ঠিক করা হবে যে উল্লেখিত প্রার্থী পরবর্তী ধাপে যেতে পারবেন কিনা। লিখিত পরীক্ষায় পাস করলেই তারপরে ইন্টারভিউতে প্রার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।
ইন্টারভিউ (Interview):- লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্ব পরীক্ষার জন্য কমিশনের তরফ থেকে একটি ইন্টারভিউ এর আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ সমান নাম্বার ধার্য থাকবে।
প্রার্থীদের মূলত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ উত্তীর্ণ হলে ট্রেনিংয়ের জন্য নির্বাচন করা হবে। প্রশিক্ষণের পরবর্তী ধাপে স্থায়ীভাবে অফিসার পদে নিয়োগ হয়। এই ছিল পাবলিক সার্ভিস কমিশনের ডিফেন্স সার্ভিস পরীক্ষার খুঁটিনাটি তথ্য, যোগ্যতা থাকলে অবশ্যই নিজেকে প্রমাণ করো আর হয়ে যাও “ডিফেন্স অফিসার“।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »