ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চাকরি সকল ছাত্র-ছাত্রীদেরই স্বপ্ন এবং অনেকটাই গর্বের সেটা আবার যদি ডিফেন্স অর্থাৎ দেশের প্রতিরক্ষা বিভাগে হয়। UPSC CDS II 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ভারতীয় সামরিক বাহিনীর জন্য মোট 459 টি শূন্যপদ (Vacancy Notification) জারি হয়েছে।
UPSC CDS II 2024 Vacancy for 459 Post Online form Fill up
ইউপিএসসি ডিফেন্স সার্ভিস নিয়ে ইতিমধ্যে আমরা একটা বিস্তারিত পোস্টে আপনাদের সম্পূর্ণ গাইড করেছিলাম আপনারা সেটা না পড়ে থাকলে দেখে নিতে পারেন। এই পদে মহিলা এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তাহলে কোন কোন কোর্সের জন্য কত পদ ধার্য হয়েছে? কিভাবে অনলাইনে আবেদন করবেন? কত টাকা লাগবে ফরম পূরণ করতে? ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আজকের সম্পূর্ণ পোস্ট।
পরীক্ষার নাম | UPSC CDS Examination |
কোন কোন পদের জন্য নিয়োগ নেওয়া হবে | ভারতীয় আর্মি, নেভি ও এয়ার ফোর্স |
মোট শূন্য পদ | ৪৫৯টি |
পরীক্ষার তারিখ | 01/09/2024 (সেপ্টেম্বর) |
Last Date for Apply Online (অনলাইন আবেদনের শেষ তারিখ) | 04/06/2024 (৪ঠা জুন) |
প্রয়োজনীয় যোগ্যতা | অবশ্যই স্নাতক পাস করে থাকতে হবে |
Vacancy: কোন পদে কত নিয়োগ হবে?
বিভিন্ন পদের আর্মি নেভি এবং অফিসার্স ট্রেনিং এ কত ভ্যাকেন্সি রয়েছে –
ইন্ডিয়ান মিলিটারি একাডেমি | ১০০ টি |
ইন্ডিয়ান নেভাল একাডেমি | ৩২ টি |
এয়ার ফোর্স একাডেমি | ৩২ টি |
অফিসার্স ট্রেনিং একাডেমি | ২৯৬ টি |
মোট | ৪৫৯ টি |
বিস্তারিত দেখুন: UPSC CDS (Combined Defense Services) ভারতীয় আর্মি, নেভি ও এয়ারফোর্স অফিসার! পরীক্ষা, যোগ্যতা, বিস্তারিত তথ্য
প্রার্থীদের বয়স (UPSC CDS Applicant age limit)
ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের বয়স অবশ্যই ২০ এর নিচে এবং ২৪ এর উপরে হওয়া চলবে না। অর্থাৎ প্রার্থীর জন্ম সাল ১ জুলাই ২০০১ থেকে ১ জুলাই ২০০৫ এর মধ্যে হতে হবে।
আবেদন মূল্য (UPSC CDS Application Fees)
সাধারণ স্তরের প্রার্থীদের জন্য আবেদনমূল্য ধার্য হয়েছে ২০০ টাকা। অন্যদিকে তপশিলি জাতি এবং উপজাতি মহিলা শ্রেণীর জন্য আবেদনের জন্য কোন মূল্য লাগবে না, No Fees SC/ST। অনলাইন পেমেন্টের সময় প্রার্থীরা ডেবিট কার্ড//UPI ব্যবহার করে পেমেন্ট করতে পারেন।
আবেদনের পদ্ধতি (UPSC CDS Form Fill up Online 2024)
১. আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে UPSC এর অফিসিয়াল পোর্টাল upsc.gov.in এ প্রবেশ করে, পোর্টালের ড্যাশবোর্ডে “Combined defense service examination” অপশনে ক্লিক করবেন। সুবিধার জন্য নিচের লিংক থেকে আপনারা যেতে পারবেন –
Combined Defence Services Examination (II), 2024 | Notice PDF |
আবেদনের সরাসরি লিংক | Apply Online |
আরো দেখুন: Madhyamik Pass Government Job: মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়? জেনে নিন
2. এরপর আপনার কাছে রেজিস্ট্রেশনের পেজ খুলে যাবে সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। প্রয়োজনীয় সকল প্রকার তথ্য দিয়ে সাবধানতার সঙ্গে আবেদনপত্র পূরণ করবেন। প্রয়োজনীয় নথি গুলি স্ক্যান করে (Documents) আপলোড করবেন।
3. অবশেষে অনলাইন পেমেন্ট প্রসেস ব্যবহার করে আবেদনমূল্য সম্পন্ন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।. ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্ম প্রিন্ট আউট করে রাখবেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »