Top Arts Colleges in Kolkata 2024: BA অনার্স করবে? কলকাতার সেরা কিছু কলেজ জেনে নাও

Dibyendu Dutta

Updated on:

Top Arts Colleges in Kolkata Admission Best Study

স্কুলজীবন শেষে কোন কলেজে পড়বে এই নিয়ে অনেক ছাত্র-ছাত্রীদের মধ্যে একটা চিন্তাভাবনা প্রায়শই কাজ করে। উচ্চমাধ্যমিক স্তরে তোমরা যারা আর্টস নিয়ে পড়েছো এবং একটা ভালো কলেজে ভর্তি হবে বলে ভাবছো শুধুমাত্র তোমাদের জন্যই আমার আজকের এই প্রতিবেদন।

   

ইচ্ছা থাকে কলকাতার দিকে সেরা কলেজগুলিতে ভর্তি হবে। এই প্রতিবেদন থেকে তোমরা কলকাতার বিভিন্ন সেরা আর্টস কলেজগুলি (best government arts colleges in kolkata) সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারবে। তাই কোন তথ্য Miss করতে না চাইলে সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে।

কলকাতার সারা কিছু আর্টস কলেজ (Top Arts Colleges in Kolkata Admission Best Study)

কলকাতার সেরা আর্টস কলেজগুলির সম্পর্কে সংক্ষেপে তথ্য কেন কলেজগুলি সেরা এবং তার সঙ্গে কাট অফ মার্কস কোন বিষয় সব থেকে ভালো পড়ানো হয় (Top arts colleges in kolkata cut off)। বলতে গেলে যে কলেজগুলোর কথা না বললেই নয় সেগুলি একে একে উল্লেখ করছি –

St Xavier’s college (সেন্ট জেভিয়ার্স কলেজ)

তোমার নিশ্চয়ই সেন্ট জেভিয়ার্স কলেজ সম্পর্কে শুনে থাকবে, এটি কলকাতার সেরা কলেজগুলির মধ্যে অন্যতম। প্রসঙ্গত উল্লেখ্য, এটি NAAC A+ Grade এর কলেজ। এই কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা হিসাবে উচ্চমাধ্যমিক স্তরে 60% নম্বর রাখার কথা বলা হয়েছে।

তবে এক্ষেত্রে উল্লেখ্য এই কলেজে Cut Off Marks অত্যন্ত বেশি হওয়ার কারণে অনেক ছাত্র-ছাত্রী শেষপর্যন্ত পড়াশোনা করার সুযোগ পায় না। এই কলেজে তোমরা চাইলে Political Science, English, Journalism প্রভৃতি বিভিন্ন বিষয়ে স্নাতক স্তরে ভর্তি হতে পারো।

দেখে নিন: WB College Centralised Admission 2024: সেন্ট্রালাইজ কলেজ ভর্তি কবে শুরু? কোন কলেজ বাদ?

Bethune college (বেথুন কলেজ)

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অন্যতম একটি নামকরা সেরা কলেজ হল বেথুন কলেজ। এই কলেজে পড়াশোনা করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক স্তরে 55-60% থাকতে হবে। এই কলেজে English, Bengali, Sociology, Psychology, Sanskrit প্রভৃতি বিষয় নিয়ে তোমরা স্নাতক স্তরে ভর্তি হতে পারো।

প্রসঙ্গত উল্লেখ্য, বেথুন কলেজে English নিয়ে পড়াশোনা করতে গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সব বিষয় মিলিয়ে গড়ে 75% নম্বর পেতে হবে এবং English – এ নূন্যতম 85% নম্বর পেতে হবে। অন্যতম এই কলেজেও Cut Off Marks অত্যন্ত High।

Lady Brabourne College (লেডি ব্রেবোর্ন কলেজ)

এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত NAAC A Grade – এর একটি কলেজ। এই কলেজে পড়াশোনা করতে গেলে উচ্চ মাধ্যমিক স্তরে তোমাদের ন্যূনতম 50% নম্বর পেতে হবে। এই কলেজ থেকে তোমরা Philosophy, Persian, English, Urdu, Sanskrit, History, Political Science প্রভৃতি বিষয়ে স্নাতক স্তরে পড়াশোনার জন্য ভর্তি হতে পারো

হেল্পফুল: Pass vs Honours: পাস নাকি অনার্স কোনটা ভালো? কোনটি নিয়ে পড়লে চাকরির সুযোগ বেশি

Scottish Church College (স্কটিশ চার্চ কলেজ)

NAAC A Grade – এর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই কলেজটিও তোমাদের অতি পরিচিত একটি কলেজ। এই কলেজে ভর্তি হতে গেলেও তোমার উচ্চ মাধ্যমিক স্তরে নূন্যতম 60% নম্বার থাকতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য অন্যান্য কলেজ এই কলেজেও Cut Off Marks খুব বেশি যায়, তবে এই Cut Off Marks বিষয় অনুযায়ী আলাদা আলাদা হয়। বিশেষত English Hons. এর জন্য এই কলেজে অত্যন্ত বেশি Cut Off Marks যায়। এই কলেজ থেকে তোমরা বাংলা ইংরেজি সহ বিভিন্ন বিষয়ে Hons. এবং General উভয় কোর্সই করতে পারো।

Shri Shikshayatan College (শ্রী শিক্ষায়তন কলেজ)

এটিও একটি NAAC A Grade কলেজ। এখানে তোমার উচ্চমাধ্যমিক স্তরে 50% নম্বর থাকলেই ভর্তি হতে পারবে। তবে এই কলেজটিতেও Cut Off Marks অত্যন্ত বেশি যায়। প্রসঙ্গত উল্লেখ্য, এটিও কলকাতা বিশ্ববিদ্যালয় অন্তর্গত একটি কলেজ।

Asutosh College (আশুতোষ কলেজ)

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজটিও একটি NAAC A Grade কলেজ। তোমরা অনেকেই হয়তো এই কলেজটির নাম শুনে থাকবে অনেক বিখ্যাত মানুষ এই কলেজ থেকে পড়াশুনা করেছেন এই কলেজ থেকে তোমরা Hons. এবং General উভয় কোর্সই করতে পারো।

মিস করবে না: After HS Career Guide: উচ্চমাধ্যমিক পরবর্তী Free কেরিয়ার স্কলারশিপ গাইড!

কলকাতা সেরা কিছু আর্টস কলেজ সংক্রান্ত আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আশা করছি তোমরা অজানা অনেক বিষয় জানতে পেরেছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের পড়াশোনা থেকে ক্যারিয়ারের সাহায্য করার জন্য অঙ্গীকারবদ্ধ।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram