স্কুল খুলেই অতিরিক্ত ক্লাস! সিলেবাসের চাপে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও একাদশ!

Westbengal Students along with Teachers are Under the pressure of the syllabus, Additional classes after opening the school

Westbengal Students along with Teachers are Under the pressure of the syllabus, Additional classes after opening the school: স্কুল জীবনের সবচেয়ে বড় হল মাধ্যমিক আর তারপরেই কেরিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক। কাজেই গুরুত্ব এবং সময় দুটোই দরকার। কিন্তু, এই শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া সকলেরই একটাই চিন্তা – এত কম সময়ে সিলেবাস কি করে শেষ হবে?!

এতদিন ছুটি উপভোগ করলেও, এরপর ছাত্র-ছাত্রীদের ওপর একটু বাড়তি চাপ পড়তে চলেছে। কেননা শিক্ষা দপ্তরে তরফ থেকে ইতিমধ্যেই অনলাইনে বাড়তি ক্লাসের জন্য বলা হয়েছে। যাতে সময়মতো সিলেবাস কমপ্লিট করা যায়।

সিলেবাসের চাপ মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়া থেকে শিক্ষক

এবছর উচ্চমাধ্যমিকের সেমিস্টার সিস্টেমের (HS Semester System) একাদশের প্রথম সেমিস্টারে হাতে মাত্র তিন থেকে সাড়ে তিন মাস রয়েছে সঠিকভাবে ধরতে গেলে, এত কম সময়ের মধ্যে পড়াশোনা সিলেবাস সম্পন্ন করা, তার ওপর বই নেই।

মাধ্যমিক পড়ুয়াদের (Madhyamik Pariksha) জন্য, যারা ২০২৫ সালে ফাইনাল বোর্ডের পরীক্ষা দেবে, তাদেরও হাতে সময় কম। তাই স্কুল ছুটির পরে বাড়তি ক্লাস (Extra Classes for Westbengal Students) তাদের করানো হতে পারে। তাদের প্রস্তুতিকে আরো ভালো করার জন্য এবং সময়মতো সিলেবাস সম্পন্ন করার জন্য

দেখুন: সেমিস্টারের পরীক্ষায় মোবাইল ব্যবহারে কড়া উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ! ধরা পড়লেই বাতিল পরপর দুটি সেমিস্টার

উচ্চমাধ্যমিকের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা: বাড়তি প্রস্তুতি!

আর্টস, সায়েন্স বা কমার্সের যেসব ছাত্র-ছাত্রীরা আবার উচ্চমাধ্যমিক দেবে, তাদের উচ্চ মাধ্যমিকের প্রস্তুতির পাশাপাশি আবার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি করতে হয়। সাধারণভাবে বোর্ড পরীক্ষার সিলেবাসই শেষ হচ্ছে না, সেখানে বাড়তি সময় বের করে সেই সকল প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া রীতিমতো চাপের!

এতদিন গরমের ছুটি তারপরে আবার পুজোর দীর্ঘ ছুটি আসতে চলেছে। মাঝের সময় সিলেবাস অধিকাংশ সম্পন্ন করার চাপ রয়েছে স্কুল গুলির ওপর। কারণ পুজোর ছুটির পরেই স্কুলগুলিতে আবার টেস্ট পরীক্ষা (Test Exam 2024-25) রয়েছে।

এই টিপসগুলি: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ মুহূর্তের কিভাবে নিজেকে প্রস্তুত করবে? অবশ্যই দেখে নাও

প্রস্তুতিতে সহযোগিতা করছি আমরা: জেনে নিন!

ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সর্বতোভাবে সহযোগিতা করার জন্য, সেটা নোট-স্টাডি মেটেরিয়াল (Study Materials Notes), পুরাতন প্রশ্নপত্র, প্র্যাকটিস বা টেস্ট পেপার ইত্যাদি দিয়ে যত সম্ভব সহযোগিতা করার চেষ্টা আমরা করেছি, এবং ভবিষ্যতেও করব।

ছাত্রছাত্রীরা আমাদের ওয়েবসাইটের হোমপেজে গিয়ে পড়াশোনা বা স্টাডি সেকশনের ক্লাস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নোট সাজেশন পেয়ে যাবে। তোমরা অবশ্যই সংগ্রহ করে নিতে পারো।