অনেক ছাত্র-ছাত্রী থেকে চাকরি প্রার্থীদের স্বপ্ন থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যার মধ্যে সর্বাধিক প্রচলিত এবং প্রাথমিকভাবে কনস্টেবল। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কমবেশি প্রতি বছরই এটার জন্য ভ্যাকেন্সি বের করে। তাই সঠিকভাবে প্রস্তুতি এবং তথ্য জানা থাকলে তোমার স্বপ্ন পূরণ হতে পারে!
প্রস্তুতির আগে তোমাকে বিশেষ করে যোগ্যতা গুলো ঠিকঠাক জেনে রাখতে হবে। পরীক্ষা কোন কোন ধাপে হয়? কি কি মেডিকেল ফিটনেস দরকার? শরীরের হাইট, ওয়েট এগুলো কি যোগ্যতার মাপকাঠি রয়েছে? মাধ্যমিক পাস করলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে সম্প্রতি নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুনের হেরফের হয়েছে (WBP Latest Update 2024)। সম্পূর্ণ প্রতিবেদনে বিস্তারিত তথ্য পেয়ে যাবে।
WB Police Constable Eligibility 2024: Age, Height, Education, Medical Fitness
কনস্টেবল যোগ্যতা, শারীরিক মাপ, মাঠ পরীক্ষা
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল যোগ্যতা 2024 এর সংক্ষিপ্ত বিবরণ | |
বয়স সীমা |
|
শিক্ষাগত যোগ্যতা |
|
বাসিন্দা | প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে |
প্রসঙ্গত বিগত বছরগুলিতে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীকে প্রিলিমিনারী, মেইনস ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই বাছাই করা হত। তবে সাম্প্রতিক বছর থেকে দুটি লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে।
প্রিলিমিনারী পরীক্ষা: Written Exam
আগের বারের ন্যায় এবারে আর দুটি লিখিত পরীক্ষা নেওয়া হবে না। যেহেতু সব মিলিয়ে একটি পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে মোট ৮৫ নম্বরের প্রশ্নপত্র করা হবে। তবে পরীক্ষার সিলেবাস পুর্ববর্তী মেইনস পরীক্ষার পাঠ্যক্রম অনুসারে হবে। সিলেবাসের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলি থাকবে –
বিষয় | নির্ধারিত নম্বর |
জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ বিষয় | ২৫ নম্বর |
ইংরেজি বিষয় | ১০ নম্বর |
এলিমেন্টারি ম্যাথমেটিক্স | ২৫ নম্বর |
রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস | ২৫ নম্বর |
আরো: WBP Lady Constable Eligibility 2024 Height, Run, Medical: সমস্ত লেটেস্ট তথ্য (পশ্চিমবঙ্গ লেডি পুলিশ)
দ্বিতীয় ধাপ শারীরিক পরীক্ষা (Physical Eligibility)
শারীরিক পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের প্রথমত ফিজিক্যাল মেজারমেন্ট নেওয়া হবে অর্থাৎ উচ্চতা, ওজন ও বুকের ছাতির মাপ নেওয়া হবে এবং দ্বিতীয়ত প্রার্থীর শারীরিক কর্মক্ষমতা বাছাই করা হবে।
wbp constable height and weight list
প্রার্থী | প্রয়োজনীয় মাপ |
---|---|
গোর্খা, গোড়োয়ালিস, রাজবংশী এবং তপশীলি জাতিভুক্ত পুরুষ প্রার্থীদের | উচ্চতা ১৬০ সেমি, ওজন ৫৩ কেজি এবং ছাতি ৭৬ সেমি |
সাধারন শ্রেণীর পুরুষদের ক্ষেত্রে | ১৬৭ সেমি, ওজন ৫৭ কেজি এবং ছাতি ৭৮ সেমি |
মাঠ পরীক্ষা (Running Ability)
মোট অতিক্রান্ত পথ | সময় |
পুরুষদের ১৬০০ মিটার দৌড় | ৬ মিনিট ৩০ সেকেন্ড |
মেডিকেল পরীক্ষা (Medical Test for WBP Constable)
- Blood Test (Sugar, Urea, Creatine, TSH, LFT, Lipid profile)
- ENT (Ear, Nose, Throat)
- EYE (Vision 6/6, 6/9 & Color Blindness, Allergy)
- USG Abdomen upper and lower
- X-ray (Chest)
- General Clinical examination.
দেখে নাও: WBCS Exam: কিভাবে WBCS অফিসার হবে? সিভিল সার্ভিস পরীক্ষা, যোগ্যতা তথ্য থেকে পদের নাম!
ইন্টারভিউ (Personality Test)
যেহেতু মেইনস পরীক্ষা আর হচ্ছে না সেক্ষেত্রে পূর্ববর্তী ধাপগুলিতে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হবে। নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন » https://wbpolice.gov.in/
দেখে নাও: SSC Exams: কেন্দ্র সরকারি চাকরির দরজা! কোন পদে কি পরীক্ষা দিতে হয়? জেনে নাও
সমস্ত প্রকার সরকারি চাকরির আপডেট বেসরকারি চাকরির আপডেট, পরীক্ষার আপডেট সমস্ত কিছু পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »