বিজ্ঞান বিষয় নিয়ে পড়া সেটা উচ্চমাধ্যমিক কিংবা কলেজের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী শুধু টাকা পয়সার অভাবে করতে পারে না। বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে মেধাবী ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়ার জন্য অন্যতম একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হলো জগদীশচন্দ্র বোস ন্যাশনাল স্কলারশিপ। যেখানে ছাত্রছাত্রীরা অন্তত ৪৮ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে, তার সঙ্গে প্রথমের দিকে ল্যাপটপের সুবিধা রয়েছে।
আজকের এই প্রতিবেদনে আমি জগদীশ চন্দ্র বসু সাইন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ কি, স্কলারশিপের জন্য কি কি যোগ্যতা লাগবে, স্কলারশিপের পরিমাণই বা কত ইত্যাদি বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব; তাই সম্পূর্ণ তথ্য জানতে করতে না চাইলে মনোযোগ দিয়ে পুরো প্রতিবেদনটি পড়ুন।
JBNSTS Scholarship 2024: জগদীশচন্দ্র বসু সাইন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ
পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বিশেষত গরিব কিন্তু মেধাবী ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমুখী পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য একটি স্কলারশিপ; যেটি পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের অর্থানুকূল্যে প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপের এর দুটি ভাগ রয়েছে; যথা –
- জুনিয়র স্কলারশিপ ( জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষা )
- সিনিয়র স্কলারশিপ ( সিনিয়র বৃত্তি পরীক্ষা এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষা )
JBNST Eligibility: স্কলারশিপ এর জন্য যোগ্যতা কি কি লাগবে?
এক্ষেত্রে তোমাদের বলে রাখি জগদীশ চন্দ্র বোস সাইন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ- এর জুনিয়র এবং সিনিয়র এই দুই প্রকার স্কলারশিপের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। আমি উভয় স্কলারশিপ এর জন্য নির্ধারিত যোগ্যতা গুলি একে একে বলছি।
জুনিয়র স্কলারশিপ (JBNST Junior): এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্তরে 75% নম্বর সহ পাশ করতে হবে; পাশাপাশি প্রার্থীকে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে ভর্তি হতে হবে।
সিনিয়র স্কলারশিপ (JBNST Senior): প্রথমত, এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ নিয়ে ভালো নম্বর সহ পাশ করতে হবে। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট প্রার্থীকে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা মৌলিক বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক স্তরে পাঠরত থাকতে হবে।
মিস করবেন না: Taruner Swapna Free Tab: এবার একাদশ শ্রেণীতে দেওয়া হবে ট্যাবের ১০,০০০ টাকা! কবে থেকে দেখে নিন?
স্কলারশিপের পরিমাণ কত? (JBNSTS Scholarship Amount)
জগদীশচন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপের সফল সকল প্রার্থীদের মেধাবৃত্তি ও বই কেনার অনুদান দিয়ে সম্মানিত করা হবে। এছাড়া বিশেষ আকর্ষণ হিসাবে পরীক্ষায় উত্তীর্ণ প্রথম দশজন ছাত্রকে এবং প্রথম দশজন ছাত্রীকে মেধাবৃত্তি ব্যতীত ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে।
সিনিয়র স্কলার হিসেবে নির্বাচিত প্রার্থীদের স্নাতক কোর্স চলাকালীন প্রতি মাসে INR 4000/Month এবং বই কেনার জন্য বার্ষিক INR 5000 এককালীন হিসাবে দেওয়া হবে আর জুনিয়র প্রার্থীদের উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা চলাকালীন (Class 11&12) INR 1250/Month টাকা দেওয়া হবে এবং বই কেনার জন্য বার্ষিক INR 2500 এককালীন হিসাবে দেওয়া হবে।
আরো দেখুন: Nabanna Scholarship 2024: নবান্ন স্কলারশিপ ২০২৪, পড়ুয়াদের ১০০০০ টাকা! অনলাইনে আবেদন
আবেদনের সম়সীমা ও পরীক্ষার তারিখ (Online Application Form)
জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট স্কলারশিপ 2024 – এর জন্য আবেদন অনলাইন আবেদন 1st June থেকে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং 31th July আবেদনের শেষ তারিখ। আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের জগদীশচন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.jbnsts.ac.in) গিয়ে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা হবে 18th August; প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গের 34 – টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
JBNSTS – TALENT SEARCH EXAMINATION – 2024
Date of Examination | 18/08/2024 |
Online application process start from | 01/06/2024 |
Last date of application | 31/07/2024 |
অফিসিয়াল ওয়েবসাইট ফরম আবেদন পূরণের জন্য | jbnsts.ac.in |
স্কলারশিপ সম্পর্কিত অফিশিয়াল নোটিশ (Circular of the JBNSTS) | Download PDF |
আরো বিস্তারিত জানতে জগদীশচন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপের ওয়েবসাইটটি ভিজিট করতে পারো। যদি আজকের পোস্টটি অবশ্যই বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের পড়াশোনা থেকে ক্যারিয়ারের সাহায্য করার জন্য।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »