পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের নিয়োগ নিয়ে অনেকেই আগ্রহ দিয়েছেন। যে সকল পরীক্ষার্থীরা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে অনেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছেন আবার অনেকে সরকারের প্রকাশিত সিলেবাসের অপেক্ষায় রয়েছেন। আজকের প্রতিবেদনে আমরা তোমাদের বিস্তারিত সিলেবাসটা দেব!
কি কি বিষয় রয়েছে, কোনগুলো বেশি গুরুত্ব এই বিষয়গুলি “গ্রামীণ জীবন এবং গ্রামীণ উন্নয়নের” উপর ফোকাস করে ইংরেজি, বাংলা, পাটিগণিত এবং সাধারণ জ্ঞানের উপর জোর দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সিলেবাস হয়।
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার সিলেবাস 2024
গ্রাম পঞ্চায়েতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের ১০০ নম্বরের উপরে মোট পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ৮৫ নম্বরে থাকবে লিখিত পরীক্ষা, পাঁচ নম্বরের থাকবে কম্পিউটার টেস্ট এবং অবশিষ্ট ১০ নাম্বারে প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত পরীক্ষায় সিলেবাসের বিষয় থাকবে বাংলা, ইংরেজি ,অংক ও সাধারণ জ্ঞান।
WB Gram Panchayat Syllabus 2024 PDF
এখানে WB গ্রাম পঞ্চায়েত পরীক্ষার বিস্তারিত পাঠ্যক্রম রয়েছে। নীচে দেওয়া টেবিলটি দেখুন –
বিষয় (Subject) | সিলেবাস (Syllabus) |
---|---|
English (ইংরেজি) | Vocabulary Grammar (including tenses, articles, prepositions, etc.) Comprehension Synonyms and Antonyms Sentence Correction Idioms and Phrases One-word Substitution |
বাংলা (Bengali) | শব্দভান্ডার ব্যাকরণ (ক্রিয়া সংযোজন, বিশেষ্য ফর্ম, ইত্যাদি সহ) বাংলায় বোধগম্যতা বাংলা সাহিত্য বাংলায় প্রতিশব্দ এবং বিপরীতার্থক শব্দ বাংলা প্রবাদ ও বাণী বাঙালির ইতিহাস ও সংস্কৃতি |
পাটিগণিত (Math) | নম্বর সিস্টেম লসাগু, গসাগু সরলীকরণ শতাংশ অনুপাত এবং অনুপাত গড় বয়সের উপর সমস্যা সময় এবং কাজ গতি, দূরত্ব এবং সময় সরল এবং চক্রবৃদ্ধি সুদ |
সাধারণ জ্ঞান (গ্রামীণ জীবন ও উন্নয়ন): | ভারতীয় ইতিহাস ভারতের ভূগোল ভারতীয় রাজনীতি (গ্রামীণ শাসন, পঞ্চায়েতি রাজ) অর্থনীতি (গ্রামীণ অর্থনীতি, কৃষি) পরিবেশ ও পরিচয় (গ্রামীণ বাস্তুশাস্ত্রের উপর জোর দিয়ে) কারেন্ট অ্যাফেয়ার্স (বিশেষ করে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সাথে সম্পর্কিত) পল্লী উন্নয়ন কর্মসূচী এবং নীতি গ্রামীণ সমাজবিজ্ঞান ও সংস্কৃতি গ্রামীণ এলাকার জন্য সরকারি প্রকল্প |
Westbengal Panchayat Secretary, Sahayak Syllabus PDF Download
লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের অবশ্যই এই চারটি বিষয় খুব ভালোভাবে তৈরি করে রাখতে হবে এবং সাধারণ জ্ঞান বিষয়ের ক্ষেত্রে যথাসম্ভব সর্বোচ্চ আপডেট নিয়ে রাখতে হবে। পাশাপাশি আরও শোনা যাচ্ছে যে চলতি বছরে প্রায় ৬৫% গ্রাজুয়েট স্তরের পরীক্ষার্থীরা পরীক্ষা বসতে চলেছেন সে ক্ষেত্রে পরীক্ষাটি যথেষ্টই কম্পিটিটিভ মানের হতে চলেছে।
Gram Sahayak: Gram Sahayak Worker (গ্রাম সহায়ক) | Download Now |
Secretary: Village secretary staff (পঞ্চায়েত সেক্রেটারি) | Download Now |
সংগ্রহ করবে: WB Panchayat Previous Year All Question: পঞ্চায়েত পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র PDF ডাউনলোড!
যদিও এখনো পর্যন্ত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য কোনরকম সিলেবাসের আপডেট দেওয়া হয়নি। তবে বিগত বছরের প্রশ্নপত্রের ধরন দেখে মনে করা হচ্ছে চলতি বছরেও পরীক্ষার সিলেবাসের কোন বিশেষ পরিবর্তন হবে না। তবে যদি বোর্ডের তরফ থেকে এই বছরের সিলেবাসে কোন রূপ পরিবর্তন করা হয় তাহলে অবশ্যই তা আমাদের প্রতিবেদনে জানিয়ে দেয়া হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »