Cabinet Ministers India 2024 List (PDF): ভারতের নতুন মন্ত্রীতালিকা! কে কোন মন্ত্রী সম্পূর্ণ লিস্ট ডাউনলোড

Cabinet Ministers India 2024 List (PDF): Modi Cabinet 3.0

Current Affairs Indian Cabinet Ministers 2024 New List (PDF): ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর ভারত সরকারের নতুন মন্ত্রীসভা গঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদী- এর নেতৃত্বে এই মন্ত্রীসভা ভারতের উন্নয়ন ও নীতি প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

   

ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা পড়াশোনা এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত, এই তথ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীচে টেবিল আকারে ভারতের ২০২৪ সালের নতুন ক্যাবিনেট মন্ত্রীদের তালিকা এবং তাদের দায়িত্ব দেওয়া হল।

২০২৪ সালে ভারতের নতুন ক্যাবিনেট মন্ত্রীদের তালিকা

১০ই জুন ২০২৪, রাষ্ট্রপতি ভবন থেকে অফিসিয়ালি প্রেস রিলিজ করা হয়েছে। একদম শেষে তোমাদের সুবিধার্থে অফিশিয়াল পিডিএফ প্রেস রিপোর্টের লিংক দেয়া হয়েছে। অবশ্যই সেটা সংগ্রহ করে নেবে এবং সেখান থেকে ভেরিফাই করে খাতায় বা অন্য কোথাও নোট ডাউন করে পড়াশোনা করবে।

PRIME Minister (প্রধানমন্ত্রী)

প্রধানমন্ত্রী নামদায়িত্ব
শ্রী নরেন্দ্র মোদীমন্ত্রিপরিষদ, জন অভিযোগ ও পেনশন মন্ত্রক
পারমাণবিক শক্তি বিভাগ – মহাকাশ বিভাগ
সমস্ত গুরুত্বপূর্ণ নীতি বিষয় এবং অন্যান্য সমস্ত মন্ত্রক যা কোনও মন্ত্রীকে বরাদ্দ করা হয়নি

CABINET MINISTERS

নং মন্ত্রীর নাম কার্য বিভাগ
1. শ্রী রাজ নাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী
2. শ্রী অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রী; এবং সমবায় মন্ত্রী
3. শ্রী নিতিন জয়রাম গড়করি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী
4. শ্রী জগৎ প্রকাশ নাড্ডা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী; এবং রাসায়নিক ও সার মন্ত্রী
5. শ্রী শিবরাজ সিং চৌহান কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী; এবং পল্লী উন্নয়ন মন্ত্রী
6. শ্রীমতী নির্মলা সীতারমন অর্থমন্ত্রী; এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী
7. ডঃ সুব্রহ্মণ্যম জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী
8. শ্রী মনোহর লাল গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রী; এবং বিদ্যুৎমন্ত্রী
9. শ্রী এইচডি কুমারস্বামী ভারী শিল্প মন্ত্রী; এবং ইস্পাত মন্ত্রী
10. শ্রী পীযূষ গয়াল বাণিজ্য ও শিল্পমন্ত্রী
11. শ্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী.
12। শ্রী জিতন রাম মাঞ্জি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী
13. শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং পঞ্চায়েতি রাজ মন্ত্রী; এবং মৎস্য, পশুপালন ও দুগ্ধমন্ত্রী
14. শ্রী সর্বানন্দ সোনোয়াল বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রী
15। ডঃ বীরেন্দ্র কুমার সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী.
16. শ্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী
17. শ্রী প্রলাহাদ জোশী ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী; এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী
18. শ্রী জুয়াল ওরাম আদিবাসী বিষয়ক মন্ত্রী
19. শ্রী গিরিরাজ সিং বস্ত্রমন্ত্রী
20. শ্রী অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী; তথ্য ও সম্প্রচার মন্ত্রী; এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
21. শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া যোগাযোগ মন্ত্রী; এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী
22. শ্রী ভূপেন্দ্র যাদব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী
23. শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সংস্কৃতি মন্ত্রী; এবং পর্যটন মন্ত্রী
24. শ্রীমতী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী
25. শ্রী কিরেন রিজিজু সংসদ বিষয়ক মন্ত্রী; এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী
26. শ্রী হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী
27. ডঃ মনসুখ মান্ডাভিয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী; এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.
28. শ্রী জি কিশান রেড্ডি কয়লা মন্ত্রী; এবং খনি মন্ত্রী।
29. শ্রী চিরাগ পাসওয়ান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী মো.
30. শ্রী সি আর পাতিল জলশক্তি মন্ত্রী

দারুন নোটস: Madhyamik Mathematics Formula: হাতের মুঠোয় অংকের সূত্র! ছাত্রছাত্রীরা এক্ষুনি PDF সংগ্রহ করে নাও

রাজ্যের মন্ত্রী (স্বাধীন দায়িত্ব) MINISTERS OF STATE

নং মন্ত্রীর নাম কার্যসূচি বিভাগ
1. রাও ইন্দ্রজিৎ সিং পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব); পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব); এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
2. ডঃ জিতেন্দ্র সিং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব); ভূ বিজ্ঞান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব); প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী; কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; পরমাণু শক্তি বিভাগের প্রতিমন্ত্রী; এবং মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী
3. শ্রী অর্জুন রাম মেঘওয়াল আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব); এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
4. শ্রী যাদব প্রতাপরাও গনপতরাও আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব); এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
5. শ্রী জয়ন্ত চৌধুরী দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব); এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

ভারতের নতুন মন্ত্রীদের তালিকা PDF (10 june 2024)

নিচে দুটি পিডিএফ এর লিংক দেওয়া রয়েছে, , প্রথমটি অফিসিয়াল এবং তোমরা সেখান থেকেই নোটডাউন করে কোন পরীক্ষার প্রস্তুতিতে ব্যবহার করবে। দ্বিতীয় পিডিএফ টি তোমাদের সুবিধার্থে সহজ করে সম্পূর্ণ মন্ত্রীদের লিস্ট –

President’s Secretariat
PRESS COMMUNIQUE
Posted On: 10 JUN 2024 7:37PM by PIB Delhi
View PDF↗
পিডিএফ ডাউনলোড করে নিনPDF Download ↓

অবশ্যই দেখবে: Westbengal OBC List 2024: পশ্চিমবঙ্গের নতুন ওবিসি তালিকা 2024, কোর্টে কারা বাদ গেলেন? PDF লিস্ট দেখে নিন

এই তালিকা ভারত সরকারের কার্যক্রম এবং নীতি প্রণয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের এই তথ্যগুলি জেনে রাখা উচিত, যাতে তারা ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে সঠিক ধারণা পেতে পারে এবং তাদের পড়াশোনায় ব্যবহার করতে পারে। এই তথ্যগুলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram