বাংলার স্কুলে চালু Holistic Progress Report: একটাই কার্ডে প্রথম থেকে অষ্টম শ্রেণির নম্বর, দেখে নিন

Holistic Progress Report Card Issued for Westbengal Class 1 to 8 School Students Education

বাংলার শিক্ষাব্যবস্থায় ফের নয়া আপডেট। চলতি শিক্ষাবর্ষ থেকে বাংলাতে প্রথম থেকে অষ্টম শ্রেণী অব্দি সমস্ত ক্লাস গুলি মিলিয়ে মোট গড়ে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে। যার মধ্যে ছাত্র বা ছাত্রীর প্রথম থেকে অষ্টম শ্রেণি অব্দি রেজাল্টের যাবতীয় রেকর্ড থাকবে “হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট” (Holistic Progress Report Card)। কাজেই সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রীর পড়াশুনার প্রতি কতটা আগ্রহ বা পড়াশোনার অগ্রগতি জানতে এই কার্ড বিশেষ গুরুত্বপূর্ণ।

   

হলিস্টিক রিপোর্ট কার্ড: একই রিপোর্ট কার্ডে প্রথম থেকে অষ্টম শ্রেণী;

Holistic Progress Card Issued for Westbengal Class 1 to 8 School Students Education: কাজেই এই রিপোর্ট কার্ড বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলার শিক্ষা মাধ্যমে। চলতি শিক্ষাবর্ষ থেকে এই রিপোর্ট কার্ডটি কার্যকর করতে বলা হয়েছে সরকারের তরফে। এ বছর সব রিপোর্ট কার্ডটি দেয়া হবে যাতে বাকি শ্রেণীগুলোতে তাদের নম্বর সেখানে যোগ হতে পারে। আগামী বছর থেকে তা শুধুমাত্র প্রথম শ্রেণির জন্য দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রত্যেক স্কুলকে বাধ্যতামূলকভাবে এই রিপোর্ট কার্ড অবশ্যই রাখতে হবে এবং ছাত্রছাত্রীরা কোন বিষয়ে কত নাম্বার পাচ্ছে নথিভুক্তকরণ করতে হবে। রিপোর্ট কার্ড রক্ষণাবেক্ষণে সব থেকে ভালো দিক হলো প্রতি ক্লাসে শিক্ষার্থী কত নম্বর পেয়ে উত্তীর্ণ হচ্ছে বা তার বাৎসরিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় প্রগ্রেস রিপোর্ট উল্লেখ করা থাকে

নতুন ঘোষণা: Yogyashree: যোগ্যশ্রী প্রকল্পে দেশজুড়ে সাফল্য! মুখ্যমন্ত্রী, সবাই সুবিধা পাবে

Holistic Progress Report: কি সুবিধা হবে ছাত্র-ছাত্রী, শিক্ষক সহ অভিভাবকদের

ছাত্র ছাত্রী পড়াশোনার আপডেট জানার জন্য এই রিপোর্ট কার্ড সংরক্ষণ বিশেষ জরুরি। তবে চলতি শিক্ষা বর্ষ থেকে একটি মাত্র রিপোর্ট কার্ড একটি ছাত্র বা ছাত্রীর সামগ্রিক পড়াশোনার উন্নতি বা অবনতি বা কোন নির্দিষ্ট বিষয় থেকে পড়াশোনায় কতটা অগ্রগতি হয়েছে তার যাবতীয় আপডেট পেতে পারেন

কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলার সমস্ত বিদ্যালয় গুলিতে বর্তমানে যে পরিকাঠামো রয়েছে তা বাস্তবায়ন করা বেশ সমস্যার এবং আর্থিক প্রতিকূলতাও বটে। নতুন কোন পরিকল্পনা বাস্তবায়ন করার আগে সরকারের অবশ্যই রাজ্যের বিদ্যালয়গুলির যাবতীয় পরিকাঠামো লক্ষ্য করা দরকার।

বাংলা শিক্ষার অফিসিয়াল পোর্টাল: Visit Now

দেখে নিন: স্কুলে ক্লাস নেবেন কলেজের প্রফেসররা! শিক্ষক ঘাটতি মেটাতে বড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের

তবে যাই হোক অব ুঝ শেষমেষ ছাত্র-ছাত্রীদেরই লাভ হবে যতটা এই প্রকল্প রূপায়িত হবে। এরকমই বাংলা শিক্ষার সর্বশেষ আপডেট থেকে সমস্ত খুঁটিনাটি তথ্য পেতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান সমস্ত আপডেট সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দিই।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram