SSC MTS Recruitment 2024: মাধ্যমিক পাশে 8326 পদে স্টাফ এবং হাবিলদার নিয়োগ! আবেদন শুরু

SSC MTS Recruitment 2024 Eligibility, Online Application Last Date ssc.gov.in

মাধ্যমিক পাশে করলেই সরকারি অফিসে বিভিন্ন মাল্টিটাস্কিং পদে তার সঙ্গে সরকারিভাবে বিভিন্ন অফিসে হাবিলদার হিসাবে নিয়োগ। SSC বা স্টাফ সিলেকশন কমিশন Multitasking Staff (SSC MTS) এবং Havaldar – এর 8326 ভ্যাকান্সির জন্য অফিসিয়াল নোটিশ জারি করেছে। কতদিন আবেদন চলবে? কিভাবে আবেদন করবেন অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে জেনে নাও।

   

SSC MTS 2024 Exam Notification for 8326 Vacancies

অবশেষে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষিত SSC MTS -পরীক্ষার সময়সূচি জানিয়ে দিল কমিশন। পোস্ট শেষে অফিশিয়াল বিজ্ঞপ্তি লিংক পেয়ে যাবেন, সেখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে তা সত্ত্বেও সংক্ষেপে যোগ্যতা, পরীক্ষার তারিখ, সময় সহ গুরত্বপূর্ণ তথ্য গুলি দেখে নাও।

পরীক্ষাSSC MTS 2024
আবেদন শুরু হয়ে গেছে27th জুন
আবেদনের শেষ তারিখ31th জুলাই, 2024
পরীক্ষার ফি পেমেন্টের সর্বশেষ তারিখ1st আগস্ট
Application Form সংশোধনের তারিখ10-11 আগস্ট
পরীক্ষার সম্ভাব্য সময় অক্টোবর- নভেম্বর,2024

বয়সসীমা ও যোগ্যতা (SSC MTS Eligibility)

SSC MTS – পরীক্ষার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের থেকে কিছু যোগ্যতা চাওয়া হয়েছে; যথা-

  1. ভারতীয় নাগরিক হতে হবে।
  2. শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) হিসাবে প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
  3. Havaldar পদের জন্য শারীরিক উচ্চতা হিসাবে পুরুষ ও মহিলাদের যথাক্রমে 157.5 সেমি এবং 152 সেমি উচ্চতা হতে হবে।
  4. প্রার্থীদের নূন্যতম বয়স 18 হতে হবে; এবং MTS – এর জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স 25 বছর এবং Havaldar পোস্টের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 27 বছর নির্ধারণ করা হয়েছে। (অফিসিয়াল পিডিএফ ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য খুঁটিনাটি দেওয়া রয়েছে।)

অবশ্যই দেখবে: SSC Exams: কেন্দ্র সরকারি চাকরির দরজা! কোন পদে কি পরীক্ষা দিতে হয়? জেনে নাও

আবেদন ফরম পূরণ (SSC MTS Application Form 2024)

পরীক্ষায় বসার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের ssc.gov.in. ওয়েবসাইট ব্যবহার করে আবেদন করতে হবে। আবেদনের সর্বোচ্চ সময়সীমা হল 31th জুলাই। যদি প্রথমবার ক্যানডিডেট হয়ে থাকে তাহলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, সমস্ত তথ্য দেবে তারপর সরাসরি আবেদন করতে পারবে নিজেদের মোবাইল থেকে অথবা যে কোন বাংলা সহায়তা কেন্দ্র সাইবার ক্যাফে।

Multi-Tasking (Non-Technical) Staff and Havaldar (CBIC & CBN) Examination, 2024 [Official Notification]Download PDF
অনলাইনে রেজিস্ট্রেশন এবং আবেদনের লিংকssc.gov.in

আরো জেনে নাও: মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়? বিস্তারিত তালিকা দেখে নিন

Selection Process কিভাবে হয়?

SSC MTS – এর ক্ষেত্রে পরীক্ষার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়, যেখানে 100 – টি Question থাকে। অপরদিকে Havaldar পদের জন্য প্রার্থীদের অফলাইনে পরীক্ষা নেওয়া হয়। প্রার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর Final Merit List বের হয় এবং পরবর্তীতে সেই অনুযায়ী নিয়োগ হয়ে থাকে।

SSC MTS – এর গুরত্বপূর্ণ Update সংক্রান্ত আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করলাম। পরবর্তী ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত থেকে সিলেবাসের সমস্ত আপডেট পেয়ে যাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram