Madhyamik 2025 Exam Dates: ২০২৫ মাধ্যমিক পরীক্ষা নতুন রুটিন দিল মধ্যশিক্ষা পর্ষদ! তারিখ দেখে নিন

WBBSE Madhyamik Exam Dates 2025 Routine Out

WBBSE Board Published Madhyamik 2025 Exam Routine Officially: অবশেষে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় আপডেট ২৮ শে জুন অফিশিয়াল ভাবে সামনে বছরের মাধ্যমিকের সমস্ত রুটিন, কোন তারিখ কোন পরীক্ষা রয়েছে, পরীক্ষার সময় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ

   

২০২৪-সালে রেজাল্ট বেরোনোর পরেই এই নিয়ে মৌখিকভাবে তারিখ ঘোষণা করেছিল পর্ষদের সভাপতি এবং পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছ থেকেও সেই বিষয়ে সম্মতি মেলে। কিন্তু এতদিন সেই মাধ্যমিক পরীক্ষার রুটিন মৌখিকভাবেই থেকে গিয়েছিল কোনরকম অফিশিয়াল ভাবে প্রকাশ হয়নি।

মাধ্যমিক ২০২৫ নতুন রুটিন (WB Madhyamik Exam Dates 2025 Routine Published)

নতুন প্রকাশিত আপডেটেড রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হচ্ছে ১০ই ফেব্রুয়ারি এবং চলবে ২০শে ফেব্রুয়ারি পর্যন্ত, ২২শে ফেব্রুয়ারি রয়েছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
পরীক্ষা শুরুর তারিখ১০ই ফেব্রুয়ারী
পরীক্ষা শেষের তারিখ২২শে ফেব্রুয়ারী
পরীক্ষার সময়সকাল ১০ঃ৪৫ থেকে দুপুর ২ঃ০০ পর্যন্ত
(10:45 AM to 2:00 PM)

নিচে রুটিনের সংক্ষিপ্ত সার দেয়া হল, বিস্তারিত রুটিন নিচের লিংকে আপনারা পেয়ে যাবেন সেখানে গিয়ে English এবং বাংলা সমস্ত রুটিন অফিসিয়াল পিডিএফ কপি অবশ্যই সংগ্রহ করে নেবেন।

WBBSE Madhyamik Pariksha 2025 Exam Dates

কোন দিন কোন বিষয়ের পরীক্ষা হবে দেখে নিন-

  • ১০ই ফেব্রুয়ারী, সোমবার ➤ প্রথম ভাষা (বাংলা)
  • ১১ই ফেব্রুয়ারী, মঙ্গলবার ➤ দ্বিতীয় ভাষা (English)
  • ১৫ই ফেব্রুয়ারী, শনিবার ➤ গনিত (Math)
  • ১৭ই ফেব্রুয়ারী, সোমবার ➤ ইতিহাস (History)
  • ১৮ই ফেব্রুয়ারী, মঙ্গলবার ➤ ভূগোল (Geography)
  • ১৯ই ফেব্রুয়ারী, বুধবার ➤ জীবন বিজ্ঞান (Life Science)
  • ২০ই ফেব্রুয়ারী, বৃহস্পতিবার ➤ ভৌত বিজ্ঞান (Physical Science)
  • ২২ই ফেব্রুয়ারী, শনিবার ➤ ঐচ্ছিক Optional বিষয়
মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল রুটিন ডাউনলোড করুন
Madhyamik 2025 WBBSE Official Routine PDF
Visit ↗

১০ এবং ১১ই ফেব্রুয়ারি প্রথম দুইদিন পরপর বাংলা এবং ইংরেজি যথাক্রমে প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষার পরীক্ষা এবং তারপর তিন দিন ছুটির পর ১৫ই ফেব্রুয়ারি রয়েছে অংক পরীক্ষা

তারপরে একদিন রবিবার ছুটির পর সোমবার থেকে টানা চার দিন রয়েছে ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান পরীক্ষা। অন্যবারে ভৌত বিজ্ঞান পরীক্ষার আগে ছুটি থাকলেও নতুন এই সময়সূচিতে কোনরকম ছুটি নেই

অবশ্যই পড়ুন » Taruner Swapna Free Tab: একাদশ শ্রেণীতে দেওয়া হবে ট্যাবের ১০,০০০ টাকা! কবে থেকে দেখে নিন?

মাধ্যমিক পরীক্ষার সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে আমাদের মাধ্যমে পাবেন। মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি থেকে ফাইনাল মাধ্যমিক পরীক্ষার সমস্ত সাজেশন থেকে শেষ মুহূর্তের প্র্যাকটিস সমস্ত কিছুতে আমরা ছাত্র-ছাত্রীদের পাশে আছি।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram