How to Apply for Monthly Train pass: কিভাবে ট্রেনের পাস বানাবে? কি কি লাগবে? অনলাইন বা অফলাইন পদ্ধতি

Dibyendu Dutta

Updated on:

How to Apply for Monthly Train pass IRCTC Online Offline UTS

ভারতের একটা বড় সংখ্যক মানুষ ট্রেন যাত্রাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এদের মধ্যে এবার কিছু সংখ্যক মানুষ ট্রেনের প্রতিদিনের নিত্যযাত্রী। স্টুডেন্ট এবং চাকরি প্রার্থীদেরও অনেকে রোজ পড়াশোনা থেকে প্রস্তুতির জন্য ট্রেন একমাত্র ভরসা। প্রায়ই এমনটা হতে দেখা যায়, হয়তো যাত্রীরা রেল স্টেশনে দীর্ঘক্ষণ লম্বা লাইন দিয়ে টিকিট কাটছেন, আর অন্যদিকে সেই সংশ্লিষ্ট ট্রেনটি স্টেশন ছেড়ে বেড়িয়ে গেল। তখন আফসোস নিয়ে পরবর্তী ট্রেনের অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় থাকে না।

   

এই সমস্ত ঘটনার কথা মাথায় রেখে যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেল Monthly টিকিটের সুবিধা আছে যেটাকে আমরা “মান্থলি পাস” বলে জানি। আজকের এই প্রতিবেদনে কিভাবে Monthly Pass বানাবে? স্টেশনে গিয়ে কিংবা বাড়িতে বসে অনলাইনে ইত্যাদী সমস্ত বিষয়গুলি জানাবো, তাই সম্পূর্ণ তথ্য জানতে পোষ্টটি শেষ পর্যন্ত পড়বে।

Monthly টিকিট পাস কিভাবে বানাবে?

ট্রেনের Monthly টিকিট করার দুটি পদ্ধতি রয়েছে, একটি Offline পদ্ধতি ও অন্যটি Online পদ্ধতি। আমি তোমাদের সুবিধার্থে একে একে দুটি পদ্ধতির সম্পর্কেই বিস্তারিত ভাবে বলছি –

Offine – এ মান্থলি পাস বানানোর পদ্ধতি

এক্ষেত্রে তোমাদের Home Rail Station – এর টিকিট কাউন্টার থেকে Monthly Pass – এর টিকিট সংগ্রহ করতে হবে। এখনও পর্যন্ত আমাদের দেশের অনেকেই Online Payment System – ব্যবহার করেন না, তাদের কাছে এটিই একমাএ সহজ উপায়।

Online Monthly train pass করার পদ্ধতি

এক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীকে প্রথমে UTS mobile application download করতে হবে। পরবর্তি পর্যায়ে App – টিতে Register / Log In করে নিতে হবে।

Online apply for monthly train pass UTS App
  • UTS application – এ Register / Log In
  • সঠিক Option (এক্ষেত্রে Season Ticket Booking) Selection – অ্যাপে স্ক্রিনশট এড করে আছে
  • নির্দিষ্ট Payment সম্পন্ন করা ও টিকিট সংগ্রহ করা।

এরপর Monthly টিকিট করার জন্য Season Booking option – এ গিয়ে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে নির্দিষ্ট Payment সম্পন্ন করলেই Ticket issue হয়ে যাবে

বিস্তারিত: Online Residential Certificate: বিনামূল্যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বের করুন মোবাইলে! পদ্ধতি দেখে নিন

Monthly train pass কি কি লাগবে?

তোমাদের সুবিধার জন্য বলে রাখি Offline টিকিট কাটার ক্ষেত্রে Adhar Card মত কিছু Primary Documents লেগে থাকে। অপরদিকে UTS application – এর মাধ্যমে Online টিকিট কাটার ক্ষেত্রে, একদম প্রথম পর্যায়ে যখন তোমরা Application – এ Resgister করবে তখনই Aadhar Card – এর মত জরুরী কিছু Documents চেয়ে নেওয়া হবে। ফলে পরবর্তীতে টিকিট কাটার সময় বারবার তোমাদের Documents show করার প্রয়োজন হবে না।

সুবিধা কি? (Benefits)

যারা ট্রেনের নিত্যদিনের যাত্রী Monthly – টিকিট কাটলে তাদের অনেক টাকার সাশ্রয় হবে, পাশাপাশি রেলস্টেশন – এ প্রতিদিন দীর্ঘ লাইনে দাড়িয়ে সময় নষ্ট করে টিকিট কাটার সমস্যার সমাধান হয়।

অবশ্যই পড়বে: BDO Income Certificate: মোবাইলে বিডিও ইনকাম সার্টিফিকেট বের করে ফেলুন, বিনামূল্যে!

সবশেষে, এটাই বলার আজকের এই গুরত্বপুর্ন পোষ্টটির মাধ্যমে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে দিও। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের পড়াশোনা থেকে ক্যারিয়ারের সাহায্য করার জন্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram