Westbengal GDS Vacancy 2024: পোস্ট অফিস জিডিএস কোন জেলায় কত শূন্যপদ? দেখে নিন

GDS Vacancy 2024 Westbengal

GDS Vacancy List in West Bengal Circle 2024: বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু সেই বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের (Total Vacancy) সংখ্যা, রাজ্যভিত্তিক শূন্যপদের (Circle Wise Vacancy) সংখ্যা এবং জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা ((Division Wise Vacancy) কিছুই উল্লেখ থাকেনি। অবশেষে ১৫ ই জুলাই GDS এর অফিসিয়াল ওয়েবসাইটে শূন্যপদ সংক্রান্ত সম্পূর্ণ আপডেট দেওয়া হয়েছে।

   

আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে? এছাড়াও জেলাভিত্তিক তথা Division Wise কতগুলো ভ্যাকেন্সি রয়েছে? সম্পূর্ণ লিস্ট দেওয়া হয়েছে।

West Bengal GDS Vacancy List PDF 2024: মোট শূন্য পদের সংখ্যা

পুরো দেশ জুড়ে সমস্ত রাজ্য মিলিয়ে পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে ২০২৪ সালে মোট ৪৪,২২৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। ১৮ বছর বয়সের ঊর্ধ্বে যেকোনো মাধ্যমিক পাস ব্যক্তি এই পদের জন্য আবেদন করতে পারবে। পোস্ট অফিসের এই নিয়োগের ক্ষেত্রে কোন রকম পরীক্ষা নেওয়া হয় না শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশের মাধ্যমে নিয়োগ করা হয়।

বিস্তারিত পড়ুন » Post Office GDS: পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক – যোগ্যতা, বেতন, বিভিন্ন পদ ও প্রমোশন! সবকিছু দেখে নাও।

GDS Vacancy Westbengal 2024: পশ্চিমবঙ্গে শূন্যপদের তালিকা

পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সার্কেলে মোট শূন্য পদ রয়েছে ২,৫১৪ টি। এক্ষেত্রে প্রতিটি জেলা ভিত্তিক তথা ডিভিশন ভিত্তিক লিস্ট নিচে দেওয়া হয়েছে। আবেদন করার সময় অবশ্যই দেখে Division Wise লিস্টটি দেখে নিও যে কোন জেলায় কত বেশি শূন্য পদ রয়েছে? কারণ শূন্যপদ সংখ্যা বেশি থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে।

GDS Vacancy List in West Bengal  2024 
নংডিভিশনের নাম (Division Name)মোট শূন্যপদ (Total Vacancy)
১)A N Islands Division৪৪ টি
২)Asansol Division৫৫ টি
৩)Bankura Division১৯০ টি
৪)Barasat Division১৬৫ টি
৫)BARRACKPORE DIVISION২০ টি
৬)Baruipur Division২২৩ টি
৭)Birbhum Division১০২ টি
৮)Burdwan Division১৮৯ টি
৯)Contai Division৮৭ টি
১০)Cooch Behar Division৭৭ টি
১১)Dakshin Dinajpur Division৩৩ টি
১২)Darjeeling Division২১ টি
১৩)Hooghly North Division৭২ টি
১৪)Hooghly South Division৫৫ টি
১৫)Howrah Division৬০ টি
১৬)Jalpaiguri Division৫২ টি
১৭)Kolkata East Division১ টি
১৮)Kolkata North Division২১ টি
১৯)Kolkata RMS Divn৬ টি
২০)Malda Division১২২ টি
২১)Midnapore Division১৬৮ টি
২২)Murshidabad Division১৯৮ টি
২৩)Nadia North Division১০৮ টি
২৪)Nadia South Division৪৭ টি
২৫)Purulia Division১৩৮ টি
২৬)RMS H Divn১ টি
২৭)RMS SG Divn৩ টি
২৮)RMS WB Divn১০ টি
২৯)Sikkim Division৩৫ টি
৩০)South Kolkata Division৫ টি
৩১)Tamluk Division১২৯ টি
৩২)Uttar Dinajpur Division৭৭ টি
West Bengal Circle Total Vacancy ২,৫১৪ টি 

প্রতিটি ডিভিশনের ক্যাটাগরি ভিত্তিক (অর্থাৎ SC/ST/OBC/PWD ও EWS) শূন্য পদের লিস্ট চেক করার জন্য পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

অবশ্যই দেখুন » গ্রামীণ ডাক সেবক আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে? সমস্ত ডকুমেন্টস লিস্ট দেখে নাও !!

শূন্যপদ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুনDownload Circle Wise Vacancy Notice
পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক (GDS) অফিসিয়াল ওয়েবসাইটindiapostgdsonline.gov.in
আবেদনের সময়-সীমা১৫ই জুলাই, ২০২৪ থেকে ৫ই আগস্ট, ২০২৪

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram