Indian Navy Cadet Entry 2025: ভারতীয় নৌবাহিনী বি-টেক ক্যাডেট আবেদন! যোগ্যতা, শেষ তারিখ দেখে নাও

Arpita Paul

Published on:

Indian Navy B.Tech Cadet Entry Application, Eligibility, Last date 2025

সম্প্রতি ভারতের নৌবাহিনীর ক্যাডেট এন্ট্রি স্কিম ২০২৫ এর অধীনে এক্সিকিউটিভ এবং টেকনিক্যাল শাখায় স্থায়ী কমান্ড অফিসার পদে ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীরা বি -টেক এন্ট্রি স্কিমের অধীনে পার্মানেন্ট কমিশনে ট্রেনিং দিয়ে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের ন্যূনতম কিছু শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, নির্বাচন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ আবেদনের বিস্তারিত আজকে আমরা এই প্রতিবেদনে আলোচনা করছি।

   

ভারতীয় নৌবাহিনীতে বি-টেক ক্যাডেট এন্ট্রি 2024 বিস্তারিত তথ্য

মূলত এক্সিকিউটিভ এবং টেকনিক্যাল শাখার জন্য উচ্চ মাধ্যমিক স্তরে সাইন্স নিয়ে পাঠরত শিক্ষার্থী নৌ বাহিনীতে যোগদান করার সুযোগ পাবেন। তবে এই ক্যাডেট এন্ট্রি পদে রয়েছে এবার শূন্য পদ রয়েছে ৪০টি। ধার্য শূন্যপদের ৪০টি এর মধ্যে পুরুষদের জন্য রয়েছে ৩২ টি শুন্যপদ এবং মহিলাদের জন্য রয়েছে আটটি শূন্য পদ

নিয়োগের পদভারতীয় নৌবাহিনীতে বি-টেক ক্যাডেট এন্ট্রি স্কিমের অধীনে এক্সিকিউটিভ এবং টেকনিক্যাল শাখায় নিয়োগ
আয়োজকভারতীয় নৌবাহিনী
মোট শূন্য পদ৪০টি
আবেদন শেষের তারিখ২০ জুলাই ২০২৪
আবেদনকারীর বয়সঅবশ্যই ১৬ থেকে ১৯ বছরের মধ্যে হতে হবে
মাসিক মাহিনা56,100/- থেকে 1,77,500/- পর্যন্ত হতে পারে

নৌবাহিনীতে বি-টেক ক্যাডেট এন্ট্রি যোগ্যতা (Qualification)

1. নৌবাহিনীতে বি-টেক এন্ট্রি স্কিমের জন্য প্রার্থীদের অবশ্যই তাদের স্থায়ী নাগরিক হতে হবে।

2. প্রার্থীদের নির্ধারিত বয়স অবশ্যই ১৬ থেকে ১৯ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে

3. প্রার্থীদের উচ্চ মাধ্যমিক স্তরে কোন স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান নিয়ে উত্তীর্ণ হতে হবে।

4. এক্ষেত্রে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা এবং গণিতে ন্যূনতম ৭০ শতাংশ নাম্বার রাখতেই হবে অন্যদিকে ইংরেজি বিষয়ের জন্য নূন্যতম ৫০ শতাংশ নাম্বার রাখলে হবে।

5. পাশাপাশি প্রার্থীদের চলতি বছরে JEE mains উত্তীর্ণ হতে হবে এবং নির্ধারিত স্কোর থেকে মেধা বাছাইয়ের মাধ্যমে নির্বাচন বোর্ডের জন্য ডাকা হবে।

অবশ্য দেখবে: উচ্চমাধ্যমিক সায়েন্স পড়ার পর কি কি অপশন আছে? সমস্ত লাইন

আবেদন পদ্ধতি (Indian Navy B.Tech Cadet Entry Application Process 2025)

উচ্চ মাধ্যমিক স্তরে বি-টেক ক্যাডেট এন্ট্রি পদে প্রবেশের জন্য ইচ্ছুক প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন করতে পারেন।

1. প্রথমে ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন। এরপর অনলাইন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আপনার নাম এবং অন্যান্য তথ্য দিয়ে সঠিকভাবে নাম নথিভুক্ত করুন।

2. রেজিস্ট্রেশনের পর আপনার গুরুত্বপূর্ণ আইডি এবং পাসওয়ার্ড সাবধানে আপনার সঙ্গে রাখবেন যা পরবর্তীতে পুনরায় লগইন করতে প্রয়োজন হবে।

3. আবেদন শেষ হলে ফাইনাল সাবমিটের আগে পুনরায় আরো একবার চেক করে নিন। ভবিষ্যতের প্রয়োজনের জন্য আবেদন পত্রের এক কপি প্রিন্ট আউট করে রাখতে পারেন।

উল্লেখ্য এ প্রসঙ্গে বলে রাখা ভালো এই পদের জন্য আবেদন করতে প্রার্থীদের কোন প্রকার আবেদন মূল্য দিতে হবে না (No Application Fees)।

আবেদনসহ ভারতীয় নেভির অফিশিয়াল ওয়েবসাইটjoinindiannavy.gov.in
অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ ভর্তির বিস্তারিত তথ্যDownload PDF

আরো দেখবে: Agniveer: অগ্নিবীর কি? যোগ্যতা কি লাগবে? সুবিধা, অসুবিধা এবং ভবিষ্যৎ সমস্ত তথ্য

নির্বাচন পদ্ধতি (Selection Procedure)

প্রাইমারি স্ক্রিনিং, SSB ইন্টারভিউ নির্বাচন বোর্ড কর্তৃক আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং বুদ্ধিমত্তা, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নির্ধারিত প্রার্থীদের নাম শর্ট লিস্টেড করা হয়।

মেডিকেল পরীক্ষা- পরীক্ষা বলতে শারীরিক এবং মানসিক উভয়প্রকার মেডিকেল ফিটনেস পরীক্ষা করা হয়ে থাকে। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত নাম্বারের উপরে ভিত্তি করে মেরিট লিস্ট করা হয়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram