WB ANM GNM New Admit Card Date 2024: জিএনএম পরীক্ষার নতুন এডমিট দেওয়া হবে এই তারিখে! নোটিশ দিল বোর্ড

Westbengal ANM GNM Nursing Exam Date Admit Card 2024 WBJEEB

পশ্চিমবঙ্গের ANM-GNM Nursing পরীক্ষার নতুন সুচি ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, তার সঙ্গেই নতুন এডমিট কার্ড ছাত্রছাত্রীরা কবে থেকে ডাউনলোড করতে পারবে তাও জানানো হয়েছে। প্রাকৃতিক কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন এই বিষয়ে সমস্ত পরীক্ষার্থীদের নোটিশ দিয়ে আগেই জানিয়ে দিয়েছিল WBJEEBc

   

WB ANM GNM New Admit Card: নতুন করে এডমিট কার্ড

পূর্ববর্তী পরীক্ষার সূচির এডমিট কার্ড আর বৈধ হবে না! পরীক্ষার্থীরা নতুন এডমিট কার্ড পাবে ২৬ শে জুলাই, শুক্রবার। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই লগইন করে তারা ডাউনলোড করে নিতে পারবে। এডমিট কার্ড ডাউনলোডের শেষ তারিখ আঠাশে জুলাই অর্থাৎ দুদিনের মধ্যেই সমস্ত কাজ ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে হবে।

Publication of Downloadable Admit Card29.07.24 (Monday) to
04.08.24 (Sunday)
Date of Examination
নতুন জিএনএম পরীক্ষার তারিখ
04.08.24 (Sunday)
4th August 2024
Exam Time12 noon to 1.30 p.m.
Time of ReportingAt least 1 hour before the examination

WB ANM GNM পরীক্ষার নতুন সিডিউল ও আপডেট

জিএনএম নার্সিং এর নতুন সময়সূচী এবং এডমিট কার্ডের তারিখ নোটিশ ডাউনলোড, আপনারা নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল ওয়েবসাইটের সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন –

Timetable ANM & GNM as on 19-07-2024Download PDF
অফিসিয়াল ওয়েবসাইটVisit ↗

অবশ্যই রাখো: নার্সিং পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, PDF ডাউনলোড করে নাও

পরীক্ষার হলে পরীক্ষার দিন কি কি নিয়ে যেতে হবে?

ছাত্রছাত্রীদেরকে অবশ্যই জিনিসগুলি পরীক্ষার দিন সঙ্গে করে সেন্টারে নিয়ে যেতে হবে –

(i) a printed copy of this Admit Card at the Examination centre. (এডমিট কার্ডের প্রিন্ট কপি)
(ii) a valid Photo Identity proof in Original such as Aadhaar Card / PAN Card / ID Card of the school last attended. (ফটো আইডি কার্ড)
(iii) one copy of the colour photograph uploaded during online registration. (রেজিস্ট্রেশনের সময় আপলোড করা কালার পাসপোর্ট ফটো কপি)

পেন, পেন্সিল বা রাফ কাগজপত্র বাইরে থেকে নিয়ে যাওয়া চলবে না পরীক্ষার সেন্টারে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ: BSc Course after 12th: জেনারেল ও প্রফেশনাল (Full List) কোনটা ভালো? উচ্চশিক্ষা, রিসার্চ সমস্ত দিক

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram