পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্য জুড়ে সকল শিশুদের পুষ্টি, শিক্ষা এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে ICDS বা Integrated Child Development Scheme চালু করা হয়। ICDS এক্ষেত্রে মূলত ICDS officer এবং ICDS worker /helper পদে কর্মী নিয়োগ নেওয়া হয়।
আজকের এই প্রতিবেদনে আমরা ICDS worker/ helper পদের পরীক্ষার ধরন (Exam Question Pattern) এবং পরীক্ষার প্রশ্নপত্রের বিস্তারিত আলোচনা করব। আমরা যথেষ্ট রিসার্চ করে এবং যারা ইতিমধ্যেই দিদিমনিরা কাজ করছে তাদের সাথে কথা বলে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি।
ICDS Worker/Helper Exam Pattern: অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন
পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি হেল্পার এবং কর্মীর লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত সময় তিন ঘন্টা, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার ১ ঘন্টা আগে রিপোর্টিং করতে হবে। প্যাটার্ন সহ যাবতীয় তথ্য নিচে এক নজরে দেখে নিন –
নিয়োগের পদ Anganwadi Workers(AWW) Anganwadi Helper(AWH) | অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS Worker) অঙ্গনওয়াড়ি’ সাহায্যকারী কর্মী (ICDS Helper) |
লিখিত পরীক্ষার নম্বর (Part 1- MCQ = 75 Part 2-Essay in Bengali = 15) | ৯০ নম্বর প্রথম পার্টের মাল্টিপেল চয়েস কোয়েশ্চন বিভাগে: ৭৫ নাম্বার বাংলা প্রবন্ধ রচনায়: ১৫ নাম্বার |
লিখিত পরীক্ষার বিষয় | গণিত (অষ্টম শ্রেণী): ২৫ নম্বর বাংলা প্রবন্ধ রচনা (অষ্টম শ্রেণী ): ১৫ নম্বর পুষ্টিবিজ্ঞান সাধারণ স্বাস্থ্য ও মহিলাদের সুরক্ষা: ২৫ নাম্বার সাধারণ জ্ঞান: ২৫ নাম্বার |
লিখিত পরীক্ষার জন্য সময় | তিন ঘন্টা (3 Hours) |
ইন্টারভিউ এর নাম্বার | ১০ |
মোট নম্বর | ১০০ |
প্রথম বিভাগে লিখিত পরীক্ষার জন্য মাল্টিপল চয়েজ কোশ্চেন বা MCQ ধরনের প্রশ্ন থাকবে মোট 75 নাম্বারের প্রশ্ন থাকবে প্রত্যেক প্রশ্নের জন্য নির্ধারিত মান ১ নম্বর। দ্বিতীয় পার্টের পরীক্ষায় মূলত বাংলা ভাষার উপরে প্রবন্ধ রচনা একটি টপিক থাকবে এবং ১৫০ শব্দের মধ্যে প্রবন্ধ লিখতে হবে নির্ধারিত মান থাকছে ১৫ নম্বর এবং দ্বিতীয় ধাপে রয়েছে ইন্টারভিউ।
ICDS Exam Important Rules: অঙ্গনওয়াড়ি পরীক্ষার নিয়ম, নেগেটিভ মার্কিং
প্রথম পার্টের মাল্টিপল চয়েস কোয়েশ্চন এর জন্য প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার্থীদের OMR sheet দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের নিরিখে চারটি করে উত্তরের অপশন থাকবে এবং সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন (✓) দিয়ে মার্ক করতে হবে। কোন প্রশ্নের উত্তরে একাধিক (✓) থাকলে সেই প্রশ্নের উত্তর ভুল হিসেবে বিবেচিত হবে।
- কোন প্রশ্নের ভুল উত্তরের জন্য কোনরকম নেগেটিভ মার্কিং থাকবে না।
- প্রথম পার্ট অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন শেষ হলে তার পরবর্তীতে দেওয়া শূন্যস্থানে সংশ্লিষ্ট টপিকের উপরে প্রবন্ধ রচনা করতে হবে।
প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় অবশ্যই ভারত সরকার স্বীকৃত কোন পরিচয় পত্র অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সঙ্গে করে আনতে হবে। কোন পরীক্ষার্থী এডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
দেখে নিন: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা দেখে নিন
ICDS Interview: পরীক্ষা পরবর্তী নির্বাচন প্রক্রিয়া, ইন্টারভিউ
লিখিত পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে নির্বাচনের কোন সিদ্ধান্ত নেওয়া হবে না প্রার্থীর নির্বাচন সম্পূর্ণভাবে সরকারের নির্দেশিত সংখ্যা এবং পরীক্ষায় প্রাপ্ত মার্কসের এবং ইন্টারভিউ উপর বিবেচনা করে গণ্য হবে।
লিখিত পরীক্ষার উপরে নির্ভর করে প্রার্থীদের ১:৫ অংশকে (১০০ জন পরীক্ষায় পাস করলে ২০ জনকে) ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত শর্ট লিস্টেড প্রার্থীদের নাম অফিশিয়াল পোর্টাল-এ প্রকাশ করা হবে।
দেখে নিন: WB Gram Panchayat Syllabus PDF (Secretary, Sahayak): পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস
আশা করি এরকম এক জায়গাতে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আইসিডিএস পরীক্ষা সংক্রান্ত আগে কেউ দেয়নি। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই তোমার শেয়ার করে নিও। খুব তাড়াতাড়ি আমরা এর প্রস্তুতি সহ সমস্ত রকম আপডেট নিয়ে আসছি।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »