ITBP Recruitment 2024: ইন্দো তিব্বত বর্ডার পুলিশ কনস্টেবল নিয়োগ! যোগ্যতা সহ আবেদন জেনে নিন

ITBP Tradesmen Eligibility Recruitment 2024 Application Full Details

প্রতিরক্ষা বাহিনীতে যোগদানে উৎসাহী প্রার্থীদের জন্য আরও একটি দারুন সুযোগ। ইন্দো তিব্বত পুলিশ বর্ডারে কর্মী হিসাবে ITBP ট্রেডসম্যানের বেশ কিছু শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ মহিলা সকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং মোট প্রকাশিত শূন্য পদ হলে ১৯৪ টি। ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কিভাবে যোগদান করবেন কি কি যোগ্যতা লাগবে সহ আরো কিছু বিস্তারিত তথ্য আজকে আমরা আলোচনা করব।

   

ITBP Recruitment Eligibility 2024: প্রার্থীদের যোগ্যতা

ITBP এর প্রতিরক্ষা ট্রেডসম্যানের পদে নিয়োগের জন্য ন্যূনতম যে সকল যোগ্যতা গুলি প্রার্থীদের রাখতে হবে তা হল –

বয়স সীমা – ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত বয়স অবশ্যই ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে এবং আবেদনকারী প্রার্থীরা শারীরিকভাবে সুস্থ এবং সক্ষম যথাযথ প্রমাণ রাখতে হবে।

শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীদের অবশ্যই কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাস করে থাকতে হবে এবং আইটিআই (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট) থেকে কোন একটি নির্দিষ্ট ট্রেড এর উপরে সার্টিফিকেট থাকতে হবে যেমন- সেলাই, মুচি, নাপিত, বাগান বা স্যানিটেশন কাজ।

ITBP Tradesmen Vacancy: মোট শূন্য পদের তালিকা

নিয়োগের পদনিয়োগের পদ
কনস্টেবল নাপিতমোট শূন্য পদ পাঁচটি
পুরুষদের জন্য চারটি এবং মহিলাদের একটি
কনস্টেবল সাফাই কর্মচারীমোট শূন্য ১০১ টি
পুরুষের সংখ্যা ৮৬ টি, মহিলা 15 টি
কনস্টেবল মালিমোট শূন্যপদ ৩৭ টি
পুরুষের জন্য ৩২ টি এবং মহিলাদের জন্য পাঁচটি
কনস্টেবল দর্জি ও মুচিমোট শূন্য পদ ৫১ টি

ITBP Tradesmen Salary & Benefits: মাসিক বেতন ও সুবিধা

একজন সফলভাবে নিয়োজিত কনস্টেবল সপ্তম পে গ্রেড অনুসারে প্রতিমাসে বেতন হিসাবে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা করে পাবেন, এছাড়াও যে সকল বাড়তি সুবিধা পাবেন তা হল-

  1. সরকারি নিয়ম অনুসারে ডিএ এবং টিএ।
  2. কর্মজীবনে অগ্রগতি এবং উন্নতির সুযোগ।
  3. স্বাস্থ্য সেবা এবং বীমা কভারেজ।
  4. পেনশন ও অবসরের পরবর্তী অন্যান্য সুবিধা।

ITBP Tradesmen Recruitment Process 2024 : ITBP কনস্টেবল নিয়োগের পদ্ধতি

শারীরিক পরীক্ষা – এই ধাপে প্রার্থীদের শারীরিক পরীক্ষা করা হবে এবং নির্ধারিত শারীরিক মান পূরণ করলে প্রার্থীকে ফিজিক্যালি ফিট সার্টিফিকেট দেওয়া হবে।

ডকুমেন্টস ভেরিফিকেশন – প্রার্থীর নিজস্ব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জাতীয়তা প্রমাণের পত্র এবং অভিজ্ঞতা সহ অন্যান্য প্রয়োজনীয় বৈধ নথিগুলি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে।

লিখিত পরীক্ষা – শারীরিক পরীক্ষা এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের পর প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। সাধারণ সচেতনতা, গণিত ,এনালিস্টিক এবিলিটি, হিন্দি ও ইংলিশের যথার্থ জ্ঞানের উপরেই লিখিত পরীক্ষা নেওয়া হবে।

সম্পূর্ণ তথ্য: Indian Army Agniveer: অগ্নিবীর কি? যোগ্যতা কি লাগবে? সুবিধা, অসুবিধা 

Application Process: ITBP কনস্টেবলের আবেদন প্রক্রিয়া

ITBP ট্রেডসম্যানের ২০২৪ এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে অনলাইন এর মাধ্যমে হবে প্রার্থীরা ITBP এর অফিসিয়াল সাইট প্রবেশ করে যাবতীয় আপডেটগুলি পেয়ে যাবেন।

Important Date: গুরুত্বপূর্ণ তারিখ

দর্জি ও মুচিআবেদনের শুরুর তারিখ ২০ জুলাই ২০২৪ আবেদন শেষের তারিখ ১৮ ই আগস্ট ২০২৪
নাপিত মালি ও সাফাই কর্মীআবেদন শুরুর তারিখ ২৮ শে জুলাই ২০২৪ আবেদন শেষের তারিখ ২৬শে আগস্ট ২০১৪

আবেদন মূল্য – ITBP কনস্টেবল পদে আবেদনের জন্য ১০০ টাকা আবেদন মূল্য স্বরূপ ধার্য করা হয়েছে। অবশ্য মহিলাপ্রার্থী, তফশিলি জাতি এবং উপজাতি এবং প্রাক্তন সৈনিকদের জন্য কোনরূপ আবেদন মূল্য লাগবে না।

অফিসিয়াল ওয়েবসাইট এর বিজ্ঞপ্তি পড়ে নিন
(Official Website Notification)
Download PDF
ITPB Recruitment ApplyApply Now

মিস করো না: UPSC CDS (Combined Defense Services) ভারতীয় আর্মি, নেভি ও এয়ারফোর্স অফিসার! পরীক্ষা

সম্মানিত আধা সামরিক বাহিনীর সঙ্গে কাজ করার সুযোগ ও পাশাপাশি প্রতিপত্তি এবং যথার্থ সম্মান স্থায়ী সরকারি চাকরি এবং অবসরের পরবর্তী পেনশন সহ অন্যান্য সুবিধা- সবদিক থেকে দেখতে গেলে ITBP পুলিশ কনস্টেবল যথেষ্ট ভালো একটা সুযোগ। আগ্রহীরা অবশ্যই শেষ তারিখের আগে আবেদনসহ সমস্ত কাজ সেরে ফেলবেন। বিস্তারিত জন্য লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram