উচ্চমাধ্যমিক পাশের পর অনেক ছাত্র-ছাত্রীরা প্রফেশনাল বা নতুন লাইনে ডিগ্রী কোর্স করতে ইচ্ছে হয় এবং ভবিষ্যতে চাকরির ভালো ভবিষ্যৎ রয়েছে। সেরকমই একটি কোর্স হল Bachelor of Fishery Sciences (B.F.Sc.)। মৎস্য বিজ্ঞানে ডিগ্রী কোর্সের মেয়াদ ৪ বছর এবং চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৪ – ২৫ এ ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তির সমস্ত তথ্য থেকে যোগ্যতা ডকুমেন্ট এবং কিভাবে এপ্লাই করবেন সমস্ত কিছু বিস্তারিত প্রতিবেদনে পড়ুন।
রাজ্য মৎস্য বিজ্ঞান সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু
প্রাইভেট কলেজে এর ফি অনেক, কিন্তু রাজ্য সরকারের অধীনে WEST BENGAL UNIVERSITY OF ANIMAL AND FISHERY SCIENCES পশ্চিমবঙ্গ রাজ্য প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এর ভর্তি শুরু হয়েছে। সরকারি প্রতিষ্ঠান তার পাশাপাশি কম খরচে হোস্টেল সহ সমস্ত সুযোগ সুবিধা পাবে ছাত্র ছাত্রীরা।
B.F.Sc. Admission Dates: আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ | ১৭ জুলাই ২০২৪ |
আবেদন শেষের তারিখ | ৩১ শে জুলাই ২০২৪ |
মেরিট লিস্ট প্রকাশের তারিখ | ৮ ই আগস্ট ২০২৪ |
B.F.Sc Eligibility Criteria:ভর্তির আবেদনের যোগ্যতা
- আবেদনকারী কে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। ইচ্ছুক ব্যক্তিকে ন্যূনতম পাঁচ বছর বা তার অধিক সময় পশ্চিমবঙ্গ বসবাস করতে হবে।
- আবেদনকারীর বয়স ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে ১৭ বছর হতে হবে।
- প্রার্থীকে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদ বা সমতুল্য কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ (HS Science) নিয়ে পাশ করতে হবে। প্রার্থীকে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা এবং ইংরেজি কম্পালসারি বিষয় হিসেবে রাখতে হবে এবং প্রত্যেকটি বিষয়ে আলাদাভাবে পাশ করতে হবে।
- জেনারেল ক্যাটাগোরির জন্য উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নাম্বার রাখতে হবে এবং তফশিলি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য ন্যূনতম ৪০% নম্বর রাখলেই হবে।
- কোন মুক্ত স্কুল বা ভোকেশনাল ট্রেনিং এর ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য নন।
- প্রার্থীদের নির্বাচন উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করে নেওয়া হবে, কোনরকম প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না।
আরো দেখবেন: সরকারি ফার্মাসি ভর্তির কাউন্সিলিং শুরু! কোন কোন কলেজে সুযোগ? বিস্তারিত দেখে নিন
WB B.F.Sc Admission Application form Fill Up: ভর্তির জন্য অনলাইনে আবেদন
ভর্তির আবেদনের জন্য অনলাইনে ফরম পূরণ করতে হবে এবং তার জন্য আলাদা পোর্টাল রয়েছে আপনাদের লিঙ্ক দিয়ে দেব সেখানে লগইন করে সমস্ত তথ্য এবং ডকুমেন্টস আপলোড করতে হবে।
Fees: আবেদনের ফি কত লাগবে?
- আবেদনকারীকে এই পদে আবেদনের জন্য আবেদন মূল্য দিতে হবে। জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা এবং তফসিলী জাতি ,উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীরা আবেদনের মূল্য ২৫০ টাকা করে দিতে পারবে।
- আবেদন মূল্য অনলাইন মাধ্যমে অর্থাৎ ইউ পি আই ,ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা করতে পারবেন।
Documents: আবেদনের জন্য যে সকল ডকুমেন্ট লাগবে
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট।
- উচ্চ মাধ্যমিকের মার্কশিট
- ডোমেসাইল বা স্থানীয় বাসিন্দার প্রমাণ (Proforma A1 A2 B)
- সংরক্ষিত ক্যাটাগরি সার্টিফিকেট (যদি থাকে)
- জাতীয়তার প্রমাণ স্বরূপ আঁধার বা ভোটার কার্ড।
প্রফর্মা বি এর অধীনে আবেদনকারী প্রার্থীদের বাবা মায়েরা যদি পশ্চিমবঙ্গে থাকেন সেক্ষেত্রে তাদের আঁধার বা ভোটার কার্ডের কপি জমা করতে হবে, যেখানে তাদের পশ্চিমবঙ্গের সঠিক ঠিকানা লেখা থাকবে।
অনলাইনে ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট | wbuafsonlineadmission.com |
কোর্সের সমস্ত বিবরণ, এবং তথ্য পুস্তিকা | Download PDF |
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট | wbuafscl.ac.in |
অবশ্যই দেখুন: প্রকাশিত GATE 2025 সময়সূচি, আইআইটি গুলিতে পড়ার সুযোগ! কবে পরীক্ষা? সম্পূর্ণ দেখে নিন
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »