Sikshashree Prakalpa: রাজ্য সরকারের শিক্ষাশ্রী প্রকল্প! বছরে ৮০০ টাকা পাবে স্কুল পড়ুয়ারা, আবেদন দেখুন

Anjan Mahata

Updated on:

Westbengal Sikshashree PrakalpaScheme for School Students will Get Rs 800 per Year

শিক্ষা সকলের সমান অধিকার! যাতে টাকা-পয়সার অভাবে কোন স্কুল পড়ুয়ার পড়াশোনায় বাধা না আসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুঃস্থ, দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের কথা ভেবে শিক্ষাশ্রী প্রকল্প (Sikshashree Prakalpa) চালু করেন।

   

আজকের এই প্রতিবেদনে রাজ্য সরকারের শিক্ষাশ্রী প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই প্রকল্পের সুবিধা কোন কোন ছাত্রছাত্রীরা পাবে? কিভাবে এ প্রকল্পে আবেদন জানাবে? সমস্ত কিছু জানতে অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন।

শিক্ষাশ্রী প্রকল্প (Sikshashree Prakalpa)

রাজ্য সরকারের “অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন” বিভাগের তরফ থেকে স্কুল ছাত্রছাত্রীদের খাতা,কলম কেনার জন্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতি বছর ৮০০ টাকা করে দেওয়া হয়। এই প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৪ সালে দরিদ্র পরিবারের স্কুল ছাত্র-ছাত্রীদের কথা ভেবে চালু করেন।

প্রকল্পশিক্ষাশ্রী প্রকল্প
বিভাগঅনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন
সুবিধাভোগী ছাত্র-ছাত্রীরাজ্যের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ST,SC পড়ুয়া
স্কলারশিপের পরিমাণপ্রত্যেক বছর ৮০০ টাকা

শিক্ষাশ্রী প্রকল্পে বৃত্তির পরিমাণ

শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্কুল পড়ুয়াদের প্রতি বছর ৮০০ টাকা করে স্কলারশিপ তাদের ব্যাংক একাউন্টে সরাসরি ক্রেডিট করে দেওয়া হয়।

শিক্ষাশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতা

শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের কয়েকটি যোগ্যতা থাকা প্রয়োজন। এক্ষেত্রে কি কি যোগ্যতার প্রয়োজন সেগুলি নিচের তালিকাতে দেওয়া হয়েছে।

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, সরকারি বা সরকার স্বীকৃত বিদ্যালয় পাঠরত হতে হবে
  • পঞ্চম থেকে অষ্টম শ্রেণী শিক্ষার্থীরাই এই প্রকল্পের জন্য যোগ্য।
  • এই প্রকল্পের শুধুমাত্র তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি (SC, ST) সম্প্রদায়ের ছাত্রছাত্রীরায় আবেদন করতে পারবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার নিচে হতে হবে।

আরো পড়ুন: Amar Karmadisha ‘আমার কর্মদিশা’ রাজ্য সরকারের নতুন প্রকল্প! পাবেন অনেক সুবিধা

আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

শিক্ষার্থী প্রকল্পে আবেদন জানানোর জন্য ছাত্রছাত্রীদের শিক্ষাশ্রী প্রকল্পের ফর্মের সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্কুলে জমা করতে হবে।

  • আবেদনকারীর আধার কার্ড,
  • আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট,
  • আবেদনকারীর নিজের ব্যাংক একাউন্ট,
  • পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট,
  • পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ,
  • একটি বৈধ মোবাইল নাম্বার ও একটি বৈধ ইমেইল আইডি।

শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন পদ্ধতি: Sikshashree Appplication

শিক্ষাশ্রী প্রকল্পের আবেদন ছাত্রছাত্রীরা সরাসরি অফলাইন থেকে করতে পারবে। এজন্য ছাত্র-ছাত্রীদের প্রথমেই শিক্ষাশ্রী প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে হবে এরপর সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ নিজের স্কুলে জমা করতে হবে। এরপর স্কুল কর্তৃপক্ষরায় ছাত্রছাত্রীর হয়ে শিক্ষাশ্রী প্রকল্পের আবেদন করে দেবে।

শিক্ষাশ্রী প্রকল্পের আবেদন ফর্ম 
বাংলা আবেদন ফর্মDownload Pdf 
ইংরেজি আবেদন ফর্ম Download Pdf 

চেক করে নিন: স্কুল পড়ুয়াদের একাউন্টে শিক্ষাশ্রী প্রকল্পের টাকা দেওয়া শুরু! চেক করে নাও

শিক্ষাশ্রী প্রকল্প সংক্রান্ত এই প্রতিবেদনটি অবশ্যই নিজেদের ভাই বোন এবং স্কুল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই স্কলারশিপের সুবিধা নিতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram