JM Sethia Merit Scholarship: পড়ুয়ারা পাবে ১২,০০০ টাকা স্কলারশিপ! কিভাবে আবেদন করতে হবে? দেখুন

JM Sethia Merit Scholarship Eligibility Apply Online Last Date

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য যেমন বিভিন্ন সরকারি স্কলারশিপ আছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাইভেট সংস্থা এবং সমাজসেবী সংগঠন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সাহায্য করতে এগিয়ে আসে। সেরকমই একটি চারিটি ট্রাস্ট (NGO) JM Sethia Charitable Trust-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নির্বাচিত পড়ুয়াদের ১২ হাজার টাকার স্কলারশিপের ঘোষণা করেছে।

   

JM Sethia Merit Scholarship 2024: জে.এম সেঠিয়া স্কলারশিপে ১২ হাজার টাকা

JMS Trust Scholarship হল একটি প্রাইভেট স্কলারশিপ। JM Sethia Charitable Trust (NGO) এর পক্ষ থেকে পড়ুয়াকে এই স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপটি প্রথম দেওয়া শুরু হয় ১৯৯৭ সালে এবং এরপর থেকে প্রতিবছর এই স্কলারশিপটি পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে।

এই স্কলারশিপটি প্রদানের মূল উদ্দেশ্য হল দেশের সমস্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা এবং মেধাবী দরিদ্র পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য আগ্রহী করে তোলা। এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন এবং কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন বিস্তারিত তথ্য তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে

বিষয়তথ্য
বৃত্তির নামজে.এম সেঠিয়া মেরিট স্কলারশিপ
যোগ্য কোর্সমাধ্যমিক পাশ, উচ্চমাধ্যামিক পাশ কলেজ পড়ুয়া বা যেকোনো পেশাগত কোর্স (যেকোন UG কোর্স)
পরীক্ষায় নম্বর প্রয়োজন৭৫% নম্বর থাকতে হবে
স্কলারশিপের পরিমাণ ১২০০০ হাজার টাকা পর্যন্ত
আবেদন মোডঅনলাইনে ফরম ফিলাপ

প্রয়োজনীয় যোগ্যতা সমূহ (Required Eligibility)

এরপর দেখে নেওয়া যাক এই স্কলারশিপের আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সমূহ।

  • এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াকে পূর্ববর্তী ক্লাসে ৭৫ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে, স্নাতকোত্তর পড়ুয়াদের ক্ষেত্রে ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং পেশাদার কোর্সের পড়ুয়াদের ক্ষেত্রে ৫০ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হলে তারা এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য।
  • পরিবারের বার্ষিক আয় 1,20,000/- টাকার বেশি হওয়া চলবে না

আরো দেখো: Letter Box Scholarship: লেটার বক্স স্কলারশিপে আবেদন করলেই পাবেন ১৫০০০ টাকা

বৃত্তির পরিমাণ (Scholarship Amount)

কোর্স বা শ্রেণিস্কলারশিপের পরিমাণ
একাদশ শ্রেণী (মাধ্যমিক পাশ)প্রতি মাসে ৫০০ টাকা
স্নাতক স্তর (BA, BSc, BCom)প্রতি মাসে ৬০০ টাকা
পেশাদারী কোর্স (ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ফার্মেসি, আইন)প্রতি মাসে ১ হাজার টাকা

প্রয়োজনীয় নথিপত্র (Required Document)

জে.এম সেঠিয়া মেরিট স্কলারশিপের আবেদন পত্রটি অনলাইন পূরণ করার সময় আপনাদের যে যে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে

  1. পূর্ববর্তী ক্লাসের মার্কসিট
  2. পরিবারের ইনকাম সার্টিফিকেট
  3. পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
  4. BPL কার্ড/জাতিগত সার্টিফিকেট (যদি থাকে)।

JMS Trust Scholarship অনলাইন আবেদন পদ্ধতি (Application Process)

এই স্কলারশিপটির জন্য আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন দুইভাবেই হবে। তবে অনলাইনে করলে সর্বাধিক লাভ এবং সুবিধা রয়েছে –

  1. এনরোলমেন্ট ফরম ফিলাপ পেজে গিয়ে স্কলারশিপের জন্য আবেদন পত্র পূরণ করতে পারবেন।
  2. নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, ঠিকানা, পরীক্ষার রেজাল্টের বিবরণ যাবতীয় একাডেমিক তথ্য পূরণ করতে হবে।
  3. তারপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো পিডিএফ আকারে আপলোড করে ফরম জমা করে নিলেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
সরাসরি আবেদনের লিংকApply Now
অফিশিয়াল ওয়েবসাইটjmstrust.com

আরো দেখবে: প্রত্যেক পড়ুয়াকে ১২০০০ টাকা স্কলারশিপ দেবে টাটা! TATA Scholarship 2024, শুরু অনলাইনে আবেদন

আবেদনের শেষ তারিখ (Last Date)

ইতিমধ্যেই এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হল ৩১শে জুলাই, ২০২৪। ছাত্র-ছাত্রীরা এই সুযোগটা মিস করো না অবশ্যই যোগ্য থাকলে অনলাইনে আবেদন করে নাও লিংকে ক্লিক করে বিস্তারিত অফিশিয়াল ওয়েবসাইটে পড়ে নেবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram