টিভিতে বা খবরের কাগজের পাতায় অনেকেই বিভিন্ন তদন্তকারী সংস্থা এর মধ্যে CID-এর নাম শুনেছেন। পুলিশের উচ্চপদস্থ এই বিভাগে চাকরির যথেষ্ট সম্মানজনক। তাই যে সকল যুবক যুবতী যারা এই পদে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্যই আমাদের এই বিশেষ প্রতিবেদন।
কিভাবে একজন সফল সিআইডি অফিসার হতে পারবেন? সিআইডি এর কাজ, বেতন এবং প্রয়োজনীয় যোগ্যতার বিষয় বিস্তারিত তথ্য জানাবো। তাই আপনার যদি পরবর্তী টার্গেট তদন্তকারী সংস্থায় কাজ করার ইচ্ছে থাকে – তাহলে অবশ্যই প্রতিবেদনের কোন অংশ মিস করবেন না।
সিআইডি অফিসার কি? (CID Officer Details in Bengali)
প্রথমত বলে রাখি সিআইডি (CID) এর পুরো নাম হল ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (Crime Investigation Department)। পুলিশের এই উচ্চপদস্থ তরে চাকরি করার জন্য প্রার্থীদের অবশ্যই বিশেষ যোগ্যতা প্রয়োজন অর্থাৎ বিশেষ দক্ষতা, যোগ্যতা এবং নির্দিষ্ট শারীরিক মাপের প্রয়োজন হয়। অবশ্য এই পদটি বেশ সম্মানজনক তবে কাজের ক্ষেত্রে জীবনের ঝুঁকি রয়েছে, মোটা অংকের মাইনা পাওয়া যায় ।
সিআইডি অফিসার হওয়ার যোগ্যতা (Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: পুরুষ এবং মহিলা উভয়ে CID পদের জন্য যোগ্য। সিআইডি অফিসার হওয়ার জন্য অবশ্যই যেকোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোন বিষয়ে স্নাতক (Graduate) পাস হতে হবে।
বয়স সীমা: জেনারেল বা সাধারণ ক্যাটাগরির প্রার্থীরা ২০ থেকে ২৭ বছরের মধ্যে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য সর্বোচ্চ তিন বছর এবং তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের জন্য সর্বোচ্চ পাঁচ বছর অব্দি বয়সের ছাড় দেওয়া হয়েছে।
শারীরিক যোগ্যতা: সিআইডি অফিসার হওয়ার জন্য কয়েকটি শারীরিক যোগ্যতার মাপকাঠি রয়েছে এক্ষেত্রে ছেলে ও মেয়েদের ক্ষেত্রে সেই নিয়ম আলাদা উভয়ের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন সেগুলি নিচে দেওয়া হলো।
- সিআইডি অফিসার হতে হলে পুরুষদের উচ্চতা 165 সেন্টিমিটার হতে হয়। মহিলা প্রার্থীদের উচ্চতা নূন্যতম ১৫০ সেন্টিমিটার হতে হবে।
- চাকরিপ্রার্থীদের বুকের ছাতির মাপ 76 সেন্টিমিটার হতে হবে অবশ্য তা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
- প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হয়। কাছের দৃষ্টির ক্ষেত্রে একটি চোখে ৬ এবং অন্য চোখে ৮ থাকতে হবে।
জেনে রাখুন: Indian Paramilitary Force: ভারতের আধাসামরিক অন্তর্গত সমস্ত কেন্দ্রীয় বাহিনী! BSF, CISF, SSB, NSG বিস্তারিত
How to Become a CID Officer: কিভাবে সিআইডি অফিসার হওয়া যাবে?
সিআইডি অফিসার হতে হলে প্রার্থীদের UPSC বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অথবা WBCS (Police Service) পরীক্ষায় বসতে হবে এবং প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় অন্যদিকে রাজ্য পুলিশে বা সেন্ট্রাল গভরমেন্ট-এর পুলিশ ফোর্স যোগদান করে প্রোমোশনের মাধ্যমেও সিআইডি অফিসার হওয়া যায়।
এছাড়াও SSC এর মাধ্যমে সিআইডির বিভিন্ন কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। সরাসরি UPSC পরীক্ষার মাধ্যমে সিআইডি এর অফিসার হওয়ার জন্য প্রার্থীদের বেশ কিছু পরীক্ষা ধাপে ধাপে দিতে হয় সেই পরীক্ষা ধাপ গুলি হল – (১) প্রিলিমিনারি (Preliminary), (২) মেইন (Main), (৩) শারীরিক পরীক্ষা, (৪) ইন্টারভিউ (Personality Test)।
সাধারণ শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ ৪ বার পরীক্ষার বসতে পারবেন, অনগ্রসর বা ওবিসি ক্যাটাগরিভক্ত প্রার্থীরা সর্বোচ্চ ৭ বছর পরীক্ষায় বসতে পারবেন । তফসিলি জাতী ও উপজাতিদের জন্য পরীক্ষায় বাসার জন্য কোন নির্দিষ্ট সীমা নেই অর্থাৎ নির্ধারিত বয়সের অব্দি তারা যতবার খুশি পরীক্ষায় বসতে পারেন।
আরো দেখুন: How to Become DSP: কিভাবে পুলিশের DSP অফিসার হবে? যোগ্যতা, পরীক্ষা খুঁটিনাটি জেনে নাও
সিআইডি অফিসারের মাসিক বেতন (Monthly Salary)
একজন প্রার্থী সিআইডি অফিসার হিসাবে নিযুক্ত হলে তার মাসিক বেতন ৯০০০০ টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা অবধি হতে পারে। অবশ্য এর সঙ্গে অতিরিক্ত DA, TA, Housing Allowance দেওয়া হয়ে থাকে। অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেতনের পরিমাণ বৃদ্ধি পায়।
সিআইডি অফিসারের কাজ (CID Officer Job Profile)
সিআইডি অফিসারের মূল কাজ হলো বিভিন্ন অপরাধ মূলক মামলার তদন্ত করা।
- এছাড়াও বিভিন্ন বড় বড় অপরাধ অর্থাৎ চুরি ডাকাতি অপহরণ ধর্ষণ মামলার তদন্ত করে থাকেন।
- বিভিন্ন অপরাধমূলক কাজের তদন্ত গুপ্তভাবে করে অপরাধীকে খোঁজ চালান।
সিআইডি দপ্তরের বিভিন্ন পদ (Posts)
সিআইডি অফিসারের উচ্চতর থেকে নিম্নতর বেশ কিছু পথ রয়েছে সেগুলি হল
- Constable
- Sub Inspector (SI)
- Inspector
- Inspector of Police (IGP)
- Superintendent of Police (SP)
- Additional Director General of Police (ADGP)
- Deputy Superintendent of Police (DSP)
গুরুত্বপূর্ণ তথ্য | লিংক |
---|---|
পুলিশের চাকরির সমস্ত তথ্য | Police Service Exams → |
UPSC সংক্রান্ত সমস্ত কিছু তথ্য | Click Here → |
আরো দেখুন: How to Become CBI Officer: সিবিআই অফিসার হতে কি নিয়ে পড়তে হয়? যোগ্যতা, পরীক্ষা, বেতন সবকিছু
আজকে আমরা সিআইডি অফিসারের বিষয় বিস্তারিত আলোচনা করলাম। যদি এই প্রতিবেদনটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে ভুলো না। এরকমই কেরিয়ার ও পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গাইড এবং তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »