WB ICDS Question Paper 2024: অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্নপত্র, প্রবন্ধ সাজেশন! বিনামূল্যে ডাউনলোড করে নিন

WB ICDS Question Paper 2024 Westbengal PDF Suggestion

ICDS বা Integrated Child Development Scheme যার বাংলা অর্থ হল সমন্বিত শিশু উন্নয়ন প্রকল্প। পশ্চিমবঙ্গ সম্প্রতি একাধিক জেলাতে ICDS কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই আজকের এই প্রতিবেদনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে।

   

এটি মূলত একটি Sample প্রশ্ন পত্র। প্রশ্ন কিভাবে আসে, চারটে করে অপশন কিভাবে থাকে? প্রবন্ধ রচনা কীরকম লিখতে দেওয়া হয় – এই প্রশ্নপত্র সমাধান করার মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা প্রস্তুতিকে আরোও মজবুত করতে পারবে।

ICDS Question Paper Westbengal: অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্নপত্র 2024

প্রত্যেক জেলায় জেলায় আলাদা পরীক্ষার প্রশ্নপত্র হয়, তবে পরীক্ষার মূল সিলেবাস এবং প্রশ্ন প্রায় একই থাকে। শিশুদের পুষ্টি, মহিলাদের স্বাস্থ্য, অংকের ক্ষেত্রে লাভ-ক্ষতি, শতকরা এবং সাধারণ ইংরেজি প্রশ্ন সাধারণ জ্ঞান থাকে।

ICDS পরীক্ষা গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এনালাইসিস করে যেটা বোঝা গেছে, বেশিরভাগ প্রশ্ন নারী এবং শিশু বিকাশ কেন্দ্রিক হয়ে থাকে! নিচে কিছু সাজেশন (ICDS Worker Helper Rochona Suggestion) দেয়া হলো অবশ্যই এই বিষয়গুলো আপনারা ভালো করে পড়ে লিখে প্র্যাকটিস করবেন। প্রয়োজনে ইউটিউবে সার্চ করে ভিডিও দেখে নিয়ে তথ্য নেবেন

  1. একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্যসমূহ ও আপনি কীভাবে নিষ্ঠার সাথে সেই কর্তব্য পালন করবেন?
  2. একটি বাচ্চার ছয় মাস বয়স থেকে ৩ বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি করা প্রয়োজন সেগুলি সম্বন্ধে আপনি যা জানেন তা ১৫০ শব্দের মধ্যে গুছিয়ে লিখুন।
  3. একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কীভাবে চলে ও সেখানে কী কী কাজ হয় সে সম্বন্ধে আপনি যা জানেন তা ১৫০ শব্দের মধ্যে গুছিয়ে লিখুন।
  4. সার্বিক সাক্ষরতা প্রকল্পের নানান দিক নিয়ে ১৫০ শব্দের মধ্যে একটি রচনা লেখো।
  5. অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে মিড ডে মিল: সুবিধা ও সমস্যা আলোচনা।
  6. শিশুদের স্বাস্থ্য রক্ষায় মায়েদের দায়িত্ব।
  7. নারী শিক্ষার গুরুত্ব ও কন্যাশ্রী প্রকল্প
  8. ভারতে পণপ্রথা ও নারী নির্যাতন।

দেখে নিন: WB ICDS Recruitment 2024: রাজ‍্যজুড়ে অঙ্গনওয়ারি কর্মী নিয়োগ! যোগ্যতা, আবেদন সহ লাস্ট ডেট

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রশ্ন ডাউনলোড: ICDS Previous Year Question Paper in bengali

নিচে আমরা সম্পূর্ণ দুটি সেট প্রশ্ন আপনাদের দেবো, মাল্টিপিল চয়েস প্রশ্নের পাশাপাশি সেখানে প্রবন্ধ রচনা রয়েছে। আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে জেরক্স করে নেবেন। তারপর সেগুলিকে ভালোভাবে তৈরি করে করবেন এবং সেই ভাবে পড়াশোনা করবেন।

ICDS Question Paper (SET-1) Worker
অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষার স্যাম্পেল প্রশ্ন (1 MB)
Download PDF
ICDS Question Paper (SET-2) Helper
অঙ্গনওয়াড়ি সহায়িকা পরীক্ষার স্যাম্পেল প্রশ্ন (1 MB)
Download PDF

কিভাবে পরীক্ষা হয়: ICDS অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্যাটার্ন, নম্বর ও গুরুত্বপূর্ণ নিয়ম! অবশ্যই দেখে নিন

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা মূলত রাজ্যের শিশুদের পুষ্টি, বিকাশ, শিক্ষা এবং উন্নয়নের প্রধান ভূমিকা পালন করেন, অঙ্গনওয়াড়ি বা ICDS পরীক্ষার তাই এর সাধারণ জ্ঞান থাকা দরকার এবং তার পাশাপাশি জেনারেল নলেজ ভালো থাকলে এই পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram