WB College Class Start Date: কলেজের ক্লাস শুরু হবে এই তারিখে! আপডেট দেখে নিন

Westbengal College Class Start Date General Degree College 2024

When will New Session of College Start 2024-25: পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এ বছর সেন্ট্রালাইজ পোটালের প্রথম দফার ভর্তি এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। তাহলে ক্লাস কবে শুরু হবে? কবে থেকে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে গিয়ে ক্লাসরুমে বসে ক্লাস করতে পারবেন?

   

ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় মন্ত্রকের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে, তুলে ধরব আজকের প্রতিবেদনে, কলেজের ক্লাস কবে শুরু হবে জানতে শেষ পর্যন্ত পড়ুন।

Westbengal College Class Start Date: ভর্তি ও কলেজের ক্লাস শুরু

UGC ক্যালেন্ডার অনুসারে, অনেক আগেই এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কলেজের একাডেমিক শুরু (Degree college start Date 2024) হচ্ছে পয়লা আগস্ট থেকে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগস্ট মাসের শুরুতে শুধুমাত্র প্রথম ধাপেরই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। বাকি কিছু ছাত্র-ছাত্রীর সম্পূর্ণ আগস্ট মাস ধরে প্রায় ভর্তি হয়েছে বিভিন্ন রাউন্ড।

অর্থাৎ তাদের ভর্তি এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর আরো একটু সময় লেগে যাবে, যদিও এই সমস্ত প্রক্রিয়াও কলেজ একাডেমিক সেশানের মধ্যেই পড়ে, কাজেই বলা চলে যে কলেজের একাডেমিক অর্থাৎ পাঠ্যবর্ষ, ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

অবশ্যই দেখো: BA, BSc ও BCom কোর্স করবে? জেনারেল লাইনে পড়া কি সঠিক সিদ্ধান্ত? 

অফলাইনে ক্লাস রুমে বসে কবে থেকে ক্লাস শুরু হবে?

যারা ইতিমধ্যেই ভর্তি হয়ে যাচ্ছে বিভিন্ন জেনারেল কলেজে অনার্স বা পাস উভয় ক্ষেত্রে তারা কবে থেকে ক্যাম্পাসে যেতে পারবে? ক্লাস করার জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি এবং প্রকাশ করা হবে তবুও যেটা জানা যাচ্ছে যে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্লাস শুরু সম্ভাবনা রয়েছে। তবে এটা সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষের উপর।

তুমি যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজে কবে থেকে ক্লাস শুরু হবে সেটি সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট এর নোটিফিকেশন এবং কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সোশ্যাল মিডিয়া পেজ থেকে জানতে পারবে।

মিস করবেন না: HS Pass Scholarship 2024: উচ্চমাধ্যমিক পাশের পর স্কলারশিপ চেক! নম্বর দিয়ে স্কলারশিপ চেক করুন

কলেজের ভর্তি এবং ক্লাস শুরু অফিসিয়াল ওয়েবসাইট তথ্য পাবে –wbcap.in
কলেজ শিক্ষা উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটBanglar Uchchashiksha

পরবর্তী আপডেট পেলে আমরা সবার আগে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দেবো তার পাশাপাশি কলেজের পড়াশোনার সমস্ত আপডেট একাডেমিক কাউন্সিলিং থেকে স্কলারশিপ এর বিভিন্ন তথ্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান পড়াশোনা কে আরো সহজ করে চলুন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram