Cyber Forensic Expert: কিভাবে ফরেনসিক বিশেষজ্ঞ হওয়া যায়? কি নিয়ে পড়তে হবে? যোগ্যতা সহ সমস্ত তথ্য

Arpita Paul

Updated on:

How to Became Cybar Forensic Expert Eligibility, Education Salary

বর্তমানে ইন্টারনেটের দুনিয়ায় সাইবার ক্রাইম, তথ্য জালিয়াতি, ফ্রড নতুন কিছু নয়! বিভিন্ন প্রলোভনে ফাঁদে ফেলে সাধারন মানুষের সাথে আর্থিক প্রতারণা থেকে ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ। আর এই সমস্যাগুলোর সমাধান করে থাকে পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। আর যারা এই বিষয়গুলি নিয়ে কাজ করে তারা সাইবার ফরেনসিক বিশেষজ্ঞ (Cyber Forensic Expert)।

   

অনেকেই এর ব্যাপারে শুনে থাকলেও কিভাবে হওয়া যায়? পড়াশোনা কি নিয়ে করতে হবে? তারপরে আবেদনসহ চাকরি কিভাবে পাওয়া যায়? সমস্ত কিছু তুলে ধরব আজকের প্রতিবেদনে।

How to Became Cyber Forensic Expert: সাইবার ফরেনসিক বিশেষজ্ঞ কিভাবে হওয়া যায়?

CID (Crime Investigation Department) অপরাধ তদন্তের বিভাগে মোবাইল ফরেনসিক বিশেষজ্ঞ, নেটওয়ার্ক ফরেনসিক বিশেষজ্ঞ, ম্যালওয়্যার ফরেনসিক বিশেষজ্ঞ, ক্লাউড ফরেনসিক বিশেষজ্ঞ উল্লেখিত পদগুলিতে নিয়োগ হয়ে থাকে। যেহেতু সমস্ত কিছু তাই ইন্টারনেট, তথ্য বা ডেটা এবং কম্পিউটার সংক্রান্ত তাই অবশ্যই কম্পিউটারে বিশেষ দক্ষতা দরকার, যেটা আমরা নিচে আলোচনা করছি।

(Salary of Forensic Expert) ফরেনসিক বিশেষজ্ঞ বেতন কেমন হয়?

ফরেনসিক সুরক্ষা বিশেষজ্ঞের বেতন যথেষ্ট বেশি হয়ে থাকে, প্রত্যেক মাসে দেড় লাখ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত হয়। সম্প্রতি কলকাতা সিআইডির একটি চাকরির বিজ্ঞপ্তিতে প্রার্থীদের মাসে ১৫০০০০ টাকা বেতন দেওয়ার কথা জানানো হয়েছে।

Eligibility Criteria for Cyber Forensic: আবেদনকারী যোগ্যতা ও কাজ

নির্ধারিত নয়টি পদের জন্য ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়েছে। আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড অবশ্যই একবার দেখে নেবেন –

মোবাইল (Mobile) ফরেন্সিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ: কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিং বা বিসিএ/এমসিএ স্নাতকোত্তর ডিগ্রী।

  • মোবাইলের সমস্ত রকম সমস্যার সমাধান ও তদন্তের কাজ।

নেটওয়ার্ক (Network) ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ: কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক ইঞ্জিনিয়ারিং স্নাতক / এম. টেক , বা বিসিএ/এমসিএ বা অন্য কোনো স্নাতকোত্তর ডিগ্রি।

  • নেটওয়ার্ক এবং ইন্টারনেট সম্পর্কিত সমস্ত রকম সমস্যা ও তদন্তের কাজ।

ম্যালওয়্যার (Malware) ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ: কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক; বা ইঞ্জিনিয়ারিং স্নাতক / এম. টেক; বা BCA / MCA বা অন্য কোনো স্নাতকোত্তর ডিগ্রি, পাশাপাশি ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই নিরাপত্তা ঘটনা মোকাবিলা বা ডিজিটাল ফরেনসিক বিভাগে অভিজ্ঞতা রাখতে হবে।

  • ম্যালওয়্যার, কম্পিউটার ভাইরাস ইত্যাদি সংক্রান্ত তদন্তের কাজ।

ক্লাউড (Cloud) ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ: কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক; বা ইঞ্জিনিয়ারিং স্নাতক / এম. টেক; বা BCA / MCA বা অন্য কোনো স্নাতকোত্তর ডিগ্রি, পাশাপাশি ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই নিরাপত্তা ঘটনা মোকাবিলা বা ডিজিটাল ফরেনসিক বিভাগে অভিজ্ঞতা রাখতে হবে।

  • ক্লাউড সার্ভার, Storage সিকিউরিটি ডেটা ট্রান্সফার ইত্যাদি সংক্রান্ত তদন্তের কাজ।

ক্রিপ্টো (Crypto) ফরেনসিক বিশেষজ্ঞ: কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক; বা ইঞ্জিনিয়ারিং স্নাতক / এম. টেক; বা বিসিএ/এমসিএ বা অন্য কোনো স্নাতকোত্তর ডিগ্রি।

  • ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েন ট্রানজাকশন এবং ব্লকচেন সংক্রান্ত বিভিন্ন তদন্তের কাজ।

ডিস্ক (Disk) ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ: কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক; বা ইঞ্জিনিয়ারিং স্নাতক / এম. টেক; বা বিসিএ/এমসিএ বা অন্য কোনো স্নাতকোত্তর ডিগ্রি।

  • হার্ডডিক্স, ROM, SSD যেকোনো ডাটা স্টোরেজ ডিভাইস নিয়ে তদন্তের কাজ।

মিস করো না: BCA Course Eligibility, Salary: সফটওয়্যার ডেভলপার কিভাবে হবে? সম্পূর্ণ কিছু দেখে নাও

ফরেনসিক ও সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিশেষ কোর্স

কম্পিউটার সায়েন্সের ডিগ্রী পড়াশোনার পাশাপাশি অবশ্যই কোনো বড় সংস্থা থেকে অভিজ্ঞতার সার্টিফিকেট থাকতে হবে। CEH, CISSP আর OSCP। এই তিনটেই আসলে সার্টিফিকেশন, মানে তুমি এই কোর্সগুলা করে সার্টিফিকেট নিলে বলা যাবে তোমার এই বিষয়ে ভালো জ্ঞান আছে।

  • CEH (সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার)
  • CISSP (সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল)
  • OSCP (অফেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল)
  • CHFI (কম্পিউটার হ্যাকিং ফরেনসিক ইনভেস্টিগেটর)

ফরেনসিক বিশেষজ্ঞ নিয়োগ প্রক্রিয়া: (Recruitment Process)

সাধারণ ক্ষেত্রে CID বিভাগে এর যথেষ্ট চাহিদা রয়েছে, প্রায় সময় অন্তর বিজ্ঞপ্তি বের হয়। অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করে সমস্ত তথ্য সার্টিফিকেট ভেরিফিকেশন এর মাধ্যমে সরাসরি নিয়োগ হয়ে থাকে। এমনকি বর্তমানে কলকাতা সিআইডিতেও এরকম একটি নিয়োগ প্রক্রিয়া জন্য বিজ্ঞপ্তি বের হয়েছে তার শেষ তারিখ 10ই আগস্ট।

দেখে নিন: CID Recruitment 2024: কলকাতা সিআইডি দপ্তরে নিয়োগ, বেতন দেড় লক্ষ টাকা

কলকাতা সিআইডি অফিসিয়াল ওয়েবসাইট: https://cid.wb.gov.in/

আশা করি সাইবার ফরেনসিক বিশেষজ্ঞ সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদেরকে জানাতে পারলাম। এটি একটি নতুন ক্যারিয়ার, এবং সম্প্রতির চাহিদা যথেষ্ট রয়েছে। দিন দিন যত ইন্টারনেটের ব্যবহার বাড়ছে তত বিশেষ করে সাইবার ক্রাইম বাড়ছে, আর তাদের ঠেকাতে সাইবার বিশেষজ্ঞ ভূমিকা যথেষ্ট রয়েছে।

আমাদের কেরিয়ার পেজ থেকে আরো অন্যান্য প্রফেশন থেকে সরকারি চাকুরির ব্যাপারে জানতে পারবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকুন, এরকম ক্যারিয়ার পড়াশোনা স্কলারশিপ সমস্ত তথ্য হাতের মুঠোয় পাওয়ার জন্য। আমাদের সঙ্গে অন্যান্য সামাজিক মাধ্যম গুলিতেও যুক্ত হয়ে যান।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram