WB ASHA Recruitment: মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ! কিভাবে আবেদন করবেন জেনে নিন

WB ASHA Recruitment 2024 Birbhum District

সকল চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি সুখবর। জাতীয় স্বাস্থ্য মিশনের তরফ থেকে নির্দেশিত শূন্য পদ অনুসারে মহকুমার অন্তর্গত বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সংশ্লিষ্ট জেলায় বসবাসকারী মহিলারা উল্লেখিত পদের জন্য আবেদন করতে পারেন।

   

আবেদনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে বর্ণনা করা হলো ইচ্ছুক আবেদন প্রার্থীরা অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন।

Westbengal ASHA Recruitment: আশাকর্মী পদে আবেদন

ইচ্ছুক আবেদন প্রার্থীকে অবশ্যই বীরভূম জেলার সংশ্লিষ্ট উপকেন্দ্রের অন্তর্গত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবশ্যই পাস করে থাকতে হবে, উচ্চতর শিক্ষাগত সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারেন তবে তাদের ক্ষেত্রেও মাধ্যমিকের প্রথম নম্বর অনুসারে বিবেচনা করা হবে।

  1. কেবল বিবাহিত বা বিধবা বা বিবাহ-বিচ্ছিন্ন মহিলারা এই পদে আবেদন করতে পারবেন।
  2. ইচ্ছুক প্রার্থীদের বয়স অবশ্যই ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে
  3. আবেদনের সময় বয়সের প্রমাণস্বরূপ মাধ্যমিকের এডমিট কার্ড বা জন্ম প্রমাণপত্র আনতে হবে।
  4. আবেদনকারী প্রার্থীদের সংরক্ষণ শ্রেণী অর্থাৎ তফশিলি জাতি এবং উপজাতির বৈধ SC/STOBC সার্টিফিকেট থাকলে তারা আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন

Application Process for ASHA Recruitment: আশা কর্মী পদের জন্য আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীরা আবেদনের জন্য আবেদনপত্র (Application Form) সংশ্লিষ্ট প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন বা অফিসিয়াল পোর্টাল থেকেও ডাউনলোড করে প্রিন্ট আউট করে আবেদন করতে পারেন।

আবেদনপত্রের জন্য নিম্নলিখিত প্রত্যেকটি ডকুমেন্টস এর এক কপি করে সেলফ অ্যাটেস্টেড কপি অবশ্যই জমা করতে হবে। উল্লেখিত ডকুমেন্টস গুলি হল –

  • মাধ্যমিকের এডমিট কার্ডের কপি।
  • সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থী ভোটার কার্ড, ভোটার কার্ডের নম্বর এবং ক্রমিক নং রেশন কার্ড।
  • উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদান করা জাতিগত সার্টিফিকেট।
  • প্রার্থীর নিজস্ব স্বাক্ষর সহ পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
  • গ্রেড ওয়ান এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দাইয়ের জন্য উপযুক্ত প্রমাণ পত্র।
  • আবেদন প্রার্থীদের আবেদনপত্র নামসহ ডাক টিকিট সহযোগে ডাকযোগে আবেদনপত্র জমা করতে হবে।

আরো দেখুন: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ দেখে নিন

আবেদনপত্র জমার শেষ তারিখ ১৬ ই আগস্ট ২০২৪। মোট শূন্য পদের নিরিখে আবেদন প্রার্থীদের আবেদন বিচার করে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ এর সম্ভাব্য তারিখ হল ২৫ শে সেপ্টেম্বর এবং ২৬ শে সেপ্টেম্বর ২০২৪, অবশ্য পরিস্থিতি বিশেষে তারিখ পরিবর্তন হতে পারে।

আবেদন ফরমসহ সমস্ত কিছু ডাউনলোড করুন
Advertisement for recruitment to the post of ASHA karmee under Birbhum Sadar Subdivision
Download PDF
অফিশিয়াল ওয়েবসাইটbirbhum.gov.in

আরো দেখুন: রাজ‍্যজুড়ে অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা নিয়োগ! যোগ্যতা, বেতন, ফরম ফিলাপ

আমাদের আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় ছিল আশা কর্মী পদের নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ তথ্য , অর্থাৎ কিভাবে আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন সহ অন্যান্য নিয়মাবলী । আজকের প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অন্তত একটি শেয়ার করে দেবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram