OBC সার্টিফিকেট বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নতুন রায়! বিস্তারিত পড়ে নিন

Anjan Mahata

Published on:

Row on caste inclusion in OBC list Westbengal OBC Case

ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আজ সুপ্রিম কোর্টের প্রথম শুনানি ছিল, হাইকোর্টের রায়কে স্থগিতাদেশ না দিয়ে নতুন হলফনামা জানতে চাইলো রাজ্য সরকারের কাছ থেকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ ওবিসি কার্ড বাতিল হয়েছিল, তার মানে কি ১২ লক্ষ ওবিসি কার্ড আবার বৈধ হতে পারে? নাকি কিসের ভিত্তিতে OBC সম্প্রদায় ভাগ করা হবে – সমস্ত আপডেট তুলে ধরব আজকের প্রতিবেদনে।

   

OBC শংসাপত্র বাতিল মামলায় শুনানি দিল সুপ্রিম কোর্ট

হাইকোর্টকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই মামলা করেছিল। সোমবার প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ থেকে আদালত হলফনামায়মূল বিষয় জানতে চেয়েছে।

৭৭ টি যে জনগোষ্ঠীকে নতুনভাবে ওবিসি করেছিল রাজ্য সরকার তার প্রধান ভিত্তি কি ছিল? যে সমীক্ষা করা হয়েছিল তার সমস্ত রিপোর্ট জমা দিতে হবে। আর্থিক স্থিতি, সরকারি চাকরিতে সংখ্যা কম ইত্যাদি সমস্ত বিষয় সেখানে তুলে ধরতে হবে।

কলকাতা হাইকোর্টের তরফ থেকে সুপ্রিম কোর্টে বলা হয়, যে সমস্ত ওবিসি বাতিল নয়, ২০১০ থেকে ২০১২ এর মধ্যে রাজ্য সরকার কিছু গোষ্ঠীকে রাজ্য সরকার ওবিসি করিয়েছে, যাদের মধ্যে সংখ্যালঘুরাই মূল রয়েছে।

হাইকোর্টের তরফ থেকে এটাও বলা হয় যে বিশেষ কিছু গোষ্ঠীর ক্ষেত্রে রাজ্য সরকার কোন মাপকাঠি ছাড়াই ওবিসি করেছে সে ক্ষেত্রে কোন রকম সমীক্ষা হয়নি। আর এইটার পরই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং রাজ্যের রিপোর্ট জমা করতে আদেশ দেয়।

দেখে নিন: OBC NCL Certificate: কারা যোগ্য, কি কি লাগবে? সুবিধা পেতে এই পদ্ধতিতে বানিয়ে নিন

সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি

আপাতত কোন ফাইনাল সিদ্ধান্ত জানায়নি সুপ্রিম কোর্ট, এই মামলার পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে শুক্রবার। সেই দিনই বোঝা যাবে হাইকোর্টের রায়কেই স্টে দিচ্ছে নাকি, রাজ্য সরকারের দাবি মেনে নতুন কোন সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত।

বিরাট সুখবর: কেন্দ্র সরকার শিক্ষা ঋণ প্রকল্প, ছাত্র-ছাত্রীরা পাবে ১০ লক্ষ টাকা! কবে চালু? কিভাবে আবেদন জানুন

সমস্ত তথ্য সহজ করে সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, পরবর্তী বাংলার পড়াশোনা থেকে ছাত্রছাত্রী চাকরিপ্রার্থীদের সমস্ত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram