WB CSC SET Exam 2024: কলেজের প্রফেসর হওয়ার পরীক্ষা! ফর্ম ফিলাপ চলছে, যোগ্যতা সহ বিস্তারিত

WB College Service Commission SET Exam 2024

বাংলার সকল চাকরিপ্রার্থীদের জন্য আবারো একটি দুর্দান্ত আপডেট। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রফেসর এর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা কলেজ সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত WB SET পরীক্ষায় বসতে পারবেন। এই পরীক্ষার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

কলেজের প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত WBSET পরীক্ষায় বসতে হবে। চলুন তাহলে পরীক্ষার ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক –

WB SET (State Eligibility Test) কী?

পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যাপক এবং সহকারী অধ্যাপক নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন কর্তৃক WB SET পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গল কলেজে সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত এই পরীক্ষায় সাধারণত দুটি পেপারের ওপরে পরীক্ষা দেওয়া হয়, প্রথম পেপারটি সাধারণের জন্য এবং দ্বিতীয় পেপারে উপর ভিত্তি করে ৩৩ টি বিষয়ে পরীক্ষা দিতে হয়। দুটি পেপারে প্রাপ্ত নম্বর গণনা করে মেরিট নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ নেওয়া হয়ে থাকে।

WB SET পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শেষের তারিখ10th September, 2024 (12:00 Midnight)
এডমিট কার্ড প্রকাশের তারিখ১২ ডিসেম্বর ২০২৪
পরীক্ষার সম্ভাব্য তারিখ১৫ ডিসেম্বর ২০২৪

WB SET Question Pattern: পরীক্ষার প্যাটার্ন

প্রশ্নপত্রসময়প্রশ্নের সংখ্যানির্ধারিত নম্বর
প্রথম পত্রএক ঘন্টা৫০১০০
দ্বিতীয় পত্রদুই ঘন্টা১০০২০০

WB SET Eligibility Criteria: আবেদনকারীদের যোগ্যতা

1. এই পদে আবেদনকারীর প্রার্থীদের মাস্টার ডিগ্রিতে ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে এবং সংশ্লিষ্ট মাস্টার্স ডিগ্রি ইউজিসি অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করতে হবে।

2. অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত ননক্রিমি লেয়ার প্রার্থীরা বা আর্থিকভাবে দুর্বল শ্রেণীর বা তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীরা নূন্যতম ৫০ শতাংশ পেলেই আবেদন করতে পারবেন।

3. যে সকল পরীক্ষার্থীরা মাস্টার কোর্স এর অন্তিম বর্ষে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তবে এখনো ফলাফল প্রকাশিত হয়নি তারাও এই পদে আবেদন করতে পারবেন।

আরো দেখুন: WBCS New Exam Pattern: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন, দেখে নিন

WB SET Application Process: আবেদন প্রক্রিয়া

এই পরীক্ষায় আবেদন করতে হলে প্রার্থীদের wbcsconline.in অফিসিয়াল সাইটে প্রবেশ করতে হবে এবং স্টার্ট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। এবার আপনার নাম এবং বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এবং নির্ধারিত আবেদনমূল্য অনলাইনে জমা করতে হবে।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট ভবিষ্যতে রেফারেন্সের জন্য রেখে দিন। আবেদন মূল্য কোন ক্যাটাগরি জন্য কত টাকা দিতে হবে তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো –

জেনারেল ক্যাটাগরি১৩০০ টাকা
নন ক্রিমি লেয়ার ওবিসি ক্যাটাগরি/ ইকনোমিকালি উইকার সেকশন বা ৬৫০ টাকা
তপশিলি জাতিরা উপজাতি/ শারীরিকভাবে প্রতিবন্ধী৩২৫ টাকা

অবশ্যই দেখুন: GATE 2025 Registration: IIT/NIT তে মাস্টার্স GATE পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু! 

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ লিংক

সেট পরীক্ষা নিয়ে বিস্তারিত তথ্য বুলেটিনDownload PDF
পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটwww.wbcsconline.in

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর অফিসিয়াল পোর্টালতে পরবর্তীকালে পরীক্ষার ফলাফলের এবং কাউন্সিলিংয়ের বিষয় বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে। প্রতিটি পরীক্ষার্থীর জন্য Edutips এর তরফ থেকে রইল অভিনন্দন এবং শুভেচ্ছা, ভবিষ্যতে এই সংক্রান্ত আপডেট পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।