উচ্চ মাধ্যমিক সংসদের প্রবন্ধ লেখা প্রতিযোগিতা, থাকছে পুরস্কার! কিভাবে নাম দেবেন? দেখে নিন

WBCHSE Essay Writing Competition 2024-25 on Golden Jubilee Celebration

পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদের সুবর্ণজয়ন্তী বর্ষ (Golden Jubilee Celebration) অর্থাৎ ২০২৪- ২৫ উপলক্ষে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠরত পড়ুয়াদের প্রবন্ধ রচনা প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। প্রতিটি বিদ্যালয়ের সকল উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে হবে এবং সেরা লেখা পুরস্কার সার্টিফিকেট সহ কাউন্সিলের প্রধান অফিসে ফাইনাল রাজ্য স্তরের জন্য নির্বাচিত হবে।

   

প্রবন্ধ রচনা টপিক কি রয়েছে? কিভাবে ছাত্রছাত্রীরা প্রবন্ধ লিখবে এবং স্কুলের মারফত পাঠাতে হবে তার পাশাপাশি সমস্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংসদ। সমস্ত কিছু জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

সুবর্ণজয়ন্তী উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে “প্রবন্ধ রচনা প্রতিযোগিতা”

নির্বাচিত প্রার্থীর রচনা ইমেইল মারফতে উচ্চ মাধ্যমিক কাউন্সিলে পাঠাতে হবে। বিজ্ঞান, কলা এবং বাণিজ্য বিভাগের সকল ছাত্র – ছাত্রীরাই অংশগ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের নির্বাচিত একটি প্রবন্ধ এবং সর্বোচ্চ তিনটি প্রবন্ধ অবধি কাউন্সিলে পাঠানো যেতে পারে।

WBCHSE Essay Writing Competetion on account of auspicious Golden Jubilee Celebration 2024-25
WBCHSE Essay Competetion on Account of auspicious Golden Jubilee Celebration 2024-25

Essay Competitions Topic : প্রবন্ধ রচনার বিষয়

নিচে প্রবন্ধ রচনা বিষয়গুলো সহজ করে বাংলাতে দেওয়া থাকলো, আপনারা অবশ্যই কাউন্সিলের বিজ্ঞপ্তি টি ডাউনলোড করে নেবেন নিচে দেওয়া থাকবে সেখানে সমস্ত কিছু তথ্য দেওয়া রয়েছে।

বিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রীদের জন্য:

  • টিকাকরণের উপযোগিতা।
  • মহাশূন্য গবেষণার ভবিষ্যৎ এবং সুবিধা।
  • ব্ল্যাক হোল – এক অজানা তথ্য।

কলা বিভাগে ছাত্রছাত্রীদের জন্য:

  • ডিজিটাল যুগে মনুষ্যত্ব এবং বিজ্ঞানের ভূমিকা।
  • খাদ্যের সাংস্কৃতিক গুরুত্ব।
  • ধর্ম এবং সহিংস্রতার সম্পর্ক।

কমার্স বিভাগে ছাত্রছাত্রীদের জন্য:

  • মার্কেটিংয়ে গুরুত্ব।
  • বাণিজ্যে ই-কমার্স দলের গুরুত্ব।
  • পরিবেশ রক্ষার্থে বাণিজ্যের ভূমিকা।

দেখুন: WBCHSE: উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ আসছে ইউটিউব এবং ফেসবুকে! পাবেন যাবতীয় আপডেট

Rules & Regulations: প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ নিয়মাবলী

  1. ছাত্র-ছাত্রীদের তাদের নির্দিষ্ট স্ট্রিম থেকে উল্লিখিত টপিকগুলোর যেকোনো একটি টপিকের বিষয়ে লিখতে পারবে এবং তিনটি স্ট্রিম মিলিয়ে সর্বোচ্চ তিনটি নির্বাচিত রচনা বিদ্যালয়ের তরফ থেকে কাউন্সিলে পাঠানো যাবে।
  2. প্রতিটি রচনা বাংলা বা English যেকোনো ভাষাতেই লেখা যাবে এবং সম্পূর্ণ প্রার্থীদের হাতের লেখায় ১২০০ শব্দের মধ্যে A4 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। সঙ্গে প্রতিযোগীর নাম ,স্কুলের নাম ,ক্লাস এবং সংশ্লিষ্ট জেলার নাম পৃষ্ঠার ডান দিকে লিখে জমা করতে হবে।।
  3. স্কুল কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত রচনা গুলি স্কুলের কর্তৃপক্ষের অফিসিয়াল স্ট্যাম্প দ্বারা প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের অ্যাটেস্টেড করতে হবে এবং বিদ্যালয়ের প্রধান কে সংশ্লিষ্ট রচনা পিডিএফ করে কাউন্সিলের অফিসিয়াল ইমেইল আইডি wbchse.competition@gmail .com তে 14 আগস্ট এর মধ্যে পাঠাতে হবে

বিভিন্ন স্কুল কর্তৃক পাঠানো রচনা কাউন্সিল কর্তৃক নির্ধারিত কমিটি দ্বারা নির্বাচন করা হবে এবং প্রতিটি বিভাগ থেকে সেরা ১০ টি রচনা অর্থাৎ মোট ৩০ টি রচনা ফাইনাল পর্বের জন্য সিলেক্ট করা হবে। প্রার্থীকে ফাইনাল রাউন্ডে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের প্রধান অফিস বিদ্যাসাগর ভবনের রবীন্দ্র মিলন মঞ্চে ডাকা হবে এবং ২১ শে অক্টোবর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

আরো দেখুন: সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উচ্চ মাধ্যমিক সংসদে “বসে আঁকো প্রতিযোগিতা” কিভাবে অংশগ্রহণ জেনে নিন

ফাইনাল রাউন্ডে রচনার টপিক প্রতিযোগিতার মঞ্চেই ঘোষনা করা হবে এবং অংশগ্রহণকারী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রচনা শেষ করে জমা করতে হবে। ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী প্রার্থীদের এবং তার সঙ্গে একজন সঙ্গীকে বাস বা ট্রেনে যাতায়াতের জন্য অনুমোদিত টিকিটের ব্যবস্থা করে দেওয়া হবে। অর্থাৎ যাওয়া আসার খরচ কাউন্সিল দেবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং সংসদের নিয়ম-কানুন পিডিএফDownload PDF

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram