শুরু হল নবান্ন স্কলারশিপ 2024-25, পাবেন ১০০০০ টাকা! বাড়িতে বসেই অনলাইনে করা যাবে আবেদন

Nabanna Scholarship 2024 2025 Online Application Started

সমস্ত পড়ুয়াদের জন্য খুশির খবর অবশেষে শুরু ২০২৪-২৫ শিক্ষাবর্ষে হলো নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া (Nabanna Scholarship 2024-25 Application)। এ বছর আবেদন প্রক্রিয়ায় বড়সড় আপডেট, বাড়িতে বসেই মোবাইলেই করা যাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ, যেতে হবে না নবান্নের অফিস। আবেদন নতুন পদ্ধতি সহ সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

   

পশ্চিমবঙ্গের নবান্ন স্কলারশিপের ২০২৪-২৫ আবেদন শুরু (Nabanna Scholarship)

আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই স্কলারশিপের শুভ সূচনা সূচনা হয়। মাত্র ৫০ শতাংশ নম্বর পেলে ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরের পড়ুয়াদের এই স্কলারশিপের থেকে ১০,০০০ টাকা বৃত্তি দেওয়া হয়।

যোগ্যতা: কারা আবেদন করতে পারবে?

চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে নবান্ন স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে পারবে পড়ুয়ারা। স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন হয়েছে।

  1. এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম ১ লক্ষ ২০ হাজার টাকার কম হতে হবে।
  3. মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে ৫০ শতাংশ নম্বর পেতে হবে, তবে 60% এর বেশি হলে চলবে না

নবান্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন আলোচনা ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আপনারা নিচের লিঙ্ক থেকে ক্লিক করে বিস্তারিত পড়ে নেবেন এবং সেখানে সমস্ত কিছু জানতে পেরে যাবেন:

ক্লিক করে দেখুন » Nabanna Scholarship: নবান্ন স্কলারশিপ ২০২৪, সমস্ত তথ্য দেখে নিন

গুরুত্বপূর্ণ লিংক এবং অনলাইন আবেদন পোর্টাল

পড়ুয়ারা সরাসরি অনলাইনের মাধ্যমে cmrf.wb.gov.in-এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। আবেদন সংক্রান্ত কোনো কিছুর জানার থাকলে অফিশিয়াল হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে ফোন করে তারা ছাত্রছাত্রীরা সুযোগ-সুবিধা পাবে।

অফিসিয়াল ওয়েবসাইটhttps://cmrf.wb.gov.in/
কি কি ডকুমেন্টস লাগবেClick Here
অফিসিয়াল হেল্পলাইন ফোন নম্বর033 2253 5335

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram