ICDS Course: বিনামূল্যে ICDS অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রস্তুতি কোর্স ও মক টেস্ট! এই অ্যাপে পাবেন

Arpita Paul

Published on:

Westbengal ICDS Exam Prepration Mock Test Course

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যেই অনেক দিদিরা ফর্ম ফিলাপ করে ফেলেছেন। কিছু কিছু জেলাতে এডমিট ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষাও খুব তাড়াতাড়ি হবে।

   

তবে এত কম সময়ের মধ্যে কিভাবে প্রস্তুতি নিবেন? কোন কোন বিষয়গুলো বেশি জোর দিয়ে পড়ে যাবেন? কোন কোন প্রবন্ধ আসতে পারে – তার পাশাপাশি পরীক্ষা এবং অঙ্গনওয়াড়ি বিষয়ক সাধারণ সমস্ত কিছু জ্ঞান কোথা থেকে সংগ্রহ করবেন? চিন্তা নেই দিদিদের পাশে রয়েছে এডুটিপস।

ICDS Free Course: বিনামূল্যে অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রস্তুতি কোর্স

রাখি বন্ধন এর উপহার হিসেবে দিদিদের জন্য বিনামূল্যে ‘অঙ্গনওয়াড়ি পরীক্ষা প্রস্তুতির কোর্স‘ তৈরি করা হয়েছে। নিজেদের মোবাইলেই EduTips -অ্যাপ এ এই কোর্স বিনামূল্যে করতে পারবেন, (লিংক শেষে পেয়ে যাবেন)।

ইতিমধ্যেই অনেক দিদিরা এই কোর্সটিতে প্রস্তুতি আরো ভালো করছেন, এই কোর্সের মধ্যে থাকছে –

  • অঙ্গনওয়াড়ি পরীক্ষার সিলেবাস
  • ভূমিকা: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা
  • জিকে, মহিলা ও শিশু স্বাস্থ্য স্টাডি
  • 15 নম্বরের প্রবন্ধ রচনা: সাজেশন ও প্র্যাকটিস
  • সম্পূর্ণ মক টেস্ট প্রাকটিস
  • নমুনা পরীক্ষার প্রশ্নপত্র।
ICDS Free Prepration Course Bengali
WB ICDS Exam Free Prepration Course

কিভাবে এই কোর্স অ্যাপ থেকে করবেন?

আপনাদেরকে প্লেস্টোর থেকে অ্যাপ ইন্সটল সার্চ করবেন: EduTips, তারপর আমাদের লোগো দেখে ডাউনলোড করে নিতে হবে, সেখানে গুগল বা জিমেইল দিয়ে সাইন ইন করে নিতে হবে। তারপরে হোম স্ক্রিনে আপনারা কোর্স পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে নিজেরা এনরোল করে নেবেন। তারপরে আপনারা স্টাডি সেকশন থেকে পড়াশোনা করতে পারবেন।

সরাসরি অ্যাপের লিঙ্ক দেওয়া রইল: EduTips App

খুব তাড়াতাড়ি আরো অনেক স্টাডি মেটেরিয়াল নোটস এবং প্র্যাকটিস কুইজ এই কোর্সে যুক্ত করা হবে, আস্তে আস্তে সমস্ত আপডেট করা যাবে, সেগুলির আপডেট পেতে অবশ্যই প্রস্তুতির হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন করে যাবেন।

Westbengal ICDS Prepration Group
জয়েন করুন ছবিতে ক্লিক করে

দেখে নিন: ICDS Exam Date Westbengal: অঙ্গনওয়াড়ি পরীক্ষার তারিখ ঘোষণা! আপনার জেলায় কবে

অবশ্যই এটা নিজেদের বন্ধু এবং দিদিদের গ্রুপে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল! যাতে সবাই এটার লাভ নিতে পারে এবং বিনামূল্যে এই মিনি কোর্স মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে নিতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram