রাজ্য জুড়ে সকল অঙ্গনওয়াড়ি আইসিডিএস চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি দুর্দান্ত আপডেট। রাজ্যজুড়ে বিভিন্ন জেলার আইসিডিএস অফিসিয়াল পোর্টালে ইতিমধ্যে কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষার এডমিট কার্ড আপডেট করা হয়েছে। প্রকাশিত যে সকল জেলাগুলিতে এডমিট কার্ড ডাউনলোডের লিংক প্রকাশিত হয়েছে পাশাপাশি কবে পরীক্ষা নেওয়া হবে সে ঘোষণাও করে দেওয়া হয়েছে।
WB ICDS Admit Card 2024: অঙ্গনওয়াড়ি পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ
আপনি যদি ইতিমধ্যেই অঙ্গনওয়াড়ি এর জন্য আবেদন করে থাকেন তাহলে পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত হয়েছে এবং কি ভাবে নতুন করে আবেদন করবেন সেই সকল বিষয় আজকের বিস্তারিত প্রতিবেদনে জানাবো তাই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ রইল।
নিয়োগের পদ | অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা |
মোট শূন্য পদ | ৩২৬৫৯ টি |
এডমিট কার্ড প্রকাশ ও পরীক্ষা সম্ভাব্য তারিখ | নিচে দেওয়া রয়েছে |
ICDS Admit Card Download Online: অঙ্গনওয়াড়ি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি
- প্রথমে আপনাকে অঙ্গনওয়াড়ি এর অফিসিয়াল সাইটে প্রবেশ করতে হবে। এর জন্য আপনার নিজের জেলায় আলাদা আলাদা সাইট রয়েছে।
- সেখানে গিয়ে নিজের রেজিস্ট্রেশন বা ফর্মের নম্বর এবং date of birth দিলেই আপনার সামনে এডমিট কার্ডটি পিডিএফ হিসেবে ডাউনলোড হয়ে যাবে।
জেলা | এডমিট কার্ড প্রকাশের তারিখ | পরীক্ষার তারিখ |
---|---|---|
আলিপুরদুয়ার | 1লা সেপ্টেম্বর ২০২৪ Admit Card Link ▶ | 9ই সেপ্টেম্বর |
কোচবিহার | প্রকাশিত হয়ে গিয়েছে Admit Card Link ▶ | 7ই সেপ্টেম্বর |
উত্তর ২৪ পরগনা | প্রকাশিত হয়ে গিয়েছে | ২৬শে আগস্ট |
নিজের জেলার নিজের এলাকার খবরের জন্য সবথেকে ভালো আপনি সাইবার ক্যাফে বা অনলাইন কম্পিউটারের দোকানে গিয়ে খোঁজ নিয়ে আপডেট পাবেন। প্রস্তুতি এবং পরবর্তী আপডেটের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান –
মিস করবেন না: ICDS Course: বিনামূল্যে ICDS অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রস্তুতি কোর্স ও মক টেস্ট!
আপাতত জেলার এডমিট কার্ড এবং পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই অন্যান্য জেলার এডমিট কার্ড এবং পরীক্ষার তারিখ প্রকাশে আনা হবে। অবশ্যই আমাদের পোর্টাল Edutips Bangla-তে চোখ রাখুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »