রাজ্যের যে সকল চাকরি প্রার্থীরা পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য আবেদন করেছিল তাদের জন্য অত্যন্ত খুশির খবর! প্রত্যেক আবেদনকারী এই অধীর আগ্রহে অপেক্ষা করছিল রেজাল্ট প্রকাশের, অবশেষে গতকাল রাত্রে প্রকাশিত হয় পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক তথা GDS এর প্রথম মেরিট লিস্ট।
আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্য আসামের GDS-এর প্রথম মেরিট লিস্ট দেওয়া হয়েছে এর সঙ্গে আলোচনা করা হয়েছে এই দুই রাজ্যের কাট-অফ সম্পর্কে।
Westbengal GDS Merit List 2024: প্রকাশিত GDS প্রথম মেরিট লিস্ট
গত ১৯শে আগস্ট সোমবার সন্ধ্যের পর প্রকাশিত হয় পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগের প্রথম মেরিট লিস্ট। এবারে ২০২৪ সালে পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে ৪৪,২২৮ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, মোট আবেদনপত্র জমা পড়েছে ৬৮ লাখেরও বেশি।
এবারের নিয়োগে পশ্চিমবঙ্গে সিট সংখ্যা ছিল ২৫০০ এরোও অধিক। GDS এর সদ্য প্রকাশিত প্রথম মেরিট লিস্টে পশ্চিমবঙ্গে ২,৫৪০ জন আবেদনকারী স্থান পেয়েছে।
অবশ্যই পড়ুন: Post Office GDS: পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক বেতন, বিভিন্ন পদ ও প্রমোশন! সবকিছু দেখে নাও
২০২৪ সালের Post Office GDS প্রথম লিস্টের Cut-off
অন্যান্য বছরের তুলনায় এ বছরে পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবকের প্রথম মেরিট লিস্টে কাট-অফ খানিকটা বৃদ্ধি পেয়েছে। মূলত ২০২১ সালে করোনা আবহে মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের বেশি নাম্বার দেওয়া হয়েছিল তাই এবারে কাট-অফ খানিকটা বৃদ্ধি পেয়েছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির কাট অফ প্রায় ৯০ শতাংশ থেকে ৯৫ শতাংশের উপরে। এছাড়াও আসাম রাজ্যের কাট-অফ ৯০ শতাংশের উপরে। আশা করা হচ্ছে পরবর্তী লিস্ট গুলিতে কাট-অফ খানিকটা কমবে।
GDS Merit List 2024 West Bengal pdf
Post Office GDS 1st Mgds merit list 2024 west bengal erit List 2024 | |
পশ্চিমবঙ্গের মেরিট লিস্ট | Download Pdf |
আসাম রাজ্যের লিস্ট | Download Pdf |
অফিসিয়াল ওয়েবসাইট | indiapostgdsonline.gov.in |
অবশ্যই পড়ুন: Central SC/ST/OBC সার্টিফিকেট কি করে বানাবেন? কোথায় ফর্ম পাবেন, কি কি লাগবে? সব কিছু জেনে নিন
যে সমস্ত আবেদনকারীর প্রথম মেরিট লিস্টে নাম এসেছে তোমাদের জন্য আগামী দিনের অত্যন্ত শুভকামনা, এখন থেকে সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখো যাতে ভেরিফিকেশনের সময় তোমাদের কোন রকম সমস্যা না হয়। এছাড়াও যে সকল আবেদনকারীর প্রথম মেরিট লিস্টে নাম আসেনি তোমাদের চিন্তা করার কোন কারণ নেই আরো ৪ থেকে ৫টি মেরিট লিস্ট প্রকাশ করা হবে তাই চিন্তা না করে অপেক্ষা করতে থাকো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »